এবার ইউরো খেলবে তো ইতালি!
১০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৪ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
রবার্তো মানচিনির বিদায়ের পর লুসিয়ানো স্পালেত্তির অধীন প্রথমবারের মতো খেলতে নেমেছিল ইতালি। কিন্তু নতুন শুরুটা রাঙাতে পারলেন না গত মৌসুমে নাপোলিকে সিরি ‘আ’র শিরোপা জেতানো এই কোচ। অপেক্ষাকৃত দুর্বল উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও জিততে পারেনি আজ্জুরিরা। শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলে ড্র করে। এ ড্রয়ে ২০২৬ ইউরো বাছাইপর্বে গ্রুপ ‘সি’র পয়েন্ট তালিকার তিনে নেমে গেছে ইতালি। অন্যদিকে ইংল্যান্ডকে ১-১ গোলে রুখে দিয়ে তালিকার দুইয়ে ওঠে এসেছে ইউক্রেন। বাছাইয়ে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটিতে জয়, একটিতে হার এবং অন্যটিতে ড্র করেছে ইতালি। বাছাইপর্বের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। পরের ম্যাচে মাল্টাকে ২-০ গোলে হারালেও গতপরশু রাতে আবার ধাক্কা খেয়েছে তারা।
মেসিডোনিয়ার মাঠে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণগুলো গোছানো ছিল না। আর ফিনিশিংয়েও বারবার হতাশ হতে হচ্ছিল স্পালেত্তির দলকে। গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হওয়ার পর ইতালি এগিয়ে যায় ম্যাচের ৪৭ মিনিটে। গোল করে দলকে এগিয়ে দেন চিরো ইম্মোবিলে। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি তারা। তবে ইতালি না পারলেও ঠিকই গোল করে ম্যাচে সমতা ফেরায় মেসিডোনিয়া। ৮১ মিনিটে এনিস বারদির গোলেই ইতালির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে মেসিডোনিয়া। একই রাতে হোঁচট খেয়েছে ফেভারিট ইংল্যান্ডও। বলতে গেলে পুঁচকে ইউক্রেন ১-১ গোলে রুখে দিয়েছে হ্যারি কেইনদের। অলেকসান্দার জিনচেঙ্কোর গোলে পিছিয়ে পড়া ইংল্যান্ডকে সমতায় ফেরান কাইল ওয়াকার।
২০১৮ বিশ্বকাপে খেলতে না পারা ইতালি ২০২১ ইউরো জিতে সবাইকে চমকে দিয়েছিল। তবে এর চেয়ে বড় চমক হয়ে আসে ২০২২ সালেও তাদের বিশ্বকাপ খেলতে না পারা। এখন ইউরো ২০২৪-এ খেলা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে। ৩ ম্যাচ শেষে ইতালির পয়েন্ট মাত্র ৪। গোল ব্যবধানে পিছিয়ে চারে থাকা মাল্টার পয়েন্টও ৪। আর দ্বিতীয় স্থানে থাকা ইউক্রেনের পয়েন্ট ৪ ম্যাচে ৭। এই গ্রুপে শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১০। গ্রুপের প্রথম দুই দল সরাসরি ইউরোর টিকিট পাবে। সে ক্ষেত্রে সেরা দুইয়ে থাকতে না পারলে ইতালির ইউরোর মূল পর্বে খেলাটা ঝুলে যাবে ‘যদি’ আর ‘কিন্তু’তে। তখন তাদের ইউরো খেলার জন্য তাকিয়ে থাকতে হবে প্লে-অফের কঠিন পথের দিকে। তবে স্পালেত্তির দল এই চাপ সরাতে পারে পরের ম্যাচে, যে ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউক্রেন। সান সিরোতে ইউক্রেনকে হারাতে পারলে ভালোভাবেই লড়াইয়ে ফিরতে পারবে তারা। ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইতালির নতুন কোচ স্পালেত্তি বলেছেন, ‘দল ভালো খেলেছে। তবে কিছু জায়গা আছে, যেখানে আমাদের কাজ করতে হবে। তাদের খুব বেশি সুযোগ দেওয়া উচিত হয়নি। সঠিক পাস দেওয়ার ক্ষেত্রে আমাদের ধৈর্যের অভাব ছিল। এ ম্যাচ থেকে আমাদের উন্নতির জায়গাগুলো খুঁজে বের করতে হবে। যে বিষয়গুলো কাজ করেনি, সেগুলোকে ঠিক করতে হবে। আমরা ম্যাচটা আবার দেখব, যা কিনা অনুশীলনের মতোই গুরুত্বপূর্ণ।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না
নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা