জয়ে শুরু কিংসের, পুলিশের হোঁচট
২৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম
ঘরোয়া ফুটবলে নতুন মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট এজিবি বসুন্ধরা ফেডারেশন কাপের উদ্বোধনী দিন ফর্টিস এফসি’র বিপক্ষে বসুন্ধরা কিংস জিতলেও রহতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সামনে হোঁচট খেয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। গতকাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পুলিশ ২-২ গোলে ড্র করে রহমতগঞ্জের সঙ্গে। মূলত রহমতগঞ্জের ঘানার দুই ফরোয়ার্ডই পুলিশের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নেন। পুলিশের হয়ে স্থানীয় ফরোয়ার্ড শাহেদ মিয়া ও কলম্বিয়ার ফরোয়ার্ড এডিস গার্সিয়া একটি করে গোল করেন। রহমতগঞ্জের পক্ষে ঘানার দুই ফরোয়ার্ড যথাক্রমে স্যামুয়েল কোনি ও এমেস্ট বোয়াটেং দু’গোল শোধ দেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে দু’বার গোল করে পুলিশ এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। পিছিয়ে পড়ে দু’বারই গোল শোধ করে সমতায় ফিরে পুলিশের পয়েন্টে ভাগ বসায় রহমতগঞ্জ।
ম্যাচের ১৯ মিনিটে শাহেদ মিয়ার গোলে এগিয়ে যায় পুলিশ (১-০)। সমান তালে লড়ে ৪১ মিনিটে কর্ণার থেকে হেড করে সমতা আনেন রহমতগঞ্জের ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল কোনি (১-১)। এই ব্যবধানের ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল। তবে ২৩ মিনিটের মধ্যে ফের এগিয়ে যায় পুলিশ। ম্যাচের ৬৮ মিনিটে পুলিশের কলম্বিয়ান ফরোয়ার্ড এডিস গার্সিয়া পেনাল্টি থেকে গোল করলে ব্যবধান দাঁড়ায় ২-১। তবে এই লিড ৯ মিনিটের বেশি টেকেনি। ৭৭ মিনিটে পেনাল্টি থেকেই রহমতগঞ্জের আরেক ঘানাইয়ান এমেস্ট বোয়াটেং গোল করে ম্যাচে পুনরায় সমতা আনেন (২-২)। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ড্র’তে সন্তুষ্ট থেকেই মাঠ ছাড়তে হয় পুলিশকে। প্রধান কোচ ছাড়াই এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিন গত শুক্রবার ঢাকা আবাহনী লিমিটেডকে ১-১ গোলে রুখে দিয়েছিল রহমতগঞ্জ। এর চার দিনের মাথায় ফেডারেশন কাপে তারা রুখে দিল পুলিশকে। এই ড্রতে ‘এ’ গ্রুপে পুলিশ ও রহমতগঞ্জ দুই দলের পয়েন্ট ১ করে। এই গ্রুপের তৃতীয় দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তারা নিজেদের প্রথম ম্যাচ রহমতগঞ্জের বিপক্ষে খেলবে ২৩ জানুয়ারি।
অন্যদিকে বিপিএলের মতো ফেডারেশন কাপও জয় দিয়েই শুরু করলো বসুন্ধরা কিংস। কাল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ফেডারেশন কাপের আরেক ম্যাচে ফর্টিজ এফসিকে ১-০ গোলে হারায় কিংস। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন বসুন্ধরার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ। ম্যাচের ১১ মিনিটে মধ্যমাঠ থাকা বাড়ানো উড়ন্ত বলে বক্সের সামনেই বল পান ডরিয়েলটন। ফর্টিজের ডিফেন্ডার ডরিয়েল্টনকে বাধা না দিয়ে খানিকটা পাশে সড়ে যান। গোলরক্ষক সামনে এগিয়ে না এসে উল্টো পেছনে যান। এমন সহজ পরিস্থিতিতে গোল করতে ভুল করেননি কিংসের ব্রাজিলিয়ান (১-০)। লিগের প্রথম ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে আসা তপু বর্মণ সুযোগ পেয়েছিলেন এই ম্যাচে। যদিও তিনি একাদশে ছিলেন না। নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়া আরেক ফুটবলার গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে অস্কার ব্রুজোন একাদশে সুযোগ দিয়েছেন। জিকো কোচের আস্থার প্রতিদান দেন কোনো গোল হজম না করে। এক জয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা পেল কিংস। এই গ্রুপের তৃতীয় দল শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। তারও আগামী ২৩ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ফর্টিসের বিপক্ষে। ফেডারেশন কাপ সপ্তাহে একদিন মঙ্গলবার অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাচনের কারণে দুই সপ্তাহ বিরতি দিয়ে এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ হবে ১৬ জানুয়ারি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল
গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে অস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তে টিআরএনসি-এর ক্ষোভ ও উদ্বেগ
নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি
মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’
বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন
সাইফ ইস্যুতে কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য, পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতার
ট্রাম্পের শুল্ক ছাড়াও চীনের অর্থনৈতিক সংকটে তিনটি বড় চ্যালেঞ্জ !
খেজুরের রস খেতে গিয়ে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
দিয়ালোর দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেডের নাটকীয় জয়
আজারবাইজান-জর্জিয়া সম্পর্ক শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের বৈঠক
আসাদগেটে সিএনজি-ট্রাক সংঘর্ষ, একজনের মৃত্যু
মরক্কোতে নৌকা ডুবে ৪৪ পাকিস্তানির মৃত্যু
'বন্ধী মুক্তির চুক্তি' চূড়ান্ত জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর
সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
উ. কোরিয়ার ইউক্রেনে সামরিক অংশগ্রহণ একটি কৌশলগত ভুল : রব বাউয়ার
সাইফ তো লিস্টে ছিল না,হঠাৎ হামলা হয়ে গেছেঃ মমতা
ঘণকুয়াশায় সাড়ে ৫ ঘন্টা আরিচা-কাজিরহাট এবং ৪ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে
মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা