বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল সিরিজ ড্র
০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৮ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম
আফগানিস্তানের বিপক্ষে দুই ফিফা প্রীতি ম্যাচের সিরিজ ড্র করলো বাংলাদেশ। গতকাল রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় দু’দলের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি ১-১ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়। আফগানিস্তানের পক্ষে ফরোয়ার্ড জাবার শারজা ও বাংলাদেশের হয়ে উদীয়মান তারকা ফুটবলার শেখ মোরসালিন একটি করে গোল করেন। গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাাচটিও গোলশূন্য ড্র ছিল বলে সিরিজে হারেনি বাংলাদেশ ও আফগানিস্তান। ফলে ফিফা টায়ার-১ এর দুই প্রীতি ম্যাচ সিরিজ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দু’দলকে।
এদিন ম্যাচের পরতে পরতে ছিল উত্তেজনা। দুই লালকার্ডের এই ম্যাচে একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারায় জয়ের মুখ দেখেনি লাল-সবুজরা। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা প্রথম ম্যাচের একাদশই কাল মাঠেছ নামান। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ একাদশে পরিবর্তন না আসলেও সফরকারী আফগানিস্তান তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে। প্রথম ম্যাচ খেলার পর আফগানিস্তানের চার জন খেলোয়াড় দলে যোগ দেন। ইউরোপে খেলা এই ফুটবলাররা দলে যুক্ত হওয়ায় আফগানদের শক্তি আরো বেড়ে যায়।
প্রথম প্রীতি ম্যাচে সাধারণ দর্শকদের জন্য টিকিট সংগ্রহের সুযোগ সেই অর্থে ছিল না। তবে দ্বিতীয় ম্যাচে অবশ্য সীমিত সংখ্যক টিকিট বসুন্ধরা আবাসিক এলাকার দুই ব্যাংকে বিক্রি হয়েছে। পাশাাপশি স্টেডিয়াম সংলগ্ন একটি টিকিট কাউন্টারও ছিল। টিকিট নিয়ে বৃষ্টির বাধা উপেক্ষা করেও কিংস অ্যারেনার গ্যালারিতে বসে দুই দলের খেলা দেখেছেন প্রায় হাজার খানেক দর্শক। ম্যাচের শুরু থেকেই ডিফেন্স করে স্বাগতিকদের অফ-সাইড ফাঁদে ফেলার চেষ্টা করেন সফরকারী দলের ফুটবলাররা। ম্যাচে দুই দলই জয়ের জন্য মরিয়া ছিল। এক সময় শারীরিক শক্তি প্রদর্শন করেন ফুটবলাররা। বাংলাদেশের মিডফিল্ডার সোহেল রানাকে ফাউল করে ম্যাচের ৭ মিনিটে হলুদ কার্ড দেখেন আফগান মিডফিল্ডার জালফাগার নাজারি। মিনিট দুয়েক পর বিশ্বনাথ ঘোষকে অফ দ্য বল ট্যাকল করলে তৌফি কানদারিকে রেফারি প্রজ্জ্বল ছেত্রীর সতর্ক বার্তা শুনতে হয়।
ম্যাচের ১৭ মিনিটে মাঝমাঠ বরাবর সীমানার কাছে আফগানিস্তানের মোসায়ের আহাদিকে ফাউল করেন বাংলাদেশের জুনিয়র সোহেল রানা। ঘটনা ডাগআউটের কাছাকাছি হওয়ায় দুই দলের কোচই তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আফগানিস্তানের কুয়েতি কোচ আবদুল্লাহ আল মুতাইরি ও বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন পরস্পরের দিকে তেড়ে যান। রেফারি সোহেল রানাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন এবং আফগানিস্তানের কোচ আবদুল্লাহ আল মুতাইরি ও বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুনকে লালকার্ড দেখিয়ে ডাগআউট থেকে বের করে দেন। এমন অপ্রীতিকর ঘটনায় প্রীতি ম্যাচ আর প্রীত থাকেনি। কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূণ্য। ফলে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়েই লড়ে দু’দল। অবশ্য প্রথমে গোল পায় আফগানরাই। ম্যাচের ৫২ মিনিটে লিড নেয় তারা। এসময় উমিদ পোপালযের উড়ন্ত কর্নারে বক্সের ভেতরে জটলার সৃষ্টি হয়। সেখানে দৌড়ে গিয়ে বলে মাথা ছুঁইয়ে তা জালে পাঠান আফগান ফরোয়ার্ড জাবার শারজা (১-০)। গোল করে সতীর্থদের সঙ্গে উল্লাসে মেতে ওঠেন তিনি। সেই সঙ্গে গ্যালারিতে উপস্থিত কিছু আফগান দর্শকও আনন্দে চিৎকার করতে থাকেন।
পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে লড়ে বাংলাদেশ। গোল হজম করার দশ মিনিটের মধ্যেই তারা ম্যাচে সমতা আনে। গত ম্যাচে সহজ সুযোগ মিস করা উদীয়মান তারকা ফরোয়ার্ড শেখ মোরসালিন এদিন অবশ্য ভুল করেননি। ডান প্রান্ত থেকে বিশ্বনাথ ঘোষের বাড়ানো বলে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে হাত মেলানো দূরত্বে প্লেসিং শটে গোল করে দলকে উচ্ছ্বাসে মাতান মোরসালিন (১-১)। সর্বশেষ ব্যাঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপের চার ম্যাচে মোরসালিন দুই গোল করেছিলেন। এই সিরিজের দুই ম্যাচে করলেন আরেকটি গোল। ৬ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতোমধ্যে তিন গোল কওে ফেলেছেন ফরিদপুরের এই ফুটকবলার। দীর্ঘ দিন পর এ ম্যাচে পুরো ৯০ মিনিট পর্যন্ত খেললেন অধিনায়ক জামাল ভূঁইয়া। অবশ্য ৯০ মিনিটেই তার বদলী হিসেবে মাে নামানো হয় মোহাম্মদ ইব্রাহিমকে। ম্যাচের অন্তিম সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আফগানিস্তানের ফয়সাল শায়েস্তা। তবে কোন পক্ষই আর গোলের দেখা পায়নি। ফলে শেষ প্রীতি ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ে বাংলাদেশ ও আফগানিস্তান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু