রেফারিকে ঘুষি, ফুটবল লিগ স্থগিত
১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১৫ এএম | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১৫ এএম
তুরষ্কের সর্বোচ্চ ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট সুপার লিগে সম্প্রতি ঘটে গেছে ন্যাক্কারজনক এক ঘটনা। মাঠে ঢুকে রেফারিকে ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়েছেন আঙ্কারাগুসু ক্লাবের সভাপতি ফারুক কোকা। পরে তিনি গ্রেফতারও হয়েছেন পুলিশের হাতে।
আঙ্কারায় আঙ্কারাগুসু ও রিজেসপোরের গত সোমবারের ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর ঘটে এই অনাকাঙ্খিত ঘটনা। এরপরই তুরস্ক ফুটবল ফেডারেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে তুরস্কের শীর্ষ ফুটবল লিগ।
এরিয়ামান স্টেডিয়ামে সোমবার ম্যাচের ৯৭ মিনিটে রিজেসপোর গোল করে ১-১’এ সমতা ফেরায়। শেষ বাঁশি বাজার সাথে সাথে কোকা মাঠে প্রবেশ করে রেফারি হালিল উমুত মেলারকে ঘুষি মারলে তিনি মাটিতে পড়ে যান। ম্যাচের পর আঙ্গারাগুসুর সমর্থকরা মাঠের মধ্যে প্রবেশ করে। মেলারকে পুলিশের সহায়তায় ড্রেসিং রুমে ফিরিয়ে আনা হয়।
ফিফা ও উয়েফার তালিকাভুক্ত তুরস্কের অন্যতম নামী এই রেফারি মারধরের শিকার হওয়ার পর তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ) লিগ স্থগিতের খবর জানিয়ে বিবৃতি দেয়। তুরষ্ক ফুটবল ফেডারেশন এক্সে এক পোস্টে লিখেছে, ‘অনির্দিষ্টকালের জন্য লিগের সব খেলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। সংশ্লিষ্ট ক্লাব, ক্লাব চেয়ারম্যান, ক্লাব কর্মকর্তা ও আরো যারা রেফারি উমুত মেলারকে আক্রমন করেছে তাদেরকে সম্ভাব্য সর্বোচ্চ শাস্তি দেয়া হবে।’
লজ্জাজনক এ ঘটনায় তুরস্কের ফুটবল-পাগল প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও নিন্দা জানিয়েছেন। এক্সে এক বার্তায় এরদোয়ান লিখেছেন, ‘খেলাধুলা হলো শান্তি ও ভ্রাতৃত্বের প্রতীক। সহিংসতার সঙ্গে খেলাধুলা যায় না। তুরস্কের ক্রীড়াঙ্গনে আমরা সহিংসতা সহ্য করতে পারি না।’
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এ ঘটনাকে পুরোপুরি অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেছেন, ‘আমাদের সমাজে বা খেলাধুলায় সহিংসার কোনো স্থান নেই। ম্যাচ পরিচালনাকারী ছাড়া ফুটবল চলতে পারে না। রেফারি, খেলোয়াড়, সমর্থক এবং কর্মীদের নিরাপদ এবং সুরক্ষিত থেকে খেলা উপভোগ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমার আহ্বান, খেলার নিয়ম–কানুন যেন কঠোরভাবে প্রয়োগ করা হয় এবং সর্বস্তরে সম্মান করা হয়।’
অভিযুক্ত ক্লাব সভাপতি ফারুক কোজাকে গ্রেপ্তারও করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের বিচার মন্ত্রী ইলমাজ টুঙ্ক। তিনি বলেছেন, ‘দায়িত্বে নিয়োজিত একজনকে আহত করার দায়ে কোজা ও সন্দেহভাজন আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা বয়ান নেওয়ার পর তাঁদের গ্রেপ্তার করেছেন। এ ঘটনার তদন্ত নিবিড়ভাবে চলছে।’
২০১৭ সাল থেকে মেলার ফিফা রেফারির তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন। গত ২৮ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সেল্টিক বনাম ল্যাজিওর ম্যাচটিতে তিনি দায়িত্ব পালন করেছেন।
তুরষ্কে প্রায়ই রেফারিরা তাদের সিদ্ধান্তের কারনে ক্লাব সভাপতি ও কোচদের তোপের মুখে পড়েন। কিন্তু আক্রমনের ঘটনা এই প্রথম ঘটলো। আঙ্কারাগুসু ১৫ ম্যাচ পর ১৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের ১১তম স্থানে রয়েছে। ২২ পয়েন্ট নিয়ে তিন ধাপ উপরে রয়েছে রিজেসপোর।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠক বর্জন করবে লেবার পার্টি
দেশে ফিরতে চান মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পাওয়া অভি
দুর্নীতির মাধ্যমে পুতুলের ডব্লিউএইচও'র পদ পাওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু
বাড়িতে ঢুকে সাইফ আলিকে ৬ বার ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি
রাজশাহী জেলা ছাত্রদল নেতার পিতা বাচ্চু সরকারের দাফন সম্পন্ন
মোংলায় সড়কের ওপর রাখা পাথরের ধাক্কায় যাত্রীবাহী ভটভটিতে থাকা দুই যাত্রীর মৃত্যু, আহত ৪
গাজায় ঐতিহাসিক পরাজয় ইসরাইলের
১৭ বছর পর আজ দুপুরে কারামুক্ত হচ্ছেন বাবর
দীর্ঘ এক যুগ পর কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান
আজ কুড়িগ্রামে মার্চ ফর ফেলানী, নেতৃত্বে সারজিস আলম
বাংলাদেশে আসছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল সাহির শমসদ
গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের ‘ঐতিহাসিক পরাজয়’: হামাস
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় হামলা ইসরাইলের, নিহত অন্তত ৩০
জুলাই ঘোষণা : কারা যাচ্ছেন আজকের বৈঠকে
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল
যে সব শর্তে গাজায় যুদ্ধবিরতি
এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫