আরেকটি শিরোপায় চোখ মেয়েদের

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

৩০ জানুয়ারি ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪, ১২:১১ এএম

বাংলাদেশের বয়সভিত্তিক দলের মেয়েরা বিভিন্ন সময়ে দক্ষিণ এশিয়া ফুটবলের একাধিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। জাতীয় নারী দলের ফুটবলারও জিতেছে সাফ শিরোপা। এবার আরেকটি শিরোপায় চোখ লাল-সবুজের মেয়েদের। সাফ অন‚র্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিততে চায় তারা। চার দলের অংশগ্রহণে আগামী ২ ফেব্রæয়ারি থেকে ঢাকার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হচ্ছে এই টুর্নামেন্টের খেলা। ৮ ফেব্রæয়ারি ফাইনালের মধ্যদিয়ে শেষ হবে সাফ অন‚র্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ। নতুন বছরে বাংলাদেশের নারী ফুটবলারদের এটাই প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট।
টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ দলের লক্ষ্য শিরোপা ধরে রাখা। গতকাল মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান বাংলাদেশ অন‚র্ধ্ব-১৯ দলের অধিনায়ক আফিদা খন্দকার ও প্রধান কোচ সাইফুল বারী টিটু। গণমাধ্যমের সামনে অভিন্ন সুরেই কথা বলেন দু’জন। জাতীয় নারী ফুটবল দল নিয়ে গত কয়েক মাস ধরে কাজ করছেন সাইফুল বারী টিটু। এই টুর্নামেন্ট নিয়ে তিনি বলেন, ‘আমাদের দল অনুশীলনের মধ্যে রয়েছে। প্রতি সপ্তাহে নিজেদের মধ্যে একটি করে ম্যাচ খেলেছে মেয়ের। দলের সবাই ফিট থাকায় তাদের নিয়ে আমি আশাবাদী। আমাদের প্রধান লক্ষ্য সাফ অন‚র্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখা। আমার ধারণা মেয়েরা হতাশ করবে না। তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে দেশকে আরেকটি চ্যাম্পিয়ন ট্রফি উপহার দেবে।’ কোচ শিরোপা ধরে রাখতে আশাবাদী হলেও মেয়েদের বয়সভিত্তিক ফুটবলে টানা শিরোপা জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। বিগত সময়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে অংশগ্রহণ করে শিরোপা ছাড়াই ফিরতে হয়েছে লাল-সবুজদের। এমন রেকর্ড নিয়ে অবশ্য বিচলিত নন জাতীয় নারী দলের কোচ। তবে দলের অধিনায়ক আফিদা খন্দকার ফাইনালে খেলতে প্রথম ম্যাচটিকে গুরুত্ব দিচ্ছেন, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময় গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে জিতে আমরা ফাইনালের পথে এগিয়ে থাকতে চাই।’
উদ্বোধনী দিনেই নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়। অধিনায়ক আফিদা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সমর্থন দেবেন। যাতে আমরা ম্যাচ জিতে আপনাদেরকে খুশি করতে পারি।’ টুর্নামেন্টে মাত্র চার দল অংশ নেয়ায় প্রত্যেক দল তিনটি করে ম্যাচ খেলবে। তিন ম্যাচের পর শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। চার দল অংশ নিলেও টুর্নামেন্টটি বেশ প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ হবে বলে আখ্যায়িত করেছেন কোচ টিটু, ‘নেপাল ও ভারত এখানে অংশ নিচ্ছে, ফলে অবশ্যই এটা তীব্র প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ টুর্নামেন্ট হবে। মাত্র তিনটি ম্যাচ হওয়ায় প্রতিদ্ব›িদ্বতার মাত্রা আরো বেশি।’
জানা গেছে, অনুর্ধ্ব-১৯ দলে খেলোয়াড় সংকটের জন্য বাফুফে বিকেএসপিতে কয়েকদিন আগে একটি ট্রায়াল নিয়েছিল। সেই ট্রায়াল থেকে তিনজন এই দলে জায়গা পেয়েছেন। নতুন তিন জনের সঙ্গে সিনিয়র জাতীয় দলের স্কোয়াডে রয়েছেন এমন সংখ্যা পাঁচ। নতুন-পুরনো মিলিয়ে বাংলাদেশ দলটি বেশ ভারসাম্যপূর্ণই বলে মনে করেন কোচ টিটু,‘ সিনিয়র দলের মতো এরাও প্রায় সবাই এক সঙ্গে রয়েছে অনেক দিন। দলের মধ্যে বোঝাপড়াও ভালো।’ ২ ফেব্রæয়ারি নেপাল, ৪ ফেব্রæয়ারি ভারত এবং ৬ ফেব্রæয়ারি ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৮ ফেব্রæয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এদিকে বাংলাদেশ নারী ফুটবল দলের সংবাদ সম্মেলন মানেই কর্মকর্তাদের বক্তব্যের মহড়া। কালও এর ব্যতিক্রম ছিল না। সাফ অনূর্ধ্ব-১৯ নারী দলে সহকারী টিম লিডার করা হয়েছে বাফুফের দুই সদস্যকে। এর মধ্যে একজন হাজী টিপু সুলতান সম্মেলনে অনুপস্থিত ছিলেন। তিনি এক মাসের বেশি সময় রাজনৈতিক কারণে জনবিচ্ছিন্ন অবস্থায়। এমন একজনকে দলের সঙ্গে যুক্ত করার কারণ সম্পর্কে বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘তিনি এখন দলের সঙ্গে থাকতে পারবেন তাই রাখা হয়েছে। তাছাড়া তিনি বাফুফের নির্বাহী সদস্য ও মহিলা ফুটবল কমিটিরও সদস্য।’ জাতীয় দলের কোচ হিসেবে সাইফুল বারী টিটুর চুক্তি শেষ হয়েছিল গত ৩১ ডিসেম্বর। সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির বাফুফেতে ফেরার কথা ছিল পুনরায়। তবে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের অসুস্থতায় সেই প্রক্রিয়া পিছিয়েছে, তাই টিটু দায়িত্ব অব্যাহত রেখেছেন। যদিও টিটুর দায়িত্বের মেয়াদ নিয়ে মন্তব্য করেননি নারী উইংয়ের প্রধান কিরণ, ‘আজকের (গতকাল) প্রসঙ্গ নিয়েই আমরা আলোচনা করছি। উনি আমাদের সঙ্গে রয়েছেন এজন্যই তো এখানে আছেন।’

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
টিভিতে দেখুন
অস্ট্রেলিয়া দলে বড় ধাক্কা
বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে হারিয়ে মুগ্ধর চমক
সিডিএসএ’র নতুন অ্যাডহক কমিটি
আরও

আরও পড়ুন

‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই

‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই

নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের

নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের

রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা

রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা

পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি

পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি

বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত

বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত

রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার

এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার

কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন

কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন

এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান

এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান

বিয়ের ওপর কর বাতিলের দাবি

বিয়ের ওপর কর বাতিলের দাবি

শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল

শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল

নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।

নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।

কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী

কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী

নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ

নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ

বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা

বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা

পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়

পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়

সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা

সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে

ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী

ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী

চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা