সেই শামার এবার মাসসেরার লড়াইয়ে
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭ এএম
প্রথম বলেই উইকেট, সেটিও স্টিভ স্মিথের মতো ব্যাটসম্যানের- জানুয়ারিতে স্বপ্নের মতোই টেস্ট অভিষেক হয়েছে শামার জোসেফের। টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট-কীর্তি গড়েই থামেননি ওয়েস্ট ইন্ডিয়ান পেসার, অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে নেন ৫ উইকেট। এর আগে ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ১১ নম্বরে নেমে করেন ৩৬ রান।
স্বপ্নের মতো অভিষেকের পর দ্বিতীয় টেস্টে তো ক্যারিবীয় ক্রিকেটের লোকগাথার অংশ হওয়ার মতোই বোলিং করেছেন। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়ে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় এনে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে। অবিশ্বাস্য এমন শুরু ক্যারিয়ারের প্রথম মাসেই আইসিসির মাসসেরার মনোনয়ন এনে দিয়েছে জোসেফকে। অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ও ইংল্যান্ডের অলি পোপের সঙ্গে আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ক্যারিবীয় তরুণ পেসার।
মাসসেরায় শামার জোসেফের প্রতিদ্বন্দ্বী হ্যাজলউড জানুয়ারি মাসে টেস্টে নিয়েছেন ১৯ উইকেট। সেটিও মাত্র ১১.৬৩ গড়ে। সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে পাকিস্তানকে ধবলধোলাই করতে ভূমিকা রাখা অস্ট্রেলিয়ার পেসার অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নেন ৯ উইকেট। ব্রিসবেনে শামার জোসেফের টেস্টেও ৫ উইকেট পেয়েছেন অভিজ্ঞ এই বোলার।
মাসসেরার মনোনয়ন পাওয়া তৃতীয়জন পোপ মাত্র একটি টেস্টের পারফরম্যান্স দিয়েই জায়গা পেয়ে গেছেন সেরা তিনে। হায়দরাবাদে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন এই ইংলিশ ব্যাটসম্যান। টপ অর্ডার এই ব্যাটসম্যানের সেই ইনিংসে ভর করেই ১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড ভারতকে ২৩১ রানের লক্ষ্য দিতে পারে। এরপর টম হার্টলির দারুণ বোলিংয়ে ভারতকে ২০২ রানে অলআউট করে ২৮ রানে জয় পায় ইংল্যান্ড।
গতকাল জানুয়ারি মাসের মেয়েদের সংক্ষিপ্ত তালিকাও দিয়েছে আইসিসি। যেখানে অস্ট্রেলিয়ার বেথ মুনি ও অ্যালিসা হিলির সঙ্গে আছেন আয়ারল্যান্ডের অ্যামি হান্টার। হান্টার জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ছিলেন ১০১ রান করে। জানুয়ারিতে হওয়া পাঁচ ম্যাচ সিরিজের পরের দুই ম্যাচেও হেসেছে হান্টারের ব্যাট। দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৭৭ রান করা ব্যাটার তৃতীয় ম্যাচে করেন ৪২ রান। অন্যদিকে অস্ট্রেলিয়ান মুনি ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে তিনবার ৫০ ছাড়ান। হিলিও ওই দুই দলের বিপক্ষে তিনবার ৫০ ছাড়িয়েছেন। ওই দুটি সিরিজই জিতেছে অস্ট্রেলিয়া।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
‘জুলাই বিপ্লবের’ মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে : সিইসি
ছাগলনাইয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন
বাগেরহাটে এ্যাথলেটিক প্রতিযোগীতা ও গ্রামীন খেলা অনুষ্ঠিত
গাজা পুনর্গঠনে কার হাতে থাকবে প্রশাসনিক দায়িত্ব ?
রামগড়ে ভ্রাম্যমাণ আদালতের ৫টি ইটভাটায় জরিমানা
এখনো দেশে সাড়ে ৩৩ হাজার অবৈধ বিদেশি: স্বরাষ্ট্র উপদেষ্টা
কম মূল্যে জমি বিক্রি না করায় দাউদকান্দিতে ছাত্রদলের নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
মুক্ত তিন ইসরাইলি জিম্মিকে যে ‘উপহারের ব্যাগ’ দিলো হামাস
জেরায় অবশেষে দোষ স্বীকার সাইফের হামলাকারীর
ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা
বনানীতে সড়কে সিএনজি চালকদের বিক্ষোভ, রাস্তা বন্ধ
বগুড়া সেনানিবাসে সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিলেন সেনা প্রধান
গাজীপুরে এ্যাপারেলস্ কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১২
ব্যবহারকারীদের আশ্বাস ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক
পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির মহা বিপন্ন বাঘাইড় মাছ
আরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ
সিলেটে প্রখ্যাত আলেম ইসহাক আল মাদানির ইন্তেকাল!
গাজার ধ্বংসস্তূপে নতুন স্বপ্ন বুনছেন যুদ্ধবিধ্বস্ত মানুষ
গাজা চুক্তিকে যেকারণে ‘হামাসের জয়’ বলছে ইসরায়েলি গণমাধ্যম
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিনঃ মিশা