মেলবোর্নের প্রচণ্ড ঠাণ্ডায় কাবু জামালরা
১৪ নভেম্বর ২০২৩, ১২:১৩ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩, ১২:১৩ এএম
ঢাকায় মাঠের অনুশীলনের সময় জামাল ভূঁইয়ারা হাফ হাতা জার্সি পড়ে ঘাম ঝরালেও মেলবোর্নের অনুশীলনে তাদের হাফ টি-শার্টের সঙ্গে হাতে আলাদা হ্যান্ডকভার ব্যবহার করতে হয়েছে। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ে ক্যাবরেরাকে দেখা গেল ফুলহাতার জার্সি পড়ে শিষ্যদের নির্দেশনা দিচ্ছেন। ঠাণ্ডা বাতাস আর শীতে জবুথবু বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল এমন আবহাওয়ার মধ্যেই মেলবোর্নে প্রথম অনুশীলন করেন জামালরা।
ঢাকা ও মেলবোর্নের বর্তমান আবহাওয়ার পার্থক্য অনেক। ঢাকার তাপমাত্রা যেখানে ৩০ ডিগ্রি সেলসিয়াস, মেলবোর্নে ১৪ ডিগ্রি। যা বাংলাদেশের ফুটবলারদের জন্য প্রতিকূল আবহাওয়াই বটে। তিনদিন আগে মেলবোর্নে পৌঁছে কাল প্রথম বল নিয়ে অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘মেলবোর্নে আসার দুইদিন পর আমরা বল নিয়ে প্রথম অনুশীলন করলাম। ভাল লাগছে। আবহাওয়া একটু ঠাণ্ডা। ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকায় অনেকেরই ঠাণ্ডা লেগেছে। যদিও আমি এই আবহাওয়ার সঙ্গে আগেই পরিচিত রয়েছি ডেনমার্কে বাড়ি ও আর্জেন্টিনায় খেলার কারণে। বিশ্বকাপ বাছাই পর্বে অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের ম্যাচ রাত ৮টায়। ওই সময় ঠাণ্ডা থাকবে খুব। তবে ম্যাচ নিয়ে দলের সবাই আত্মবিশ্বাসী। সবাই শতভাগ প্রস্তুত। ঠাণ্ডার মধ্যেও বাতাস বইলেও স্টেডিয়ামের ভেতরে কোন সমস্যা হবে না। তবে যখন বাইরে যাই, তখন কিছুটা সমস্যা হয়।’ দলের ফরোয়ার্ড মো. ইব্রাহিম বলেন, ‘প্রথম দিনের অনুশীলন ভাল ছিল। যদিও ঠাণ্ডার জন্য কিছুটা সমস্যা হচ্ছিল। কোচ চাচ্ছিলেন ঠাণ্ডার সঙ্গে যত দ্রুত মানিয়ে নেওয়া যায়, ততই ভাল। তাছাড়া অস্ট্রেলিয়ার ডিফেন্সকে কিভাবে আমরা ব্লক করবো, কিভাবে বিশ্বসেরা একটি দলের বিপক্ষে খেলতে হবে তা আমাদের শেখাচ্ছেন কোচ হাবিয়ের।’ সহকারী কোচ হাসান আল মামুনও আত্মবিশ্বাসী জামালদের নিয়ে। তার কথায়, ‘অস্ট্রেলিয়ায় এখন আবহাওয়া, তা আমাদের জন্য অনেক ঠাণ্ডা। অনেক বাতাস বইছে। বল পায়ে রাখতে সমস্যা হচ্ছিল ফুটবলারদের। তবে আশাকরি সময়ের ব্যবধানে সব ঠিক হয়ে যাবে।’ মামুন যোগ করেন, ‘কোচ হাভিয়ের প্রথম দিনে বলের সঙ্গে টেকনিক্যাল বিষয়েও দীক্ষা দিয়েছেন। অস্ট্রেলিয়ার শক্ত জায়গাগুলোতে আমরা ফোকাস করতে চেষ্টা করেছি ছেলেদের। সবাই ভাল আছে। তারা মুখিয়ে আছে ভাল কিছু করার জন্য।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
"তালেবান নারীদের মানুষ মনে করে না" : মালালা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
মোবাইল ইন্টারনেটে সুখবর ‘শর্ত শিথিল’, থাকছে ১ ঘণ্টার প্যাকেজও
গভীর রাতে গরিব অসহায় শীতার্ত মাঝে ইউএনও'র কম্বল বিতরন
বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২
ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ
ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু