‘ঐতিহাসিক’ জয়ের আনন্দ জিরোনার
০৫ জানুয়ারি ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৪, ১২:১৮ এএম
চার মিনিট যোগ করা সময়ের খেলা চলছিল। সতীর্থের পাসটা যখন বক্সের বাইরে পেলেন ইভান মার্তিন, তাকে ঘিরে প্রতিপক্ষের চার-পাঁচ জন খেলোয়াড়। জটলার ভেতর থেকেই বাঁ পায়ের চমৎকার শটে ওপরের কোণা দিয়ে বল জালে পাঠালেন জিরোনার এই মিডফিল্ডার। অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড়দের মাথায় হাত, জিরোনা শিবিরে অ্যাটলেটিকোর বিপক্ষে প্রথম জয়ের উৎসব। এমন দুর্দান্ত সাফল্যের পরও জিরোনা কোচ মিচেল পা মাটিতেই রাখছেন। এখনই অনেক বড় কোনো স্বপ্নের কথা অন্তত মুখে আনছেন না তিনি।
গতপরশু রাতে লা লিগায় ঘরের মাঠে ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচটি ৪-৩ ব্যবধানে জিতেছে জিরোনা। বিফলে গেছে অ্যাটলেটিকোর হয়ে আলভারো মোরাতার হ্যাটট্রিক। ৭ গোলের ৫টিই হয় প্রথমার্ধে। দ্বিতীয় মিনিটে জিরোনা এগিয়ে যাওয়ার পর চতুর্দশ মিনিটে সমতা টানে অ্যাটলেটিকো। ২৬তম মিনিটে আবার লিড নেয় স্বাগতিকরা। ৩৯তম মিনিটে ব্যবধান বাড়ে। তবে প্রথমার্ধের শেষে ও দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন মোরাতা। ম্যাচে ফেরে ৩-৩ সমতা। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে মার্তিনের চমৎকার ওই গোল এবং জিরোনার জয়োল্লাস।
দিনের আগের ম্যাচে মায়োর্কাকে হারিয়ে জিরোনার চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান মজবুত করে রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকোকে হারিয়ে ফের কার্লো আনচেলত্তির দলকে ধরে ফেলেছে জিরোনা। ১৯ ম্যাচে দুই দলের সমান ৪৮ পয়েন্ট, গোল পার্থক্যে চূড়ায় রিয়াল। তাদের সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে শিরোপাধারী বার্সেলোনা। ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে মায়োর্কা।
অ্যাটলেটিকোর বিপক্ষে জয়কে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেছেন জিরোনার কোচ মিচেল। তবে লিগ জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্নে যথারীতি তার মুখে কুলুপ, ‘এটা (লা লিগা জেতা) আমাদের লক্ষ্য নয়। প্রথমে একেকটি ম্যাচ ধরে ভাবতে হবে এবং ইউরোপিয়ান প্রতিযোগিতায় পৌঁছাতে হবে, যা এই ক্লাবের জন্য ইতিহাস তৈরি করবে। আজ সত্যিই দুর্দান্ত ম্যাচ ছিল, কঠিন ম্যাচ ছিল। অ্যাটলেটিকোও ভালো খেলেছে। আমাদের স্বপ্ন ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা, আমরা রিয়াল মাদ্রিদের সঙ্গে পাল্লা দিয়ে লড়তে পারব না। বড় দলের সঙ্গে পয়েন্টের সমতায় থাকা খুবই কঠিন।’ শেষ সময়ে দলের জয়সূচক গোলটি করতে পেরে উচ্ছ্বসিত ২৪ বছর বয়সী মার্তিন, ‘গোলটি করতে পেরে আমি ভাগ্যবান। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। দ্বিতীয় বিভাগে থাকার সময় থেকে আমরা দারুণ কাজ করছি। যেভাবে খেলছি, তাতে আমি খুশি।’
ক্লাব ইতিহাসে এই নিয়ে ¯্রফে চতুর্থবার লা লিগায় খেলছে জিরোনা। আগে কখনও ১০ নম্বরের চেয়ে ভালো অবস্থানে থেকে লিগ শেষ করতে পারেনি দলটি। তিন বছর পর গত মৌসুমে স্পেনের শীর্ষে লিগে ফিরে দশম হয় তারা। সেই দলটিই চলতি মৌসুমে একের পর এক চমক জাগানিয়া পারফরম্যান্সে মনোযোগ কেড়ে নিয়েছে সবার। আসরে এখন পর্যন্ত একটি মাত্র ম্যাচে তারা হেরেছে, রিয়ালের বিপক্ষে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে