ঢাকা   বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ | ২৯ কার্তিক ১৪৩১
বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাজমুল হাসান পাপন

সংস্কার কাজ নিয়ে ক্রীড়া মন্ত্রীর সামনে বাফুফের ক্ষোভ

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

জাতির জনকের নামে দেশের ফুটবল ও অ্যাথলেটিক্সের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে। ‘কচ্ছপ’ গতিতে চলা এই কাজের সর্বশেষ অবস্থা স্বচক্ষে দেখতে এবং খুঁটি-নাটি জানতে নতুন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে আসেন। এখানে এসেই ক্রীড়া মন্ত্রী সরাসরি পা রাখেন মাঠে। সংস্কার কাজের সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখার ও জানার চেষ্টা করেন। বারবার সময় বাড়িয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ শেষের সময় ধরা হয়েছে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। আর এই সময়ের মধ্যেই স্টেডিয়াম সংশ্লিষ্টদের বুঝিয়ে দেওয়া হবে বলে আগেই আশ্বাস আগেই দিয়েছেন নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার স্টেডিয়াম পরিদর্শনে এসে তিনি সেই পুরোনো কথাই বলেছেন। স্টেডিয়াম বুঝিয়ে দিতে চেয়েছেন এ বছরের মধ্যেই। তার কাছে এমন আশ্বাস মেলেনি যে কাজ আরেকটু দ্রুত শেষ করে এ বছরের অক্টোবরে সাফ নারী চ্যাম্পিয়নশিপ বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজন করা যাবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগে থেকেই এই স্টেডিয়ামের মাঠে পানি ছিটানোর পদ্ধতির সমালোচনা করে আসছিল। কালও সেটা মন্ত্রীর সামনে করেছে তারা। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, কম্পিটিশন ম্যানেজার জাবের বিন তাহের আনসারি ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সামনেই মন্ত্রী বরাবর জোরালো দাবি জানান বিদ্যমান পানি ছেটানোর পদ্ধতি বদলের জন্য। মাঠে পানি ছেটানোর জন্য প্রায় আট মাস আগে বসানো ৬টি স্প্রিংকলার বদলের তোলেন তারা। কারণ, এগুলো থেকে পানি মাঠ পর্যন্ত পৌঁছায় না। তা ছাড়া স্প্রিংকলার গুলো আকারে এত বড় যে হোঁচট খেয়ে পড়ে ফুটবলাররা আহত হতে পারেন। এগুলো আসলে হকি মাঠের স্প্রিংকলার। অবশ্য কয়েক মাস আগেই এনএসসি বলেছিল এগুলো বদলে দেবে তারা। কিন্তু কোনো অগ্রগতি নেই। বাফুফে মন্ত্রীকে বলছে, স্টেডিয়ামের স্টোর রুম ও পানির ট্যাংক বড় করতে হবে। এছাড়া মাঠের চারপাশে ঢালাই করা জায়গায় রাবার দিয়ে বর্ডার করে ঢেকে দিতে বলেছে তারা।

একদিকে সংস্কার কাজ নিয়ে বাফুফে নানা সমস্যার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করলে অন্যদিকে ক্রীড়া সাংবাদিকরা তুলে ধরেন প্রেসবক্স নির্মাণে নানা অসংগতির বিষয়। বাফুফের সাধারণ সম্পাদক জানান, তাদের চাহিদা কী ছিল আর এনএসসি কী করেছে? দুই পক্ষে কাজের কোনো সমম্বয় ছিল না, যা একটি উদাহরণেই বোঝা যাবে। সংস্কারের পর বঙ্গবন্ধু স্টেডিয়ামের ড্রেসিংরুমে যেখানে ২৩টি চেয়ার দেওয়ার কথা ছিল, সেখানে এনএসসি বসিয়েছে ১৬টি! যদিও পরে বাড়ানোর সিদ্ধান্ত হয়।

যদিও যুব ও ক্রীড়া সচিব ড.মহিউদ্দিন আহমেদ বাফুফেকে কাঠগড়ায় দাড় করিয়েছেন এত বিলম্বে দৃষ্টি আকর্ষণ করায়। স্টেডিয়ামের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মিডিয়া বক্স। নতুন সংস্কারে বক্সের মধ্যে বেশ কয়েকটি পিলার দৃশ্যমান। ইলেকট্রনিক মিডিয়ার ক্যামেরাম্যানদের জন্য বিশেষ জায়গা না থাকার বিষয়টিও সাংবাদিকরা নতুন মন্ত্রীকে তুলে ধরেন। তখন এনএসসি কর্তারা ও সংষ্কার কাজের দায়িত্ব পাওয়া পরামর্শকরা বিদ্যমান পরিস্থিতিতে তাদের সীমাবদ্ধতার বিষয়গুলোও তুলে ধরেন। পৌনে এক ঘন্টা বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন শেষে পাপন নিজের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ ব্যক্ত করেন সাংবাদিকদের কাছে। তিনি বলেন,‘এখানে এসে দেখলাম মূলত দু’টি সমস্যা। একটি স্প্রিংকলার, আরেকটি মিডিয়া বক্স। সমস্যা টা বুঝলাম। সমস্যা আছে অস্বীকার করার পথ নেই। সমাধানের পথ আছে কিনা দেখব, সম্ভব হলে অবশ্যই করব। তবে খুব একটা অসম্ভব বলে মনে হয় না।’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হয় ২০২১ সালের আগস্টের পর থেকে। আড়াই বছর পর এসে বাফুফে-এনএসসি পারস্পরিক ভিন্ন বক্তব্য দিচ্ছে। তাই সমস্যা সংক্রান্ত বিষয়ে নতুন ক্রীড়া মন্ত্রী কোনো মন্তব্য করতে চান না,‘কারো সঙ্গে কথা না বলে মন্তব্য করা ঠিক হবে না। কারণ কথা বলতে গেলে, এনএসসি না হয় কনসালটেন্ট, না হয় বাফুফে কারো উপরে পড়বে। তাই ডকুমেন্ট না দেখে মন্তব্য করা যাবে না। যে সমস্যা আছে সেগুলো সমাধান করা হবে।’ বাফুফে বলছে স্প্রিংকলার বদলে পপ-আপ সিস্টেমে পানি দেয়ার ব্যবস্থা করতে। এতে কোটি টাকা পুনরায় ব্যয় প্রয়োজন। এজন্য আবার নতুন অনুমোদন দরকার। তবে যেটাই হোক নতুন ক্রীড়া মন্ত্রী পাপন কালক্ষেপণ করতে চান না মোটেও,‘সমস্যার সমাধান করতে গিয়ে আমরা আর বিলম্ব করতে চাই না। নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে চাই। এর মধ্যে যতটুকু সমাধান করা যায় করা হবে । না হলে নেই, কারণ এটা নতুন স্টেডিয়াম নয়, পুরনো স্টেডিয়ামের সংস্কার তাই অনেক কিছুই করা সম্ভব হয়তো নয়।’ এনএসসির স্থাপনা নিয়ে ফেডারেশনগুলোর অভিযোগ ক্রীড়াঙ্গনে নিত্য-নৈমত্তিক ব্যাপার। বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে বাফুফের যেমন অসন্তোষ অন্য ফেডারেশনগুলোরও প্রায় একই অবস্থা। স্থাপনা তৈরিতে ফেডারেশন এবং এনএসসি দূরত্ব ঘোচানোর প্রত্যয় নতুন মন্ত্রীর কন্ঠে,‘একেক স্থাপনার স্পেসিফিকেশন একেক রকম। প্রতি ফেডারেশনকে সেটা নিশ্চিত করতে হবে। নতুন স্থাপনা নির্মাণ, সংস্কার যেটাই হোক একটি ফাইল অ্যাপ্রুভ হওয়ার পর আর এটা নিয়ে প্রশ্ন থাকা যাবে না।’

 

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
২২ বছর বয়সেই চলে গেলেন ইকুয়েডরের ফুটবলার
রেফারিকে মেরে সাড়ে ৩ বছর জেল!
যত দোষ শিশিরের!
টিভিতে দেখুন
আরও

আরও পড়ুন

শম্ভুর ধরা পড়ায় এলাকায় আনন্দের বন্যা

শম্ভুর ধরা পড়ায় এলাকায় আনন্দের বন্যা

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা

লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা

খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু

খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু

পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি

পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি

আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার

আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার

অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী

অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী

পার্লামেন্টে ক্ষমা

পার্লামেন্টে ক্ষমা

ক্ষেপণাস্ত্র হামলা

ক্ষেপণাস্ত্র হামলা

ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!

ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!

লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার

লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার

মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার

মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার

সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক

সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক

গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই

গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই

সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির

সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির

স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।

স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।

আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন

আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন

জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার

জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার

ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি

ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি

বিতর্ক পরিহার করতে হবে

বিতর্ক পরিহার করতে হবে