ইউনাইটেডের বিদায়
১৪ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম
ব্যর্থতার চাদর যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মুহূর্তেও গা ঝাড়া দিয়ে উঠতে পারল না তারা। ম্যাচের পুরোটা সময় দ্বিতীয় সেরা হয়ে থাকা দলটিকে হারিয়ে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শেষ করল বায়ার্ন মিউনিখ। ওল্ড ট্র্যাফোর্ডে কেবল জিতলেই হতো না স্বাগতিকদের, পক্ষে আসতে হতো অন্য ম্যাচের ফলও। সেসবের কিছুই হয়নি। ঘরের মাঠে ১-০ গোলে হেরে ইউরোপ সেরার মঞ্চ থেকে ছিটকে গেছে এরিক টেন হাগের দল।
বায়ার্নের জয়ের নায়ক কিংসলে কোমান। দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ম্যাচ পর জয়ে ফিরল জার্মান ক্লাবটি। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে পা রাখল বায়ার্ন। আরেক ম্যাচে গালাতাসারাইকে ১-০ গোলে হারিয়ে পরের ধাপে উঠেছে কোপেনহেগেন। ডেনমার্কের দলটির পয়েন্ট ৮। ৫ পয়েন্ট নিয়ে ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে তুরস্কের দল গালাতাসারাই। ৪ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে ইউরোপীয় প্রতিযোগিতা থেকেই ছিটকে গেল ইউনাইটেড।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এতটা খারাপ অবস্থা কখনও হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। এর আগে তাদের সবচেয়ে খারাপ পারফরম্যান্স ছিল ২০০৫-০৬ মৌসুমে; সেবার ৬ পয়েন্ট নিয়ে শেষ করেছিল তারা, গোল করেছিল মাত্র দুই ম্যাচে। এবার অবশ্য পাঁচ ম্যাচে জালের দেখা পেয়েছে দলটি। কিন্তু তার চেয়ে গোল হজমও করেছে বেশি। ৬ ম্যাচে তারা ১২ গোল দেওয়ার বিপরীতে খেয়েছে ১৫টি। ইউনাইটেডের অবস্থা শুধু ইউরোপের মঞ্চেই খারাপ নয়। প্রিমিয়ার লিগেও ধুঁকছে দলটি; ১৬ ম্যাচে জিততে পেরেছে মাত্র ৯টিতে, ২৭ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। আর লিগ কাপ থেকে তো ছিটকে গেছে তারা অনেক আগেই।
একই রাতে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে দলে অনেক পরিবর্তন আনেন আর্সেনাল কোচ। আগের ম্যাচের দলে আটটি পরিবর্তন আনার প্রভাব পড়ে তাদের পারফরম্যান্সে। পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে তারপরও প্রথমে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। কিন্তু পরে গোল হজম করে ১-১ ড্র করেছে তারা। গ্রুপের আরেক ম্যাচে সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে ফরাসি ক্লাব লঁস। ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে আর্সেনালের পয়েন্ট ১৩। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠেছে আইন্দহোভেন। আর ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে লঁস। ইউরোপা লিগে খেলবে তারা। তলানিতে নাপোলির পয়েন্ট ২।
এদিকে, লুকা মদ্রিচের পেনাল্টি মিসের পরই গোল খেয়ে রিয়াল মাদ্রিদের হতাশা বাড়ল আরও। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে হোসেলুর জোড়া গোলে এগিয়ে গেল তারা। শেষ দিকে আবার ম্যাচে নাটকীয় মোড়; সমতা টেনে পয়েন্ট পাওয়ার আশা জাগাল ইউনিয়ন বার্লিন। দানি সেবাইয়োসের শেষ মুহূর্তের গোলে অবশ্য জয় নিয়েই মাঠ ছাড়ল কার্লো আনচেলত্তির দল। শতভাগ সাফল্যে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শেষ করল রিয়াল। বার্লিনের মাঠে ‘সি’ গ্রুপের ম্যাচে ৩-২ গোলে জিতল ইউরোপের সফলতম দলটি। আগেই নকআউট পর্বের টিকেট নিশ্চিত করা রিয়াল গ্রুপে জিতল ছয় ম্যাচের সবগুলো, পয়েন্ট ১৮। একই সময়ে আরেক ম্যাচে ব্রাগাকে ২-০ গোলে হারানো নাপোলি ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ। ব্রাগার পয়েন্ট ৪, বার্লিনের ২।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠক বর্জন করবে লেবার পার্টি
দেশে ফিরতে চান মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পাওয়া অভি
দুর্নীতির মাধ্যমে পুতুলের ডব্লিউএইচও'র পদ পাওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু
বাড়িতে ঢুকে সাইফ আলিকে ৬ বার ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি
রাজশাহী জেলা ছাত্রদল নেতার পিতা বাচ্চু সরকারের দাফন সম্পন্ন
মোংলায় সড়কের ওপর রাখা পাথরের ধাক্কায় যাত্রীবাহী ভটভটিতে থাকা দুই যাত্রীর মৃত্যু, আহত ৪
গাজায় ঐতিহাসিক পরাজয় ইসরাইলের
১৭ বছর পর আজ দুপুরে কারামুক্ত হচ্ছেন বাবর
দীর্ঘ এক যুগ পর কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান
আজ কুড়িগ্রামে মার্চ ফর ফেলানী, নেতৃত্বে সারজিস আলম
বাংলাদেশে আসছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল সাহির শমসদ
গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের ‘ঐতিহাসিক পরাজয়’: হামাস
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় হামলা ইসরাইলের, নিহত অন্তত ৩০
জুলাই ঘোষণা : কারা যাচ্ছেন আজকের বৈঠকে
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল
যে সব শর্তে গাজায় যুদ্ধবিরতি
এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫