মিয়ামিকে শিরোপা জিতিয়ে চূড়ায় মেসি
২০ আগস্ট ২০২৩, ১০:০৬ পিএম | আপডেট: ২১ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
ক্লাব ফুটবলের চূড়া লিওনেল মেসি আগেই ছুঁয়েছেন। বার্সেলোনার হয়ে ৪টি চ্যাম্পিয়নস লিগ, ১০টি লা লিগাসহ জিতেছেন মোট ৩৫টি শিরোপা। ব্যালন ডি’অর জিতেছেন ৭টি। এরপর আর বাকি কী থাকে! বাকি ছিল আন্তর্জাতিক ফুটবলের চূড়ায় ওঠা। সেটাও মেসি ছুঁয়েছেন ২০২২ সালে, আর্জেন্টিনার হয়ে কাতার বিশ্বকাপ জিতে। অনেকেই তখন বলতে শুরু করেন, এবার হয়তো মেসি থামবেন, ‘বিদায়’ বলে দেবেন আন্তর্জাতিক ফুটবলকে। কিন্তু মেসি থামেননি, আর্জেন্টিনার হয়ে এখনো খেলে চলেছেন। নতুন চ্যালেঞ্জ নিতে ইউরোপের ফুটবলকে বিদায় বলে ছুটে গেছেন যুক্তরাষ্ট্রে। যে দেশে জনপ্রিয়তায় ফুটবলের অবস্থান ৪ নম্বরে, সেই দেশেই তিনি জাগিয়ে দিলেন নতুন ফুটবল-উন্মাদনা। তলানিতে পড়ে থাকা একটি দলকে অভিষেকের মাত্র এক মাসের মধ্যে এনে দিলেন নিজেদের ইতিহাসের প্রথম শিরোপাও। গতকাল লিগস কাপের ফাইনালে ন্যাশভিলকে টাইব্রেকারে ১০-৯ গোলে হারায় মেসির দল ইন্টার মায়ামি।
এর মধ্য দিয়ে নিজের ট্রফি ক্যাবিনেটটাও আরেকটু সমৃদ্ধ করে নিলেন মেসি। ফুটবল ইতিহাসে এককভাবে শিরোপা জয়ে সবার ওপরে উঠলেন মেসি। এ পথে তিনি পেছনে ফেলেছেন দীর্ঘদিনের সতীর্থ দানি আলভেজকে। যৌন নিপীড়নের অভিযোগে কারাগারে আটক ব্রাজিলিয়ান তারকা আলভেজ তার ক্যারিয়ারে জিতেছেন ৪৩টি শিরোপা। তাঁকে ছাড়িয়ে এবার মেসি জিতলেন ৪৪তম শিরোপা। এখানেই হয়তো শেষ নয়। সামনের দিনগুলোয় মেসির নামের সঙ্গে হয়তো যুক্ত হবে নতুন নতুন শিরোপা।
মেসি নিজেও অবশ্য বিশ্বকাপের পর অনেকবারই বলেছেন, ফুটবলে তার আর চাওয়া-পাওয়ার তেমন কিছু নেই। কিন্তু এটা যে শুধুই মেসির মুখের কথা, সেটা বোঝা যায় তিনি যখন ইন্টার মায়ামির হয়ে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে নামেন। নিজেকে এখনো উজাড় করে দিয়ে খেলেন ৩৬ বছর বয়সী মেসি। মায়ামির হয়ে এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছেন। ৭টিই লিগস কাপে। এদিন ন্যাশভিলের বিপক্ষে ফাইনালের একটি গোলসহ করেছেন মোট ১০টি গোল। প্রতিটি গোলের পরই মেসির উদযাপন দেখে মনে হয়েছে এখনো তিনি ফুটবল দারুণ উপভোগ করছেন। এদিন মায়ামিকে প্রথম শিরোপা এনে দেওয়ার পর তো আনন্দে আত্মহারা হয়েছেন। কাতার বিশ্বকাপ জয়ের পর যেমন আবেগ নিয়ে শিরোপা উদযাপন করেছেন, মায়ামির হয়ে শিরোপা জয়ের পরও অনেকটা তেমনই দেখা গেছে।
শিরোপা জয়ের পর পরিবারের সদস্যদের সঙ্গে মাঠে উদযাপন করেছেন মেসি। সতীর্থদের সঙ্গে নেচেগেয়েও উদযাপন করেছেন। সতীর্থরাও মেসিকে শূন্যে তুলে শিরোপা জয় উদযাপন করেছে। মায়ামির এ শিরোপা জয়ে তো তার অবদানই সবচেয়ে বেশি। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার সঙ্গে সেরা খেলোয়াড়ের ট্রফিও জিতেছেন মেসি। উদযাপন শেষে মেসি জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে বলতে চেয়েছেন, তার চাওয়া-পাওয়ার শেষ এখানেই নয়! মেসি তার পোস্টে লিখেছেন, ‘চ্যাম্পিয়নস!!! ক্লাবের ইতিহাসে প্রথম শিরোপা জিতে খুব খুশি। সবার কঠিন পরিশ্রম আর নিবেদনের কারণেই এটা সম্ভব হয়েছে। আশা করছি, মাত্র তো শুরু...চলো এগিয়ে যাই।’
মেসির ৪৪
আর্জেন্টিনা (৫)
ফিফা বিশ্বকাপ : ১
কোপা আমেরিকা : ১
লা ফিনালিসিমা : ১
অলিম্পিক : ১
যুব বিশ্বকাপ : ১
বার্সেলোনা (৩৫)
লা লিগা : ১০
কোপা দেল রে : ৭
সুপারকোপা : ৮
চ্যাম্পিয়নস লিগ : ৪
উয়েফা সুপার কাপ : ৩
ফিফা ক্লাব বিশ্বকাপ : ৩
পিএসজি (৩)
ফ্রেঞ্চ লিগ ‘আ’ : ২
ট্রফি দে চ্যাম্পিয়নস : ১
ইন্টার মায়ামি (১)
লিগস কাপ : ১
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে নিয়ে জনগণের অসন্তোষ
ইসরায়েলে হামলার জবাবে এবার ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র
কাপ্তাই লেকে জেগে ওঠা ভাসামান তীরে সবুজ ফসলের সমারোহ
বেনাপোলে ভারতগামী পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, ৩ দালাল আটক
ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করলেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা
বাধা না থাকলেও গণহত্যাকারী ফ্যাসিবাদকে মানুষ নির্বাচনে আসতে দেবে না : আখতার হোসেন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক ইকবাল হোসাইন
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর
এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের
মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা
সিমকার্ডের আড়ালে সীমান্তে বেড়েছে চোরাচালান
কিশোরগঞ্জের আব্দুল কাহার আকন্দ কোথায়? কেউ জানে না!
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির অনুরোধ