হতাশায় দেশ ছাড়তে চাইছেন গোলরক্ষক কোচ বিপ্লব!
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৬ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম
জাতীয় ফুটবল দলের গোলবার সামলেছেন ১৬ বছর। ছিলেন জাতীয় দলের অধিনায়কও। ঘরোয়া আসরে ঢাকা আবাহনী লিমিটেডকে জিতিয়েছেন একাধিক শিরোপা। খেলা ছেড়ে ক্লাব কোচিংয়ে গোলরক্ষক কোচ হিসেবেও পেয়েছেন সাফল্য। পাশাপাশি জাতীয় দলের গোলরক্ষক কোচের প্যানেলেও টানা দুই বছর কাজ করেছেন নিষ্ঠার সঙ্গেই। সেই সাবেক তারকা গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য এখন হতাশায় ভুগছেন। হঠাৎই কোচিংয়ের প্রতি হতাশা জন্মেছে তার। যে হতাশায় এখন দেশ ছাড়ার পরিকল্পনা করছেন তিনি। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এক আবেগঘন বার্তা দিয়ে এসব জানান বিপ্লব। নিজের ফেসবুক ওয়ালে তিনি লেখেন, ‘দীর্ঘ চব্বিশ বছর বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও প্রফেশনাল ক্লাব ফুটবল সুনামের সাথে খেলে কোচিং পেশায় নিজেকে নিয়োজিত করেছি। কারণ ফুটবল আমাকে নাম, যশ ও বাংলাদেশের মানুষের অফুরন্ত ভালবাসা দিয়েছে। অনেক আশা করে নিজেকে গোলকিপার কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলাম এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলে গোলকিপার কোচ হিসেবে সুনামের সঙ্গে দুই বছর কাজ করেছি। এ দুই বছরে ছেলেদের একাডেমিতে আসিফ, সোহান, মাহিন ও ইমনদের নিজের অভিজ্ঞতা দিয়ে প্রতিষ্ঠিত গোলকিপার হওয়ার মতো করে তৈরি করেছি।’
বিপ্লব আরো লেখেন,‘যে স্বপ্ন নিয়ে গোলকিপার কোচ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। ঠিক সে সময় কিছু সিন্ডিকেটের মানুয়ের জন্য কোথাও কাজ করার সুযোগ পাচ্ছি না। হয়তো এদের জন্যই যে স্বপ্ন নিয়ে গোলকিপার কোচ হিসেবে প্রতিষ্ঠা পেতে চেয়েছিলাম, সেই স্বপ্ন পূরণ আর সম্ভব হবে না। হয়তো একটা অন্য কোনো পেশা নিয়ে নিজের মাতৃভূমি ছাড়তে হবে। পরিবাররের জন্য হলেও এই কঠিন সত্যিটাকে মেনে নিয়ে নিজের মাতৃভূমি ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো পথ সামনে দেখছি না। বাংলাদেশের ফুটবলপ্রিয় সকল মানুষের কাছে আমি ঋণী। আপনাদের ভালোবাসায় বিপ্লব তৈরি হয়েছিলাম। আমি সারাজীবন আপনাদের কাছে ঋণী হয়ে থাকবো। এতো ভালবাসা দিয়েছেন আমাকে, যা কোনো কিছু দিয়ে শেষ করা যাবে না। হয়তো আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল! বাংলাদেশ ফুটবল এগিয়ে যাক। উদিত হউক বাংলাদেশের ফুটবল। এগিয়ে নেওয়ার মতো সুন্দর মনের মানুষ, যারা আমাদের মতো স্বপ্ন দেখা মানুষকে উৎসাহিত করে, নতুন প্রতিভা বের করে আনার জন্য অনুপ্রাণিত করে- এমন নেতৃত্ব আশা করছি।’
বিষয়টি নিয়ে কথা বলতে বৃহস্পতিবার বিপ্লবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ১৯৯৯ সাফ গেমসের স্বর্ণজয়ী গোলরক্ষক বলেন, ‘আসলে কী করবো বলুন। কাজ করে যেতে চেয়েছিলাম। কিন্তু হচ্ছে না। দুই মাস ধরে কোনো কাজ করছি না। চারদিকে বাধার সম্মুখীন হচ্ছি। কিছু অসাধু লোক চায় না আমি কোচিং চালিয়ে যাই। তাই হয়তো দেশ ছাড়তে হবে অন্য কোনো পেশা নিয়ে। যদি তাই হয় তাহলে সেটা হবে নিজের জন্য বড় কষ্টের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের '৯ম কর্ণেল কমান্ড্যান্ট' অভিষেক অনুষ্ঠিত
দ. কোরিয়ায় ইয়ুনের আটক বাড়ানোর পর আদালতে হামলা ও বিক্ষোভ
শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে ট্রাম্প
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরাইলি বিমানবন্দর বন্ধ
৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে সরকার, পাওয়া যাবে যেখানে
লাইফ সাপোর্টে কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
স্পেনের এনজিওগুলো ইলন মাস্কের বিরোধিতায় এক্স ছেড়ে যাচ্ছে
যে দেশ বা সমাজে ন্যায়বিচার নেই, সে জাতিকে ধ্বংস করে দেন আল্লাহ: আল্লামা মামুনুল হক
গাজায় প্রতিদিন ঢুকবে ৬০০ ট্রাক ত্রাণ
যুদ্ধবিরতির আনন্দে গাজায় কর্মরত সাংবাদিকদের আবেগ-উল্লাস
ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
লিমায় স্প্যানিশ বিজয়ী ফ্রান্সিসকো পিজারোর মূর্তি পুনঃস্থাপন
আবারও পেছাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি
‘প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলকভাবে করতে হবে’
রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার
টিকটকের যুক্তরাষ্ট্রে পরিষেবা বন্ধ, আইনি নিষেধাজ্ঞার প্রভাব
ইউল্যাবের হাল্ট প্রাইজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ
স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা : দ্য হিন্দু
আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার