ভারতের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের
১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৩ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে আরেকটি হারের দেখা পেয়েছে বাংলাদেশের কিশোররা। ফলে টুর্নামেন্টের শিরোপা স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। রোববার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আসরের ফাইনালে ভারত ২-০ গোলে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের হয়ে ভরত লায়েনজাম ও লেভিস জ্যাংমিনলুন একটি করে গোল করেন।
এবারের সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে এটা বাংলাদেশ দলের দ্বিতীয় হার। এর আগে গত ২ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ১-০ ব্যবধানে হেরে আসর শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় দল। যদিও ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে নেপালকে হারিয়ে শেষ চারে খেলার আশা বাঁচিয়ে রাখে লাল-সবুজরা। ৬ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে ভারত ১-০ গোলে নেপালকে হারালে সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশ দলের। গত শুক্রবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারত ৮-০ গোলে মালদ্বীপকে এবং দ্বিতীয় সেমিতে বাংলাদেশ ২-১ ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পরস্পরের প্রতিপক্ষ হয়। তবে ফাইনালে যথারীতি ভারতের সামনে এসে হোঁচট খায় বাংলাদেশের কিশোররা।
রোববার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ভারত একের পর এক গোলের সুযোগ তৈরি করে। ফলে ৮ মিনিটেই এগিয়ে যায় তারা। এসময় বাংলাদেশের রক্ষণভাগের ভুলে গোলের সুযোগ পায় ভারত। সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ গোলরক্ষক নাহিদুল ইসলামের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান ভরত লায়েনজাম (১-০)। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে চেষ্টা করে বাংলাদেশ। তারা ম্যাচে সমতা আনার সুযোগ পেয়েছিল ১৭ মিনিটেই। সতীর্থের লম্বা করে বাড়ানো বলে ভারতীয় গোলরক্ষক সুরাজ সিংকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন বাংলাদেশি ফরোয়ার্ড মুর্শেদ আলী। যে কারণে বাংলাদেশ কোচ সাইফুর রহমান মনি মুর্শেদকে মাঠ থেকে তুলে নেন। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় ভারত। বাংলাদেশ গোলরক্ষক নাহিদ গোলপোস্ট থেকে বেরিয়ে বক্সের মাঝামাঝি আসেন। ভারতের ফরোয়ার্ড হেড করে নাহিদকে পরাস্ত করলেও তিনি পেছন গিয়ে হেড করেই গোল সেভ করেন। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভারত। বিরতি থেকে ফিরে ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশেরই। কিন্তু ৭৪ মিনিটে বাংলাদেশের হাত থেকে সেই নিয়ন্ত্রণ কেড়ে নেন লেভিস জ্যাংমিনলুন। নিজেদের বক্সে তাকে শট নেওয়ার মতো যথেষ্ট জায়গা করে দেন বাংলাদেশের ডিফেন্ডাররা। বাঁ পায়ের জোরালো শটে তিনি ভারতের পক্ষে দ্বিতীয় গোল করলে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়ে বাংলাদেশ (২-০)। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে ফাইনাল জেতার পাশাপাশি শিরোপাও ঘরে তোলে ভারত অনূর্ধ্ব-১৬ দল। টুর্নামেন্টের রানার্সআপ বাংলাদেশ দল সোমবার সকালে দেশে ফিরবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না
নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা