পুলিশকে হারিয়ে তিনে আবাহনী
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ রাউন্ডের শুরুতে বাংলাদেশ পুলিশ এফসি’কে হারিয়ে পয়েন্ট টেবিলে তিনে উঠলো ঢাকা আবাহনী লিমিটেড। অন্যদিকে শেখ রাসেল ক্রীড়া চক্রকে রুখে দিয়ে তালিকায় সেরা পাঁচে জায়গা করে নিলো রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
শুক্রবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে নিজেদের ষষ্ঠ ম্যাচে ঢাকা আবাহনী ২-১ গোলে হারায় পুলিশকে। ম্যাচের তিনটি গোলই করেছেন আবাহনীর ফুটবলাররা। যার মধ্যে একটি আত্মঘাতি গোল ছিল। বিজয়ী দলের হয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার জনাথন দি সিলভা ও মোহাম্মদ হৃদয় একটি করে গোল করেন। আর দ্বিতীয়ার্ধে আবাহনীর ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলুর আত্মঘাতি গোলে এক ব্যবধান কমায় পুলিশ। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল আবাহনী। প্রথম মিনিট থেকেই আক্রমণে যায় তারা। এরপর একের পর এক আক্রমণ সানিয়ে ব্যতিব্যস্ত করে তোলে পুলিশের রক্ষণভাগকে। যার ফলে ম্যাচের ১২ মিনিটে গোলের দেখা পায় আবাহনী। এসময় জনাথনের গোলে এগিয়ে যায় লিগের ছয়বারের চ্যাম্পিয়নরা (১-০)। এই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেলে দ্বিতীয়ার্ধের শুরুতে আরেক গোল পায় বিজয়ীরা। ম্যাচের ৫১ মিনিটে হৃদয় গোল করে ব্যবধান বাড়ান (২-০)। তবে ৬৫ মিনিটে পুলিশের একটি আক্রমণ ফেরাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন আবাহনীর ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলু (১-২)। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে আবাহনী। ম্যাচ জিতে ছয় খেলায় তিন জয়, এক ড্র ও দুই হারে ১০ পয়েন্ট পেয়ে পুলিশকে পেছনে ফেলে তালিকার তৃতীয় স্থানে উঠলো ঢাকা আবাহনী। সমান ম্যাচে দুই জয়, এক ড্র ও তিন হারে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেল পুলিশ।
এদিন রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় লিগের আরেক ম্যাচে শেখ রাসেলকে রুখে দিয়েছে জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। অপেক্ষাকৃত শক্তিশালী শেখ রাসেলের বিপক্ষে এদিন দারুণ ফুটবল খেলেছে রহমতগঞ্জ। রাসেলের আক্রমণ রুখে দিয়ে পাল্টা আক্রমণে গিয়ে গোলের সুযোগ তৈরি করেছে তারা। যদিও অভিজ্ঞ ফরোয়ার্ডের অভাবে গোল পায়নি পুরান ঢাকার দলটি। ফরোয়ার্ডদের ব্যর্থতায় শেখ রাসেলও পারেনি ম্যাচের বন্ধ্যাত্ব ঘোচাতে। ফলে এক পয়েন্ট করে নিয়ে মাঠ ছাড়ে দু’দল। ছয় ম্যাচের সবগুলোতে ড্র করে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠলো রহমতগঞ্জ। দশ দলের লিগে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো এখনও অপরাজিত রয়েছে তারা। সমান ম্যাচে এক জয়, তিন ড্র ও দুই হারে ৬ পয়েন্ট পেলেও গোলগড়ে পিছিয়ে থেকে সপ্তম স্থানে নেমে গেল শেখ রাসেল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এমবাপ্পের জোড়া গোলে জিতে শীর্ষে রিয়াল
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে