ফাইনালে ভারতকেই পেল অজেয় বাংলাদেশ
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত থেকেই ফাইনালে গেল স্বাগতিক বাংলাদেশ। তিন ম্যাচের সবক’টিতেই জয় পেয়েছে তারা। গতকাল রাতে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে লিগ পর্বের শেষ ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে সেরার তকমা নিয়ে ফাইনালে যায় বাংলাদেশ। এর আগে বিকালে একই ভেন্যুতে দিনের আরেক ম্যাচে নেপালকে একই ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। আগামীকাল একই স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টায় ফাইনালে ভারতের মোকাবেলা করবে বর্তমান বাংলাদেশ ।
নেপাল ও ভারতকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত হয়েছিল বাংলাদেশের মেয়েদের। ভুটান প্রথম দুই ম্যাচে ১১ গোল হজম করেছে। তাই দুর্বল এই দলটির বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে আগের দুই ম্যাচের একাদশে ৯ টি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু। গোলরক্ষক স্বপ্না রানী মন্ডল ও মিডফিল্ডার উমহেলা মারমাকে একাদশে বহাল রেখে ভুটান ম্যাচে কোচ বিশ্রাম দেন অধিনায়ক আফিদা খন্দকার, সুরমা জান্নাত, মুনকি, স্বপ্না, সাগরিকা, পূজা দাস, জয়নব, ইতি ও বন্যাকে।
কাল ম্যাচের শুরু থেকেই ভুটানের উপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। যার ফল তারা পেয়ে যায় ১৮ মিনিটেই। বক্সের জটলার ভেতর থেকে বল এসে পড়ে নুসরাত জাহান মিতুর পায়ে। ফাঁকায় থাকা এই ফরোয়ার্ড ডান পায়ের শটে পরাস্ত করেন ভুটানের গোলরক্ষক দীক্ষা রাইকে (১-০)। ৩০ মিনিটে নুসরাত জাহান মিতুর কর্ণারে ডিফেন্ডারদের মাঝে সুযোগ পেয়েই জোরালো হেডেই জড়িয়ে দেন জালে। গোলরক্ষক দীক্ষা রাই জায়গা ছেড়ে ডান দিকে সরে বিপদমুক্ত করার চেষ্টা করেও সফল হতে পারেননি। বল তার হাতের ওপর দিয়ে জাল স্পর্শ করে দর্শকদের আনন্দের উপলক্ষ এনে দেয় (২-০)। ৫৭ মিনিটে আবারও গোল করে লাল-সবুজ বাহিনী। এক সতীর্রে কাছ থেকে পাস পেয়ে বল নিয়ে ডান প্রান্ত দিয়ে ভুটানের ডিফেন্ডার নিমা সেলদনকে কাটিয়ে বক্সের ভেতরে ঢুকে পড়েন ঐশী। তার গড়ানো ক্রস থেকে বাঁ পা লাগিয়ে ফিনিশ করেন তৃষ্ণা রানী (৩-০)। ৬৩ মিনিটে ভাগ্যপ্রসুত গোল পায় বাংলাশে। ভুটান গোলরক্ষক দীক্ষা গোল কিক করে বল দেন সতীর্থ ডিফেন্ডার শেন্ডু শেরিংকে। ততক্ষণে বল কেড়ে নিতে পেছনে থেকে দৌড়ে এগিয়ে আসেন ঐশী। শেন্ডু বলটি ব্যাকপাস দেন দীক্ষাকে। কিন্তু বলের গতি ছিল কম। ঐশী বলের দখল নিতে শেন্ডুকে ততক্ষণে পেছনে ফেলেছেন। দীক্ষাও বিপ বুঝে সামনে এগিয়ে এসে বলে পা চালানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই ডান পায়ের গড়ানো শট নেন ঐশী। দীক্ষা ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। অসহায়ের মতো তাকিয়ে েেখন বল ধীরে ধীরে চলে যাচ্ছে জালে (৪-০)। শেষ পর্যন্ত এই ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শম্ভুর ধরা পড়ায় এলাকায় আনন্দের বন্যা
রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে