এক ম্যাচ খেলেই শেষ আটে জামাল
২৪ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম
এক ম্যাচ খেলেই ঘরোয়া ফুটবল মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট এবিজি বসুন্ধরা ফেডারেশন কাপের শেষ আটে জায়গা করে নিলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে শেখ জামাল। বিজয়ী দলের হয়ে স্থানীয় ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম দুইটি এবং নাইজেরিয়ান ফরোয়ার্ড অগাস্টিন দিমবা ও স্থানীয় ফরোয়ার্ড সাজ্জাদ হোসেন একটি করে গোল করেন। রহমতগঞ্জের হয়ে একমাত্র গোলটি শোধ দেন গাম্বিয়ান ফরোয়ার্ড দাউদা সিসে। এই জয়ে এক ম্যাচ শেষে শেখ জামালের পয়েন্ট ৩। দুই ম্যাচ খেলা রহমতগঞ্জের পয়েন্ট ১। এক ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসিরও পয়েন্ট ১। গ্রুপের শেষ ম্যাচ হবে শেখ জামাল ও পুলিশের মধ্যে। সেই ম্যাচে হারলেও জামালের কোয়ার্টারে খেলতে যেতে বাধা থাকবে না। দশ দলের এই টুর্নামেন্টে তিনটি গ্রুপ। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে তৃতীয় স্থানে থাকা শীর্ষ দুই দল খেলবে কোয়ার্টার ফাইনালে।
কাল রহমতগঞ্জের বিপক্ষে নিজেদের দাপট দেখিয়েছে শেখ জামাল। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল তারা। অবশেষে ১৯ মিনিটে প্রথম গোল পায় শেখ জামাল। এসময় সাজ্জাদের ক্রসে দারুণ হেডে গোল করে দলকে এগিয়ে নেন অগাস্টিন দিমবা (১-০। ম্যাচের ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল আহমেদ ফাহিম। জয়নাল আবেদীন দিপুর ক্রসে ফাহিম চলতি বলে দারুণ ভলিতে লক্ষ্যভেদ করে ব্যবধান বাড়ান (২-০)। এই ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় শেখ জামাল। তবে দ্বিতীয়ার্ধে আরও দুই গোল পায় তারা। ম্যাচের শেষ দশ মিনিটে তিনটি গোল হয়। ৮৬ মিনিটে স্কোরলাইন ৩-০ করে শেখ জামাল। সাজ্জাদ হোসেন সামনে থেকে প্লেসিং শটে গোল করে রহমতগঞ্জকে ম্যাচ থেকে আরও পিছিয়ে দেয় (৩-০)। ম্যাচের যোগকরা সময়ে (৯০+২ মিনিট) পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় রহমতগঞ্জ। এসময় রহমতগঞ্জের কৌশিক বড়ুয়াকে শেখ জামালের ডিফেন্ডার মানিক বক্সে ফাউল করলে রেফারি বিটুরাজ বড়ুয়া পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করেন দাউদা সিসে (১-৩)। অবশ্য পরের মিনিটেই ফের গোল করেন ফাহিম (৪-১)। ফলে শেষ পর্যন্ত এই ব্যবধানে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে অভিজাত পাড়ার দলটি।
একই দিনে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকলো ফর্টিস এফসি। বিজয়ী দলের গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর বাবো দুইটি ও স্থানীয় ফরোয়ার্ড এমি হাকিম বাপ্পি একটি গোল করেন। রাসেলের হয়ে বুরুন্ডির ফরোয়ার্ড ল্যান্ডি এক গোল শোধ দেন। এই গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে হেরেছিল ফর্টিজ এফসি। ফলে বসুন্ধরা কিংস ও ফর্টিজের সমান ৩ পয়েন্ট করে জমা হয়েছে। গ্রুপের শেষ ম্যাচ হবে শেখ রাসেল ও বসুন্ধরার মধ্যে । ওই ম্যাচের পরই এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে কারা খেলবে তা নিশ্চিত হবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কিশোরগঞ্জে সরকারি হাসপাতালে টানা দুদিন ধরে পানি নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা
দল হিসেবে খেললে অধিনায়কত্ব সহজ হয় : সোহান
পটুয়াখালীতে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বিএনএসবি চক্ষু হাসপাতালের ফ্রি চক্ষু শিবির
পটুয়াখালী পুলিশ লাইনে মহিলা পুলিশ ও মহিলা কলেজ থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা
জাতীয় কবির নাতি বাবুল কাজীর ইন্তেকাল
ময়মনসিংহে মেডিকেল থেকে রক্ত চোর চক্রের ২সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী পুলিশ
রাতের আঁধারে ভেকুর দাপট, আখাউড়ার মাটি যাচ্ছে মুরাদনগরে
জুলাই আন্দোলনে উজ্জীবিত হয়ে নতুন দেশ গঠনে গুরুত্ব দিচ্ছেন সোহান
মতলবে সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামিসহ ২ জন গ্রেফতার
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের অবস্থান, সরাতে পুলিশ-সেনাবাহিনীর চেষ্টা
দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৩
চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন
নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
হাজীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া
সোনারগাঁওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ইবিতে অসুস্থ ও পরলোকগতদের স্মরণে দোয়া
২৮ দিন ধরে বন্ধ রৌমারী-চিলমারী ফেরি, ভোগান্তিতে মানুষজন
সুন্দরগঞ্জে এমপি লিটন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য কাদের খানের মৃত্যু
পর্দানশীন নারীদের এনআইডি না দেয়ার প্রতিবাদে ইবিতে মানববন্ধন