‘বিশেষ’ ম্যাচে রোনালদোর অনন্য মাইলফলক
২০ সেপ্টেম্বর ২০২৩, ০১:০০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৭ পিএম
ম্যাচের আগে কোনো দেশ সফরে এমন অভিজ্ঞতা হয়ত কমই হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর। বিভিন্ন কারণে ইরানের ক্লাব পেরসেপোলিসের বিপক্ষে হওয়া ম্যাচটি বিশেষ হয়ে রইল পর্তুগালের এই আল নাসর তারকার কাছে। এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকে গোল না পেলেও জয়ে পেয়েছে তার দল। তার আগে ইরানে যে অভ্যর্থনা তিনি পেয়েছেন তা সত্যিই বিরল।
মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেই সব ভিডিও। এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে ইরানে যাওয়া আল নাসরের হলুদ রঙের টিম বাস রাস্তা দিয়ে যাওয়ার সময় আশপাশে তিলঠাঁই ছিল না! বাসের পিছু দৌড়েছেন প্রচুর লোকজন। আল নাসরের খেলোয়াড়েরা যে হোটেলে উঠেছেন, সেটি একটি পাহাড়–লাগোয়া। ইরানের ফুটবলপ্রেমীরা রীতিমতো পাহাড় বেয়ে উঠেছেন রোনালদোকে একনজর দেখার জন্য। নিরাপত্তারক্ষী বাহিনীকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পরিস্থিতি সামাল দিতে।
২০১৬ সালের পর এই প্রথম ইরানে খেলতে গেল সৌদি আরবের কোনো ক্লাব। দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন থাকায় মাঝের এ সময়ে দুই দেশের ক্লাবগুলোকে নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হতে হয়েছে।
তেহরানের আজাদি স্টেডিয়ামে ১০ জনে পরিণত হওয়া স্বাগতিক পেরসেপোলিসকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে শুভসূচনা করে আল নাসর। গোল না পেলেও ৯০ মিনিট খেলে যোগ করা সময়ে বদলি হয়ে মাঠছাড়া রোনালদোও দারুণ এক মাইলফলকের দেখা পেয়েছেন। মেইল অনলাইন জানিয়েছে, এ নিয়ে ১০০০ পেশাদার ম্যাচে অপরাজিত রইলেন রোনালদো। নিজ দলের হয়ে ৭৭৬ জয়ের পাশাপাশি ড্র করেছেন ২২৪ ম্যাচ।
২০২১ সালে পেরসেপোলিস সমর্থকদের এক ম্যাচ নিষিদ্ধ করেছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। সে কারণে আল নাসরের বিপক্ষে মঙ্গলবার রাতের ম্যাচে পেরসেপোলিসকে গ্যালারিতে বসে সমর্থন দিতে পারেননি ক্লাবটির সমর্থকেরা। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে দর্শক ছাড়াই।
প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। পেরসেপোলিস রাইটব্যাক দানিয়াল এসমায়েলিফায়ের আত্মঘাতী গোলের পর আল নাসরকে ম্যাচের দ্বিতীয় গোলটি এনে দেন ডিফেন্ডার মোহাম্মেদ কাসেম। প্রথমার্ধে দুটি গোলের সুযোগ হাতছাড়া করেন রোনালদো। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটের মাথায় পর্তুগিজ তারকাকে বুট দিয়ে পা মাড়িয়ে দিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পেরসেপোলিস মিডফিল্ডার মিলাদ সারলাক।
জয়ের পর নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে রোনালদো লিখেছেন, ‘আজকের (মঙ্গলবার) জয়টা দারুণ। সমর্থকদের বিশেষভাবে ধন্যবাদ এবং ইরানের সব মানুষকে, যাঁরা আমাদের আসাটা সার্থক করেছেন। সত্যিই হৃদয় উষ্ণ করে দেওয়ার মতো অভ্যর্থনা।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

নারায়ণগঞ্জে গৃহবধূ ফিজা হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

কক্সবাজার শহরে সড়ক অবরোধ করে মানব বন্ধনে উচ্ছেদ আতঙ্কগ্রস্থ হাজারো নারী পুরুষ

আনোয়ারায় বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাল সংগ্রহ না করে ডব্লিউকেসি দিলেন গুদাম কর্মকর্তা

শেখ হাসিনা ও রেহানা পরিবারের ৩৯৪ কোটি টাকা ফ্রিজ

মায়ের সাথে দূর্ব্যবহারের জেরে চাচাকে ছুরিকাঘাত ভাইপোর

গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন যুবক গ্রেপ্তার

আশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬, স্বর্ণ-টাকা উদ্ধার

টেকসই শাসনব্যবস্থা নিশ্চিত করতে আলেম সমাজকে নীতি নির্ধারণে যুক্ত করতে হবে

আর্জেন্টিনার হয়ে গলা ফাটাবেন মেসি

গাজার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নিহত, ইসরাইলের ভয়াবহ হামলা

শ্যামনগরে সাংবাদিক সমাবেশ: নিরাপদ কর্মপরিবেশের দাবি

দোয়ারাবাজারে ঝড়ের তান্ডবে তছনছ মাদ্রাসা খোলা মাঠে পাঠদান!

আছিয়ার শোকে ভারসাম্যহীন বাবার পাশে তারেক রহমান

সুনামগঞ্জে বকেয়া ভাতা পরিশোধসহ ৭ দফা দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের মানববন্ধন

তুলসীর বক্তব্যে দ্বিমত ফ্রান্স! বাংলাদেশের প্রতিবাদ শেয়ার করল ফরাসি দূতাবাস

হুথিদের হামলার জন্য ইরানকেই দায়ী করলেন ট্রাম্প

সালথায় চাঁদা না দেওয়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর কর্মচারীর বদলি

দৌলতখানে দুই লাখ মানুষের স্বাস্থ্যসেবায় ডাক্তার মাত্র ২ জন