ফেডারেশন কাপ মাঠে গড়াচ্ছে আজ
২৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম
ঘরোয়া ফুটবলে নতুন মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট এবিজি বসুন্ধরা ফেডারেশন কাপ মাঠে গড়াচ্ছে আজ থেকে। উদ্বোধনী দিন দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মুখোমুখি হবে ফর্টিস এফসির। অন্যদিকে একই সময়ে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব খেলবে জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে।
এবারের মৌসুমসূচক টুর্নামেন্ট স্বাধীনতা কাপের শিরোপা ইতোমধ্যে ঘরে তুলেছে বসুন্ধরা কিংস। ঘরোয়া সর্বোচ্চ আসর এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুরুটাও দূর্দান্ত করেছে তারা। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে বসুন্ধরা কিংস। এবার আরো একটি ভালো শুরুর অপেক্ষায় স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের শিষ্যরা। ফর্টিস এফসির মুখোমুখি হওয়ার আগে গতকাল স্থানীয় ফুটবলারদের সঙ্গে নিয়ে বড় দিনের উৎসব উদযাপন করেছেন বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলাররা। খিস্ট্রীয় ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব উপলক্ষে এদিন কেক কাটা ও আনুষাঙ্গিক সাজসজ্জাও হয়েছে কিংস ক্লাব প্যাভিলিয়নে। বিদেশি খেলোয়াড়, কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে নিয়ে বাংলাদেশি ফুটবলারও উৎসবমুখর পরিবেশে বড় দিন উদযাপন করেছেন। তবে বড় দিন হলেও বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলার ও কোচিং স্টাফের বিশ্রাম নেয়ার সুযোগ নেই। সেটা জানিয়ে ক্লাবটির মিডফিল্ডার সোহেল রানা বলেন,‘প্রতিবছরই বড় দিনে আমাদের ক্লাবে নানা আয়োজন থাকে। ক্লাবের পক্ষ থেকেই বিদেশি ফুটবলার ও কোচিং স্টাফদের জন্য এই আয়োজন করা হয়। আমরাও ওদের সঙ্গে দিনটা উদযাপন করি। তবে এবার উদযাপনটা সেভাবে করতে পারিনি। কারণ কালই (আজ) আমাদের ফেডারেশন কাপের প্রথম ম্যাচ রয়েছে। ফেডারেশন কাপের গত আসরে আমরা ভালো করতে পারিনি। এবার আমাদের লক্ষ্য ট্রেবল জেতা। সেলক্ষ্য নিয়েই ফর্টিসের বিপক্ষে শুরু করতে চাই।’ ফেডারেশন কাপের গত আসরে মোহামেডানের কাছে সেমিফাইনালে হারের কথা স্মরণ করে ফরোয়ার্ড রাকিব হোসেন বলেন,‘আমরা পুরো টুর্নামেন্টে ভালো করেও গতবার সেমিফাইনালে হেরে যাই। এবার আমাদের লক্ষ্য শিরোপা জেতা। এজন্য আগে গ্রুপ পর্বের বাধা টপকাতে চাই।
এদিকে গত ৩০ মে সর্বশেষ ফেডারেশন কাপের ফাইনালে খেলেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনী লিমিটেড। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের সেই শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপের শিরোপা ঘরে তোলে সাদাকালোরা। এবার ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপে পরেছে ঐতিহ্যবাহী এ দুই দল। আজ ‘এ’ ও ‘সি’ গ্রুপের দুই ম্যাচ মাঠে গড়ালেও ‘বি’ গ্রুপের ম্যাচ আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে ঢাকা আবাহনী ও মোহামেডান। এবারের ফেডারেশন কাপে ‘এ’ গ্রুপে খেলছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রহমতগঞ্জ। ‘বি’ গ্রুপে আছে- ঢাকা আবাহনী, মোহামেডান, চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। আর ‘সি’ গ্রুপের দলগুলো হচ্ছে- বসুন্ধরা কিংস, শেখ রাসেল ক্রীড়া চক্র ও ফর্টিস এফসি। এবার শুক্র ও শনিবার বিপিএল এবং মঙ্গলবার অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের খেলা। আগামী ৭ ও ১৪ মে ফেডারেশন কাপের সেমিফাইনাল এবং ২১ মে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান