‘হোপ’ জাগানিয়া উইন্ডিজের ‘হ্যাটট্রিক’
২৩ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম
ক্রিস ওকসকে পয়েন্টের ওপর দিয়ে মারা শাই হোপের ছক্কার পর ওয়েস্ট ইন্ডিজ ডাগআউটে উদযাপনটাই বলে দিচ্ছিল, জয়টা ক্যারিবীয়দের কাছে বিশেষ কিছু। হোপের ছক্কায় শেষ ম্যাচ শেষ হতেই ওয়েস্ট ইন্ডিজের ডাগ আউটে সে কী উল্লাস! ব্রায়ান লারা স্টেডিয়ামের গ্যালারির দর্শকরা তো তখন উন্মাতাল। দুই বল আগেই ম্যাচে ছিল তুমুল উত্তেজনা আর অনিশ্চয়তা। সেই ম্যাচ শেষ চার বল আগেই। বড়দিনের আগেই যেন ক্যারিবিয়ানদের আরেকটি উৎসবের উপলক্ষ্য! এক সময় ২-০-তে এগিয়ে থাকলেও সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নেমেছিল সে লিডটা খুইয়ে। ত্রিনিদাদে ব্রায়ান লারা স্টেডিয়ামে ইংল্যান্ডকে ১৩২ রানে থামিয়েও পথ হারাতে ধরেছিল তারা। তবে ‘কুল’ থেকেছেন হোপ, তার ৪৩ বলে ৪৩ রানের ইনিংসই ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছে ৪ উইকেটের জয়।
টি-টোয়েন্টিতে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজ। একটি দ্বিপাক্ষিক সিরিজ জয় আর এমন কী! কিন্তু এটি শুধুই বিচ্ছিন্ন এক সিরিজ জয় নয়। এই জয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে। ২-০তে এগিয়ে গিয়ে আবার দুই ম্যাচ হেরে শেষ পর্যন্ত প্রচ- চাপের মধ্যে শেষ ম্যাচ জিতে সিরিজ জয়। সবচেয়ে বড় কথা, এই সংস্করণে টানা তৃতীয় সিরিজ জয়! মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১, আগস্টে ভারতের বিপক্ষে ৩-২ আর গতপরশুর এই জয় তাই ক্যারিবিয়ান ক্রিকেটের ক্ষয়িষ্ণু সময়ে উজ্জীবনী সুধাও। ৪ উইকেটের জয়ে সিরিজ শুরু করা ওয়েস্ট ইন্ডিজ শেষটাও করল ৪ উইকেটের জয়ে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি তারা জিতে নিল ৩-২ ব্যবধানে।
এদিন অবশ্য এই জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই বাঁহাতি স্পিনার- গুড়াকেশ মোতি ও আকিল হোসেইন। দুজন মিলে ৮ ওভারে দেন মাত্র ৪৩ রান, নেন ৫ উইকেট। পাওয়ারপ্লেতে আকিল আর পরে মোতি লাগাম পরিয়ে রাখেন আগের ম্যাচেই ২৬৭ রান তোলা ইংলিশদের। ঠিক নিজেদের উপযোগী উইকেট না হলেও হোপ ধরে রাখেন ইনিংস। তাতেই টানা তৃতীয় সিরিজ জয় নিশ্চিত হয় তাদের। এ বছর দক্ষিণ আফ্রিকা, ভারতের পর ইংল্যান্ডকে হারাল তারা, নিজেদের ইতিহাসেই প্রথমবারের মতো কমপক্ষে দুটি ম্যাচের তিনটি সিরিজ টানা জিতল ক্যারিবীয়রা।
ত্রিনিদাদে ম্যাচটি হয়েছে ঠিক আগের ম্যাচের উইকেটেই। তবে ৪৮ ঘণ্টা আগে যে উইকেটে রানের জোয়ার বয়ে গিয়েছিল, ৩৫.৩ ওভারে রান উঠেছিল ৪৫৯, এবার সেই ২২ গজেই গলদঘর্ম ব্যাটসম্যানরা। ইংল্যান্ড গুটিয়ে যায় ১৩২ রানে। ক্যারিবিয়ানরা ম্যাচ শেষ করে চার বল বাকি রেখে। শেষ ৬ ওভারে ¯্রফে ২৩ রান তুলতে ৬ উইকেট হারায় ইংলিশরা। মন্থর উইকেটে ইংলিশ ব্যাটসম্যানদের ভোগান্তির কারণ হয়ে ওঠেন ক্যারিবিয়ানদের দুই বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি ও আকিল হোসেন। ৪ ওভারে ২৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা মোটি। ৪ ওভারে ২০ রানে ২ উইকেট নেন আকিল।
আগের দুই ম্যাচে ম্যাচ জেতানো বিধ্বংসী সেঞ্চুরি করা সল্টা এবার ফেরেন ২২ বলে ৩৮ রান করে। এর আগেই অবশ্য রেকর্ডে নাম লেখান ২৭ বছর বয়সী ওপেনার। এক টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রানের কীর্তি গড়েন তিনি। এই সিরিজে তার রান ৫ ম্যাচে ৩৩১। পেরিয়ে যান গত বছর ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের ৬ ম্যাচে ৩১৬ রানের রেকর্ড। ৫ ম্যাচের সিরিজে তিনশ রান করা প্রথম ব্যাটসম্যান সল্টই।
রান তাড়ায় ইংলিশ বোলাররাও বেশ চেপে ধরেন ক্যারিবিয়ানদের। শেষ পর্যন্ত এক প্রান্ত আগলে রেখে ৪৩ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংসে দলকে পার করান হোপ। হোপের রান একটা সময় ছিল ৩১ বলে ২৩। পরে পরিস্থিতি বুঝে রানের গতি বাড়ান তিনি। শেষ দুই ওভারে ওয়েস্ট ইন্ডিজের যখন প্রয়োজন স্রেফ ১১ রান, স্যাম কারানের দারুণ একটি ওভার ম্যাচ জমিয়ে তোলে আবার। ১৯তম ওভারে রাসেলকে আউট করার পাশাপাশি স্রেফ ২ রান দেন এই বাঁহাতি পেসার। তাতে শেষ ওভারে প্রয়োজন পড়ে ৯ রানের। মন্থর উইকেটে যা খুব সহজ নয়। ক্রিস ওকসের করা শেষ ওভারের প্রথম বলে তিন রান নেন জেসন হোল্ডার। পরের বলেই হোপের সেই ছক্কা এবং ক্যারিবিয়ান উৎসব।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান