লেবাননের পরীক্ষায় পাশের চিন্তা বাংলাদেশের
২১ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম
রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ বাংলাদেশ জাতীয় দলের জন্য সৌভাগ্যের প্রসূতি। ফিফা প্রীত ম্যাচ কিংবা এএফসি কাপের খেলায় এখানে জামাল ভূঁইয়ারা বা স্থানীয় ক্লাব দল এখনও হারেনি। এ মাঠেই আজ বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পশ্চিয় এশিয়ার দেশ লেবাননের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হবে ম্যাচটি। বাছাইয়ের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হলেও কিংস অ্যারেনা বলেই লেবাননের বিপক্ষে আশাবাদি লাল-সবুজরা।
শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে লেবানন। শুধু তাই নয়, ফিফা র্যাঙ্কিংয়েও তারা লাল-সবুজদের চেয়ে ৭৯ ধাপ এগিয়ে। র্যাঙ্কিংয়ে লেবানন আছে ১০৪তম স্থানে আর বাংলাদেশের অবস্থান ১৮৩। আন্তর্জাতিক ফুটবলে দু’দলের দেখাও হয়েছে খুব কম। তিনবারের দেখায় লেবানন জিতেছে দুই ম্যাচে এবং বাংলাদেশের জয় একটি। ২০১১ সালে বিশ^কাপ বাছাই পর্বে খেলা দুই ম্যাচের প্রথমটিতে লেবাননে গিয়ে স্বাগতিকদের কাছে ৪-০ গোলে হারে বাংলাদেশ। ফিরতি ম্যাচে ঢাকায় লেবাননকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। গোল দুটি করেছিলেন জাহিদ হাসান এমিলি ও মিঠুন চৌধুরী। লেবাননের বিপক্ষে জামালরা সর্বশেষ ম্যাচটি খেলেছে গত জুনে সাফ চ্যাম্পিয়নশিপে। ওই ম্যাচে দ্বিতীয়ার্ধের দুই গোলে হেরে মাঠ ছেড়েছিল লাল-সবুজরা। তবে এবারের ম্যাচ ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনা বলেই জয়ের আশা বাংলাদেশের। নইলে যে লেবাননের কাছে মাস পাঁচেক আগে ২-০ গোলে হেরেছিল লাল সবুজরা, সেই লেবাননকেই হারাতে আত্মবিশ^াসী বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। দেশের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় ঢাকায় আন্তর্জাতিক ফুটবল হচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। এই ভেন্যুতে ইতোমধ্যে তিনটি ম্যাচ খেলেছে জাতীয় দল। দু’টি আফগানিস্তান ও একটি মালদ্বীপের বিপক্ষে। আফগানিস্তানের ম্যাচ দু’টি ড্র হলেও দেশের মাটিতে ২০ বছর পর মালদ্বীপকে হারিয়ে বিশ^কাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন জামালরা। ক্লাব ফুটবলে বসুন্ধরা কিংস এএফসি কাপের দু’টি ম্যাচ খেলেছে এখানে। ম্যাচ দু’টি তারা হারিয়েছে ভারতের ওড়িষ্যা এএফসি ও মোহানবাগান সুপার জায়ান্টের মতো ক্লাবকে। তাইতো ‘পয়া’ স্টেডিয়ামে লেবাননকে হারানোর ব্যাপারে আত্মবিশ^াসী বাংলাদেশ দলের প্রধান কোচ ক্যাবরেরা। তবে তার এই আত্মবিশ^াসে চির ধরাতে পারে ফরোয়ার্ড রাকিব হোসেন ও ডিফেন্ডার সাদ উদ্দিনের সাসপেনশন। গুরু ক্যাবরেরার একাদশে নিয়মিত খেলছেন রাকিব। তাকে কেন্দ্র করেই আক্রমণের কৌশল সাজান বাংলাদেশ দলের এই স্প্যানিশ কোচ। ছন্দে ছিলেন সাদ উদ্দিনও। মালদ্বীপের বিপক্ষে গোলও করেছিলেন এ দুই ফুটবলার। লেবানন ম্যাচে তাদের না থাকাটা ক্ষতি হিসেবে দেখলেও ক্যাবরেরার বিশ^াস যারা আছেন তারা তাদের কাজটা ঠিক ঠাক মতো করতে পারলে সমস্যা হবে না।
তবে বাছাইয়ের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানের হারটা ভুলে এগিয়ে যেতে চান ক্যাবরেরা। লেবানন ম্যাচের আগে গতকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেখুন অস্ট্রেলিয়ার সঙ্গের ম্যাচটি কি হয়েছে আপনারা জানেন। আমি ওই দিনটিকে ভুলে নতুন একটি দিনে নতুন একটি ম্যাচ খেলতে চাই। আমরা কিছুদিন আগেও লেবাননের সঙ্গে খেলেছি। তাদের শক্তিমত্তা সর্ম্পকে আমাদের পরিস্কার ধারণা রয়েছে। সেটা বুঝেই আমি পরিকল্পনা সাজাচ্ছি।’
কিংস অ্যারেনায় দর্শক নিয়ে কোচের কথা, ‘মাঠে দর্শক থাকলে এমনিতে স্বাগতিক ফুটবলাররা উজ্জেবিত থাকে। পাশাপাশি প্রতিপক্ষ চাপে পরে। এই সুযোগ আমরা কাজে লাগাতে চাই।’ রাকিব না থাকায় আজ শুরু থেকেই খেলতে পারেন শেখ মোরসালিন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নাহিদের ক্যারিয়ার সেরা বোলিং: জ্যামাইকায় চালকের আসনে বাংলাদেশ
ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা, ঢাবিতে ছাত্র অধিকারের বিক্ষোভ
রানার বোলিং তোপে ১৮ রানের লিড, সাদমান-মিরাজে শক্ত অবস্থানে টাইগাররা
ভারত বাংলাদেশি কূটনৈতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে-পীর সাহেব চরমোনাই
আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে : জাতিসংঘ
সেন্টমার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন রোধে সরকারের কার্যক্রম
এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি হারুনের বিরুদ্ধে অভিনেত্রী স্বর্ণার অভিযোগ
মতাদর্শ বিবেচনা করে সাংবাদিকদের আর্থিক অনুদান দেয়া হত: আব্দুল্লাহ
প্রধান উপদেষ্টা ও ডিসি-এসপিকে স্বারকলিপি দিলেন সাদপন্থিরা
এলাকার আধিপত্য যুবলীগের নিয়ন্ত্রণে টঙ্গীতে যুবদল নেতাকে গ্রেফতারে মিশ্র প্রতিক্রিয়া
নির্বাচন সংস্কার কমিশনের প্রধানের কাছে গণঅধিকার পরিষদের ৯ দফা প্রস্তাবনা হস্তান্তর
সাভারে দ্রুতগতির বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন আরোহী নিহত, আহত ২
বাংলাদেশের চাইতে অসাম্প্রদায়িক দেশ উপমহাদেশে নেই : উপদেষ্টা সাখাওয়াত
কর্মকর্তা বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে জাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
পার্বত্য চুক্তির সংবিধান বিরোধী ধারা-উপধারা সংশোধন প্রয়োজন : বাংলাদেশ ন্যাপ
আগরতলায় উপদূতাবাসে উগ্র হিন্দুত্ববাদীদের বর্বর হামলা, সর্বত্র নিন্দার ঝড়
রাজশাহীতে ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা
বিপদে ভারত, মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারকে জামিন দিল কানাডা
বড়দিন উপলক্ষ্যে ভালোবাসার বার্তা রাজবধূ কেটের