বেনজেমার ইতিহাস, অবিশ্বাস্য ডি মারিয়া
১৪ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম
রোমারিনহো ও এনগোলো কান্তের পর জাল খুঁজে নিলেন করিম বেনজেমা। এতেই ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল ৩৫ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডের নাম। গতপরশু রাতে জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আসরের প্রথম রাউন্ডে ৩-০ গোলে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটিকে হারিয়েছে আল ইত্তিহাদ। সউদী প্রো লিগের ক্লাবটির হয়ে প্রথমার্ধের ৪০তম মিনিটে লক্ষ্যভেদ করেন বেনজেমা। ফলে প্রথম ফুটবলার হিসেবে ক্লাব বিশ্বকাপের চার আসরে গোল করার রেকর্ড গড়েন তিনি।
এই নিয়ে ষষ্ঠবারের মতো ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছেন অভিজ্ঞ স্ট্রাইকার বেনজেমা। আগের পাঁচটি আসরে তিনি খেলেছিলেন স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদের হয়ে। প্রতিবারই শিরোপা উঁচিয়ে ধরার সৌভাগ্য হয়েছিল তার। ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০২২ সালের ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল।
স্মরণীয় অর্জনের জন্য বেনজেমাকে শুভকামনা জানিয়েছেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘একজন কিংবদন্তি খেলোয়াড়ের অবিশ্বাস্য একটি অর্জন। এই আসরে তোমার জন্য আমার সর্বোচ্চ শুভকামনা থাকল।’
বরাবরের মতো এবারও সাতটি দল অংশ নিচ্ছে ক্লাব বিশ্বকাপে। ছয় মহাদেশের চ্যাম্পিয়ন ক্লাবগুলোর সঙ্গে খেলছে আয়োজক দেশের একটি ক্লাব। ফাইনালসহ হবে মোট সাতটি ম্যাচ। আগামীকাল রাতে একই ভেন্যুতে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নামবে আল ইত্তিহাদ। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ থাকবে মিশরের ক্লাব আল আহলি। দ্বিতীয় রাউন্ডের আগের লড়াইয়ে মেক্সিকোর লিওন মুখোমুখি হবে জাপানের উরাওয়া রেড ডায়মন্ডসের।
এদিকে, বেনফিকার জার্সিতে বক্সের ভেতরে-বাইরে থেকে, পেনাল্টিতে, ফ্রি কিকে, শটে- সব পজিশন থেকেই গোল করে চলেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। সালসবুর্কের বিপক্ষে সবশেষ ম্যাচে কর্নার থেকে সরাসরি লক্ষ্যভেদ করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপে নিজেদের সবশেষ ম্যাচে সালসবুর্ককে ৩-১ গোলে হারায় বেনফিকা। প্রতিযোগিতাটির গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেও এই জয়ে ইউরোপা লিগে জায়গা পাওয়ার স্বস্তি সঙ্গী হয়েছে তাদের।
ম্যাচের ৩১তম মিনিটে কর্নার থেকে দৃষ্টিনন্দন অলিম্পিক গোলটি করেন ডি মারিয়া। তার বাম পায়ের কর্নারে সতীর্থ-প্রতিপক্ষ কেউ লাফিয়ে উঠে মাথা ছোঁয়াতে পারেননি বলে। বাতাসে ভেসে বল গোলরক্ষকের বাড়ানো হাতকে ফাঁকি দিয়ে সরাসরি জালে জড়ায়। প্রথমার্ধের যোগ করা সময়ে রাফা সিলভার গোলের সুরও বেঁধে দেন ডি মারিয়া।
২০১০ সালে এই বেনফিকা থেকেই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ৩৫ বছর বয়সী তারকা।
তিনবার ফাইনাল খেলে তিনবারই হয়েছে রানার্সআপ; সবশেষ ২০১৪ সালে। এ বছরই জুভেন্টাস ছেড়ে পর্তুগালের এই চেনা আঙিনায় ফেরেন আর্জেন্টাইন তারকা। বেনফিকা আজও ইউরোপা লিগের শিরোপার স্বাদ পায়নি। ইউরোপা লিগের টিকেট পেতে এ ম্যাচে জয়ই চাওয়া ছিল বেনফিকার। তা পূরণ হওয়ার আনন্দে ভাসছেন ডি মারিয়া। দলের উন্নতির ধারাবাহিকতায় থাকার উচ্ছ্বাসও মিশে থাকল তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বার্তায়, ‘এই ম্যাচে কেবল জয়ই চাওয়া ছিল এবং আমরা জিতেছি, ইউরোপা লিগে কোয়ালিফাই করেছিৃএই ছেলেদের জয়টা প্রাপ্য। সব ম্যাচেই আমরা আরও বড় এবং আরও ভালো দল হয়ে উঠছি। দুর্দান্ত একটি ম্যাচ খেলার জন্য সবাইকে অভিনন্দন। আরও বেশি কিছুর জন্য ছুটে চলো বেনফিকা।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠক বর্জন করবে লেবার পার্টি
দেশে ফিরতে চান মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পাওয়া অভি
দুর্নীতির মাধ্যমে পুতুলের ডব্লিউএইচও'র পদ পাওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু
বাড়িতে ঢুকে সাইফ আলিকে ৬ বার ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি
রাজশাহী জেলা ছাত্রদল নেতার পিতা বাচ্চু সরকারের দাফন সম্পন্ন
মোংলায় সড়কের ওপর রাখা পাথরের ধাক্কায় যাত্রীবাহী ভটভটিতে থাকা দুই যাত্রীর মৃত্যু, আহত ৪
গাজায় ঐতিহাসিক পরাজয় ইসরাইলের
১৭ বছর পর আজ দুপুরে কারামুক্ত হচ্ছেন বাবর
দীর্ঘ এক যুগ পর কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান
আজ কুড়িগ্রামে মার্চ ফর ফেলানী, নেতৃত্বে সারজিস আলম
বাংলাদেশে আসছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল সাহির শমসদ
গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের ‘ঐতিহাসিক পরাজয়’: হামাস
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় হামলা ইসরাইলের, নিহত অন্তত ৩০
জুলাই ঘোষণা : কারা যাচ্ছেন আজকের বৈঠকে
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল
যে সব শর্তে গাজায় যুদ্ধবিরতি
এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫