প্রত্যাবর্তনের রাতে রোনালদোর প্রথম
০৪ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম
প্রথম যেকোনো কিছুই স্মৃতিতে অম্লান হয়ে থাকে। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। গত পরশুরাতে রোনালদো পেয়েছেন প্রথম গোলের দেখা! ভাবছেন, শীর্ষ পর্যায়ের ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৮৫৫ গোল করে ফেলা রোনালদো এত দিনে এসে কোন প্রতিযোগিতায় ‘প্রথমের’ দেখা পেলেন। হ্যাঁ, সেটা চ্যাম্পিয়নস লিগে। উয়েফা চ্যাম্পিয়নস লিগে তো তিনি অনেক আগে থেকেই রাজাধিরাজ। এবার তিনি প্রথমবার গোল পেয়েছেন এএফসি চ্যাম্পিয়নস লিগে।
পর্তুগিজ তারকার নতুন প্রথমের রাতে তাজিকিস্তানের ক্লাব ইস্তিকললের বিপক্ষে ৩-১ ব্যবধানে ঘুরে দাঁড়ানো জয় পেয়েছে আল নাসর। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ১০ ম্যাচ জিতল সউদী ক্লাবটি। আর এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে পেল দ্বিতীয় জয়।
এশিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় আল নাসরকে এবার প্লে-অফ বাধা টপকে মূলপর্বে উঠতে হয়েছে। প্লে-অফ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলিকে ৪-২ ব্যবধানে হারিয়েছিল আল নাসর। ওই ম্যাচে একটি গোলে সহায়তা করেছিলেন রোনালদো। এরপর গ্রুপপর্বের প্রথম ম্যাচে ইরানের ক্লাব পার্সেপোলিসকে হারিয়েছিল ২-০ ব্যবধানে। ওই ম্যাচেও গোল পাননি রোনালদো। অবশেষে কাল এএফসি চ্যাম্পিয়নস লিগে নিজের তৃতীয় ম্যাচে পেলেন কাক্সিক্ষত গোলটি।
ঘরের মাঠ কিং সউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে শুরু থেকে দাপুটে খেললেও ধারার বিপরীতে গোল খেয়ে বসে আল নাসর। বিরতিতে যাওয়ার মিনিটখানেক আগে ইস্তিকললকে এগিয়ে দেন সেনিন সেবাই। পিছিয়ে পড়ে বিরতিতে যাওয়াটাই যেন আল নাসরকে তাতিয়ে দিয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই তাই একের পর এক আক্রমণ করেছে রিয়াদের দলটি। ৬৬ মিনিটে দলকে ম্যাচে ফেরানোর কাজটি রোনালদোই করেন। তার প্রথম শট ইস্তিকলল ডিফেন্ডার সোদিকিওন কুরবোনভ রুখে দিলেও দ্বিতীয় প্রচেষ্টায় গোলকিপার রুস্তম ইয়াতিমোভের মাথার ওপর দিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান।
প্রতিযোগিতায় রোনালদোর প্রথম গোলে সমতা ফেরার পর আত্মবিশ্বাস বেড়ে যায় পুরো দলের। ৭২ থেকে ৭৭- ৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে তালিসকা যেন সেটাই বুঝিয়ে দিয়েছেন। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘দলের সবার জন্য ম্যাচটা দারুণ ছিল। এএফসি চ্যাম্পিয়নস লিগে ১ম গোল করতে পেরে আনন্দিত। (আশা করি) আমরা জিততেই থাকব।’
২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আল নাসর। ১ পয়েন্ট নিয়ে ইস্তিকলল আছে তলানিতে। একই রাতে কাতারে ক্লাব আল দুহাইলের বিপক্ষে জিতে পার্সেপোলিস ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে। ইস্তিকললের চেয়ে গোল পার্থক্যে এগিয়ে তিনে থাকা আল দুহাইলের সঙ্গেই রোনালদোদের পরের ম্যাচ।
এদিকে, প্রত্যাবর্তনের রাত গেছে ইংলিশ প্রিমিয়ার লিগেও। গোল আর জয় দুটোই যেন চেলসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। অবশেষে তিন ম্যাচ পর তারা গোলের দেখা পেলো এবং জিতলোও দুই হার ও এক ড্রয়ের পর। নিকট প্রতিবেশী ক্লাব ফুলহ্যামের মাঠে ২-০ গোলে জিতেছে চেলসি। রেলিগেশন অঞ্চল থেকে ২ পয়েন্ট ওপরে থেকে ক্র্যাভেন কটেজে নেমেছিল চেলসি। আগের ছয় ম্যাচে তাদের নামের পাশে ছিল মাত্র ৫ গোল। অবশেষে যেন তারা নিজেদের খুঁজে পেলো। ৮২ সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করলো ব্লুরা।
মাউরিসিও পচেত্তিনোর ব্যয়বহুল দল আগের তিনটি লিগ ম্যাচে কোনও গোলই করতে পারেনি। তারা সেই খরা কাটালো দারুণভাবে। ১৮তম মিনিটে লেভি কলউইলের ক্রসে ইউক্রেন উইঙ্গার মুডরিক বুক দিয়ে বল নিয়ন্ত্রণে নেন, তারপর ফুলহ্যাম গোলকিপার বার্নড লেনো গোলমুখ খোলেন। চেলসির জার্সিতে ৯ মাস খেলে প্রথম গোল করলেন তিনি।
২০২২ সালের শেষ দিকে হাঁটুর ইনুজরিতে ছিটকে যাওয়া আরমান্ডো ব্রোহা প্রথমবার শুরুর একাদশে নামেন। নিষিদ্ধ নিকোলাস জ্যাকসনের স্থলাভিষিক্ত হয়ে গোলও করেন। অবশ্য এক ঘণ্টা পর মেডিক্যাল স্টাফদের সহায়তায় বদলি মাঠ ছাড়েন তিনি। সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এগারো নম্বরে উঠে গেলো চেলসি। ফুলহ্যামও সমান পয়েন্টে ১৩তম।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের
পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম
ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী
আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী
হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই
ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার
ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে
কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে
শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ
ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
গাজীপুরে বিএনপি নেতার উপর হামলা
চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার
বিভিন্ন বিভাগ ছোট হচ্ছে পাকিস্তানে
আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি
গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স
৪ ভূখ-কে অন্তর্ভুক্ত করে ইসরাইলি মানচিত্র প্রকাশ
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
চলতি বছর বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার পূর্বাভাস
যুক্তরাষ্ট্রের নাম মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ