নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২০ আগস্ট ২০২৩, ১০:০৯ পিএম | আপডেট: ২১ আগস্ট ২০২৩, ১২:০২ এএম

ফিফা নারী বিশ্বকাপে ইতিহাস গড়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। গতকাল বিকালে সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় টুর্নামেন্টের ফাইনালে ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে স্প্যানিশরা। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন অধিনায়ক ওলগা কারমোনা।
গত বছর ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে লিড নিয়েও দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোল হজম করে স্পেন। ইংলিশরা ম্যাচ নেয় অতিরিক্ত সময়ে। যেখানে ২-১ গোলে ম্যাচ জিতে স্পেনকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয় ইংল্যান্ড। ঠিক এক বছর পর প্রতিশোধের সুযোগ হাতছাড়া করেনি স্প্যানিশরা। তাও আবার বিশ্বকাপের মতো বড় আসরের মঞ্চে। তাই তো বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বসেরা হওয়ার পাশাপাশি গত বছরে ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ আটে হারের মধুর প্রতিশোধও তুলেছে স্পেন।

বিশ্বকাপে দু’দলেরই ছিল এটা প্রথম ফাইনাল। যে কারণে তারা ম্যাচ জিতে ইতিহাস গড়তেই মাঠে নেমেছিল। টান টান উত্তেজনার এই ফাইনাল ম্যাচটি ছিল বেশ উপভোগ্য। ম্যাচের শুরু থেকেই নিজেদের রক্ষণ সামলে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়ার চেষ্টা করে ইংল্যান্ড ও স্পেন। দু’দলের সাবধানী ফুটবলের কারণে গোলের সংখ্যা বাড়েনি। হাতে গোনা যে কয়টি সুযোগ এসেছে তার একটি থেকে ম্যাচের আধঘন্টার মধ্যে গোল করে এগিয়ে যায় স্প্যানিশরা। শেষ পর্যন্ত তারা লিড ধরে রেখেই ইতিহাস গড়ে শিরোপা জিতেছে।

যুক্তরাষ্ট্রের পর জাপান বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় নির্ধারণ হয়ে যায় এবার নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে নারী বিশ্বকাপ। ইংল্যান্ড নাকি স্পেন? কারা হচ্ছে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন। এ প্রশ্নই কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছিল ফুটবল বিশ্বে। যুক্তরাষ্ট্র, নরওয়ে, জার্মানি ও জাপানের পর শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নের খাতায় নাম লেখালো স্পেন। বিশ্বকাপে স্প্যানিশদের অভিষেক হয়েছিল ২০১৫ সালে কানাডায়। প্রথমবার তারা বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকেই। ফ্রান্সে অনুষ্ঠিত পরের আসরে গ্রুপ পর্ব টপকে নকআউটে উঠে তারা পড়েছিল যুক্তরাষ্ট্রের সামনে। সেখান থেকেই বিদায় নিয়েছিল স্পেনের মেয়েরা। সেই স্পেন টুর্নামেন্টে নিজেদের তৃতীয় অংশগ্রহণে করলো বিশ্বকাপ বাজিমাত।

কাল ফাইনালের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও ম্যাচের ১৬ মিনিটে ইংল্যান্ডের লরেন হেম্প নিশ্চিত গোলের একটি সুযোগ হারান। এসময় লরেন স্পেনের বক্সের মধ্য থেকে বাঁ পায়ের দারুণ এক শট নিলে, বল ক্রসবারে লেগে ফেরত আসে। এর ঠিক তের মিনিট পর কাঙ্খিত গোলের দেখা পায় স্পেন। ম্যাচের ২৯ মিনিটে ইংল্যান্ডের ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ নিজের পা থেকে বল হারালে তা পেয়ে যান স্প্যানিশ মিডফিল্ডার তেরেসা অ্যাবেলিরা। তিনি দুর্দান্ত ক্রস করলে বল যায় মারিওনা ক্যালডেন্টির পায়ে। ক্যালডেন্টি অধিনায়ক ওলগা কারমোনাকে বল বাড়িয়ে দিলে তিনি কোনাকুনি শটে গোল করে দলকে আনন্দে ভাসান (১-০)। মাত্র ২৩ বছর ৬৯ দিন বয়সে গোল করে কারমোনা নারী বিশ্বকাপের ফাইনালে চতুর্থ সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার পাশাপাশি ২০২২ সালে অ্যালেক্স মর্গানের পর সবচেয়ে কম বয়সী গোলদাতা হন। এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়াতে ফের আক্রমণ চালায় স্পেন। বিরতির ঠিক আগে সালমা পারালুয়েলোর শট ডানদিকের পোস্টে আঘাত হানে। অল্পের জন্য বল জালে জড়ায়নি। তা না হলে ২-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করতে পারতো স্পেন। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে ইংলিশ গোলরক্ষক ইয়ার্পস দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন। তিনি মারিওনা ক্যালডেন্টির দারুণ একটি শট রুখে দেন। কিছুক্ষণ পর হেম্প মাঠের বাইরে বল মেরে ইংল্যান্ডকে হতাশ করেন। স্পেন ব্যবধান বাড়ানোর আরেকটি নিশ্চিত সুযোগ নষ্ট করে ৬৪ মিনিটে। এসময় বক্সের মধ্যে ওয়ালশের হ্যান্ডবলের আবেদন করে স্প্যানিশরা। ভিএআরে চার মিনিট পর পেনাল্টির রায় দেন রেফারি। জেনিফার হারমোসো পেনাল্টি কিক নিলে তার শটের গতিপথ ঠিক বুঝতে পেরে বাঁ দিকে ঝাঁপিয়ে বল ঠেকান ইয়ার্পস। নিধারিত ৯০ মিনিট শেষে যোগকরা সময় দেয়া হয় ১৩ মিনিট। তবে ভাগ্য পাল্টাতে পারেনি ইংল্যান্ড। ম্যাচের একেবারে শেষ দিকে মিলি ব্রাইটের প্রচেষ্টা দারুণভাবে রুখে দেয় স্পেনের রক্ষণভাগ। তারপরই কর্নার পায় ইংলিশরা। তবে তাদের সমতা ফেরার শেষ সুযোগ নষ্ট করে দেন স্প্যানিশ গোলরক্ষক কাতা কোল। সঙ্গে সঙ্গেই রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজালে প্রথমবার বিশ্ব জয়ের উদযাপনে মেতে ওঠে টিম স্পেন।

গত ২০ জুলাই নিউজিল্যান্ডের ইডেন পার্কে নরওয়ের বিপক্ষে স্বাগতিকদের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছিল এবারের ফিফা নারী বিশ্বকাপ ফুটবল। দীর্ঘ এক মাস বিশ্ব ফুটবলাপ্রেমীরা মেতে ছিলেন এই বিশ্বকাপ নিয়ে। নিউজিল্যান্ড থেকে যাত্র শুরু করা বিশ্বকাপের পর্দা নামলো অস্ট্রেলিয়ার সিডনিতে।

এক নজরে
চ্যাম্পিয়ন : স্পেন
রানার্সআপ : ইংল্যান্ড
তৃতীয়স্থান : সুইডেন
চতুর্থস্থান : অস্ট্রেলিয়া
গোল্ডেন বুট
হিনাতা মিয়াজাওয়া (জাপান)
গোল্ডেন বল
আইতানা বোনমাতি (স্পেন)
গোল্ডেন গ্লাভস
ম্যারি ইয়ার্পস (ইংল্যান্ড)
সেরা উদীয়মান
সালমা পারালুয়েলো (স্পেন)


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের টানা ষষ্ঠ সিরিজ জয়
হারের বৃত্তে সিটি, নেমে গেল ছয়ে
আরও

আরও পড়ুন

বাধা না থাকলেও গণহত্যাকারী ফ্যাসিবাদকে মানুষ নির্বাচনে আসতে দেবে না : আখতার হোসেন

বাধা না থাকলেও গণহত্যাকারী ফ্যাসিবাদকে মানুষ নির্বাচনে আসতে দেবে না : আখতার হোসেন

সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!

সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!

শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী

শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী

এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি

এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি

সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন

সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন

ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক ইকবাল হোসাইন

ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক ইকবাল হোসাইন

সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে

পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে

লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন

কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর

কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর

এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের

এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের

মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা

মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা

সিমকার্ডের আড়ালে সীমান্তে বেড়েছে চোরাচালান

সিমকার্ডের আড়ালে সীমান্তে বেড়েছে চোরাচালান

কিশোরগঞ্জের আব্দুল কাহার আকন্দ কোথায়? কেউ জানে না!

কিশোরগঞ্জের আব্দুল কাহার আকন্দ কোথায়? কেউ জানে না!

হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলকে রেড নোটিশ জারির অনুরোধ

হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলকে রেড নোটিশ জারির অনুরোধ

যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা

রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা

আবারও  ভানুয়াতুতে  দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প

আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প

হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি

হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি

রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'

রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'