ছক্কা-বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচেও উড়ে গেল পাকিস্তান
১৮ মার্চ ২০২৫, ১২:০৬ পিএম | আপডেট: ১৮ মার্চ ২০২৫, ০১:১৪ পিএম

ব্যর্থতার আবর্ত থেকে বের হতে পারল না পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও অসহায় আত্মসমর্পণ করল বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের ছাড়াই খেলতে নামা সফরকারী দলটি।
ডানেডিনে মঙ্গলবার সকালে বৃষ্টির কারণে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। দুই ওপেনারের ছক্কা-বৃষ্টিতে ১৩৬ রানের লক্ষ্য তারা পূরণ করে ১১ বল হাতে রেখেই।
এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেল কিউইরা।
রান তাড়ায় প্রথম ওভারে কোনো রান নিতে পারেনি নিউজিল্যান্ড। পরের ১২ বলের মধ্যে ছক্কা হাঁকায় ৭টি আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের ম্যাচে প্রথম তিন ওভারে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এটি। সব দেশ মিলিয়ে ‘বল বাই বল’ হিসাব রাখা ম্যাচগুলির মধ্যে প্রথম তিন ওভারে আট ছক্কার রেকর্ড ফিলিপিন্সের বিপক্ষে ইন্দোনেশিয়ার।
ইনিংসের প্রথম ৪৪ রানের ৪২ রানই আসে ছক্কা থেকে! টিম সাইফার্ট আউট হন ২২ বলে ৫ ছক্কা ও ৩ চারে ৪৫ রান করে। দলীয় রান তখন ৪.৪ ওভারে ৬৬।
সাইফার্টের ৪৫ রানের ৪২ রানই বাউন্ডারি থেকে! ম্যাচসেরাও হয়েছেন এই ডানহাতি ব্যাটার।
আরেক ওপেনার ফিন অ্যালেনও ছক্কা হাঁকিয়েছেন ৫টি। সঙ্গে এক চারে তিনি আউট হন ১৬ বলে ৩৮ রান করে। তার পরপরই মার্ক চাপম্যান ও জেমি নিশাম আউট হলেও জয় নিয়ে ভাবতে হয়নি স্বাগতিকদের। ১৬ বলে অপরাজিত ২১ রানে শেষটা টানেন কিপার-ব্যাটার মিচেল হেই।
হারিস রউফ ৩ ওভারে ২০ রানে নেন ২ উইকেট।
এর আগে ইউনিভার্সিটি ওভালে টসে জিতে বল বেছে নেয় নিউজিল্যান্ড। রানের খাতা খোলার আগেই প্রথম ওভারে সাজঘরে ফেরেন হাসান নেওয়াজ। আরেক ওপেনার মোহাম্মদ হারিসও ফেরেন দ্রুতই (১০ বলে ১১)।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তান এবার একশ পার করতে পারে সালমান আলী আগার ব্যাটে। অধিনায়ক করেন ২৮ বলে সর্বোচ্চ ৪৬ রান। শাদাব খান করেন ১৪ বলে ২৬। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদির ১৪ বলে ২২ রান বলার মতো পুঁজি এনে দেয়। কিন্তু তাও যথেষ্ঠ হয়নি।
নিউজিল্যান্ডের চার বোলার জ্যাকব ডাফি, বেন সিয়ার্স, জেমি নিশাম ও ইশ সোদি নেন দুটি করে উইকেট।
সিরিজে পরের ম্যাচ শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৫ ওভারে ১৩৫/৯ (হারিস ১১, নাওয়াজ ০, সালমান ৪৬, ইরফান ১১, খুশদিল ২, শাদাব ২৬, সামাদ ১১, জাহান্দাদ ০, আফ্রিদি ২২*, রউফ ১; ডাফি ৩-০-২০-২, ফোকস ৩-০-৩২-০, সিয়ার্স ৩-০-২৩-২, নিশাম ৩-০-২৬-২, সোধি ২-০-১৭-২, ব্রেসওয়েল ১-০-১৪-০)।
নিউ জিল্যান্ড: ১৩.১ ওভারে ১৩৭/৫ (সাইফার্ট ৪৫, অ্যালেন ৩৮, চ্যাপম্যান ১, মিচেল ১৪, নিশাম ৫, হে ২৪*, ব্রেসওয়েল ৫*; আফ্রিদি ৩-১-৩১-০, আলি ২-০-৩৪-১, খুশদিল ৩-০-১৬-১, রউফ ৩-০-২০-২, জাহান্দাদ ১.১-০-২৩-১, শাদাব ১-০-১০-০)
ফল: নিউ জিল্যান্ড ৫ উইকেটে জয়ী।
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে নিউ জিল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে।
ম্যান অব দা ম্যাচ : টিম সাইফার্ট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

খুন-গুমের মদদদাতা দেড় শতাধিক পুলিশ কর্মকর্তা এখনও প্রভাবশালী

মির্জাপুরে ওষুধ রেস্তোরা ও ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জাবিতে এবার চার হলের নাম পরিবর্তন

আইনি সেবা না দিতে নারী আইনজীবীকে হুমকি

সোনারগাঁওয়ে দুই ডাকাত ও এক চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

আশুলিয়ায় স্বর্ণের দোকানীকে কুপিয়ে হত্যা করে স্বর্ণালংকার লুটের ঘটনায় মালামালসহ আটক ৬

শান্তর সেঞ্চুরি, আবাহনীও জয়রথে

কুষ্টিয়ায় বন্ধ মিনিকেট চাল উৎপাদন, দাম চড়া

মতলবের মেঘনা নদীতে অভিযানে ১০ জেলে আটক, ৬ জনকে কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান

সাঈদীকে জুডিসিয়াল ও মেডিকেল কিলিং করা হয়েছে - মাসুদ সাঈদী

ফ্যাসিস্ট হাসিনার আমলে হিন্দু নিপীড়ন নিয়ে যা বলেছিলেন তুলসী গ্যাবার্ড

মুসলমানদের উপরে হিন্দুদের হামলায় উস্কানি দিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী

এনামুলের ব্যাটে মোহামেডানকে থামিয়ে গাজী গ্রুপের টানা পঞ্চম জয়

গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৪১৩, বিভিন্ন দেশের নিন্দা

রামগড়ে এক শিক্ষার্থীকে অপহরণের দায়ে ২জনকে গ্রেফতার

ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা, লোহিত সাগরে প্রত্যাঘাত হুথিদের

ট্রেনিংয়ে না থেকেও ভাতা নেন সহকারী শিক্ষা অফিসার

নীলফামারীতে পলিথিন মজুদ, ব্যবসায়ীর দশ হাজার টাকা জরিমানা

তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত