জুনিয়র সাফের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতই
০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩০ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩০ পিএম
সাফ অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ কিশোর দল। গত ২ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী দিন ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভারত ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। তবে শুক্রবার টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় লাল-সবুজের কিশোররা। শিরোপা লড়াইয়ে রোববার বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারতই। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।
জুনিয়র সাফের এ আসরে বাংলাদেশ গ্রুপ পর্বে খেলেছে ভারত ও নেপালের বিপক্ষে। প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর গ্রুপের দ্বিতীয় ম্যাচে ১-০ ব্যবধানে নেপালকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হেরে যায় নেপাল। ফলে গ্রুপ রানার্সআপ হয়েই শেষ চারে উঠে লাল-সবুজরা। ৮ সেপ্টেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারত ৮-০ গোলে উড়িয়ে দেয় মালদ্বীপকে। একই দিন দ্বিতীয় সেমিফাইনাল পাকিস্তানকে হারানোর ফলে গ্রুপ পর্বের মতোই ফের ফাইনালে ভারতের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে গোল পাওয়া লাল-সবুজের দুই ফুটবলারের লক্ষ্য ফাইনালেও গোল করে দলকে জয় এনে দেয়া। ফরোয়ার্ড মো. মোর্শেদ আলী গতকাল বলেন,‘আলহামদুলিল্লাহ। সেমিফাইনাল ম্যাচে নামার আগে আল্লাহর কাছে চেয়েছিলাম যেনো দেশকে কিছু দিতে পারি। দেশের জন্য গোল করতে পারি। কারণ আমাদের ফরোয়ার্ড লাইন গোলশূন্য ছিল। সেমিফাইনালে আমরা দুই ফরোয়ার্ডই দু’টি গোল করেছি।
ইনশাল্লাহ আমাদের লক্ষ্য থাকবে ফাইনালে ভারতের বিপক্ষেও গোল করে দেশের জন্য ট্রফি জেতা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের টিমের জন্য দোয়া করবেন।’ পাকিস্তানের বিপক্ষে আরেক গোলদাতা ফরোয়ার্ড আবু সাইদ বলেন,‘সর্বপ্রথম আল্লাহর কাছে শোকরিয়া। পাকিস্তানের বিপক্ষে নিজে গোল করে এবং এ্যাসিস্ট করে দলকে জেতাতে পেরেছি। ফাইনালে আমাদের প্রতিপক্ষ ভারত। আমি এবং আমাদের ফরোয়ার্ড লাইনের লক্ষ্য থাকবে এই ম্যাচে বেশি গোল করে দলকে জেতানো।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না
নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা