‘রিয়াল বা বার্সাকে জেতানোর জন্যই এই আয়োজন’
১২ জানুয়ারি ২০২৪, ০৬:৫০ পিএম | আপডেট: ১২ জানুয়ারি ২০২৪, ০৬:৫০ পিএম
স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে বার্সেলোনার কাছে হারের পর পক্ষপাতমূলক রেফারিংয়ের অভিযোগ তুলেছে ওসাসুনা। ম্যাচ শেষে দলটির একাধিক খেলোয়াড় ও কোচ বাজে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। দলটির গোললক্ষকের অভিযোগ, প্রতিযোগিতাটির ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ওঠা পরিকল্পিত। দুই দলের একটিকে চ্যাম্পিয়ন বানানোর চেষ্টা হয়েছে।
সউদি আরবের রিয়াদে বৃহস্পতিবার রাতে ওসাসুনাকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। ম্যাচের প্রথম গোলটি করেন রবার্ত লেভানদোভস্কি, ৫৯তম মিনিটে। এই গোলটি নিয়ে যত আপত্তি ওসাসুনার।
গোলটির সূচনা হয় মাঝমাঠ থেকে। ওসাসুনার হোসে আর্নাইজের কাছ থেকে বল কেড়ে নেন বার্সেলোনা ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টেনসেন। এরপর বল তাঁর পা হয়ে ইলকায় গুন্দোয়ান থেকে লেভানডফস্কির পা হয়ে জালে পৌঁছায়। ওসাসুনার অভিযোগ, আর্নাইজ ফাউলের শিকার হলেও রেফারি তা ধরেননি। এমনকি ভিএআরেও ফাউলের বিষয়টি আমলে নেওয়া হয়নি।
গোলকিপার সের্হিও এরেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পরিষ্কার বোঝা যাচ্ছে, প্রতিযোগিতাটি রিয়াল বা বার্সেলোনাকে জেতানোর জন্য সাজানো হয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে এই দলগুলো সবচেয়ে বেশি অর্থ এনে দেয়। আমার এই কথায় যিনি একমত নন, তিনি ফুটবলই দেখেন না।’
দলটির ডিফেন্ডার ডেভিড গার্সিয়ারও একই সুর, ‘সবাই দেখেছেন কী পরিমাণ ফাউলে বাঁশি বাজানো হয়েছে। প্রথমার্ধে শুধু বার্সেলোনার পক্ষে বাঁশি বাজানো হয়েছে। তিন মিনিট পরে একই খেলোয়াড় পড়ে যাওয়ার পর আবারও বাঁশি বাজানো হলো। এখানে আপনি কী বলবেন? কাকতাল হোক বা না হোক, সব সময় একই দলগুলো সুবিধা পায়।’
ম্যাচ শেষে মুভিস্টার প্লাসকে ওসাসুনা কোচ জাগোবা আরাসাত বলেন, ‘পুরো ম্যাচে আমাদের প্রতি রেফারির আচরণ ভিন্ন ছিল। ওটা পরিষ্কার ফাউল ছিল।’
বার্সা কোচ শাভি এর্নান্দেস অবশ্য রেফারিংয়ের সুবিধা পেয়েছেন বলে মনে করেন না, ‘সত্যি বলতে কি, তাৎক্ষণিক দেখায় আমারও এটি ফাউলই মনে হয়েছে। তবে টিভি রিপ্লেতে তেমন কিছু পাওয়া যায়নি। কখনো কখনো রেফারির সিদ্ধান্ত আমাদের পক্ষে যায়, কখনো বিপক্ষে। তবে আমার মনে হয় না, রেফারির আজকের সিদ্ধান্তগুলো ম্যাচের ফলে প্রভাব রেখেছে।’
আগের রাতে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে ওঠে রিয়াল। গত আসরে রিয়ালকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা।
এ নিয়ে স্প্যানিশ সুপার কাপের সবশেষ তিন আসর আয়োজিত হচ্ছে সউদি আরবে। লা লিগা ও কোপা দেল রের চ্যাম্পিয়ন ও রানার্সআপরা এই প্রতিযোগিতায় খেলে থাকে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ধামরাইয়ে পুলিশ ক্যাম্পে ঝুলছে তালা
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় পিকআপ দুমড়ে মুচড়ে আহত-৫
কুষ্টিয়া র্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
মার্কিন নির্বাচনের ফলাফল গাজা, ইউক্রেন ও সুদান যুদ্ধ প্রভাবিত করবে?
ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কুষ্টিয়া সরকারী কলেজের বিএনসিসি ও রোভার স্কাউট
নাজমা মোবারেক ইতিহাসে প্রথম নারী সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগে
ফুলপুর পৌরসভার সাবেক মেয়র আ'লীগ নেতা শশধর সেন গ্রেফতার
আখাউড়ায় সংঘর্ষে আহত নয়জন, পাল্টাপাল্টি মামলা
ভারতে হলে কিভাবে নির্বাচনী প্রচার চালাতেন ট্রাম্প-কমলা
রংপুরে হত্যা মামলায় ২ জনের মৃত্যু দন্ড, ১ জনের যাবজ্জীবন
ইবিতে ছাত্র আন্দোলন দমাতে আওয়ামীপন্থীদের যত তৎপরতা
পঞ্চগড়ে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক
লাইসেন্স ফি কমানোর দাবিতে ফরিদপুরে অটো চালকদের বিক্ষোভ-মানববন্ধন
আটঘরিয়ার হস্তালিত তাঁতের তৈরি চাচকিয়ার লুঙ্গি এখন একটি ব্রান্ড
রংপুর মেডিকেল নতুন অধ্যক্ষকে অপসারণের দাবিতে কর্মবিরতি
পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেল দেশের আরেকটি প্রতিষ্ঠান
শ্যামপুরে গ্যাস লিকেজে বিস্ফোরণ : দগ্ধ একজনের মৃত্যু
টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে চুরি
রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী, অক্টোবরে প্রবাসী আয় ২.৩০ বিলিয়ন ডলার
নিরাপদ প্রজননের পরে ইলিশ আহরনে ২২ দিনের নিষেধাজ্ঞা উঠে গেল