২০২৭ সালে নির্বাচন করবেন না সেফেরিন
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৯ পিএম | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৯ পিএম
২০২৭ সালে উয়েফা সভাপতি পদে চতুর্থ মেয়াদে আর নির্বাচন করতে চাইছেন না আলেক্সান্দার সেফেরিন।
৫৬ বছর বয়সী এই স্লোভেনিয়ান প্যারিসে অনুষ্ঠিত উয়েফার কংগ্রেসের পর এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘প্রায় ছয় মাস আগে আমি সিদ্ধান্ত নিয়েছি ২০২৭ সালে আর সভাপতি পদে নির্বাচন করবো না। এর মূল কারন হচ্ছে কিছু সময় পর প্রতিটি সংস্থায় নতুন মানুষের প্রয়োজন হয়। কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে প্রায় সাত বছর যাবত আমি আমার পরিবার থেকে দুরে রয়েছি।’
সেফেরিন আরো জানিয়েছেন কোভিড মহামারীর কঠিন সময় কাটিয়ে উঠতে গিয়ে তিনি বেশ পরিশ্রান্ত হয়ে গেছেন। ঐ সময়গুলোতে এত বড় দায়িত্বে থাকা সত্যিই চ্যালেঞ্জিং ছিল। এছাড়াও বিতর্কিত সুপার লিগের পরিকল্পনা নিয়ে তাকে বাড়তি ঝামেলা পোহাতে হয়েছে।
এবারের কংগ্রেসে সংবিধানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনের বিষয়ে উয়েফার সদস্য দেশগুলো একত্রিত ভাবে ভোট দিয়েছে। এর মধ্যে ২০৩২ সাল পর্যন্ত সম্ভাব্য সভাপতি হিসেবেও অনেকেই সেফেরিনকে বেছে নিয়েছে। আর এসবের পরপরই সেফেরিন নির্বাচন না করার ঘোষনা দেন।
ফ্রেঞ্চম্যান মিশেল প্লাতিনির পর ২০১৬ সালে প্রথমবারের মত উয়েফা সভাপতি নির্বাচিত হয়েছিলেন সেফেরিন। এসময় তিনি বলেন, ‘এর আগে আমি ইচ্ছে করেই আমার পরিকল্পনা কাউকে বলিনি। কারন কিছু মানুষের আসল চরিত্র আমি দেখতে চেয়েছি এবং আমার সেই লক্ষ্য পূরণ হয়েছে। আমি কংগ্রেসকে প্রভাবিত করতে চাইনি। আমি চেয়েছি তারা নিজেরাই তাদের সিদ্ধান্ত নিক। আমি যা বলছি তার উপর নির্ভর করে তারা যেন কিছু না বলে।’
সংশোধনীর মধ্যে মূল একটি হচ্ছে তিন মেয়াদের সময়সীমা বাতিল না করা। ফিফাকে নিয়ে দূর্ণীতির অভিযোগ ওঠার বছরই সেফেরিন এই আইন শুরু করেছিলেন। গত এপ্রিলে সেফেরিন বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এর মাত্র এক সপ্তাহ আগে গিয়ানি ইনফান্তিনো বিশ^ ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফার সভাপতি পদে পুনর্বহাল হয়েছিলেন।
সেফেরিন চতুর্থ মেয়াদে সভাপতি প্রার্থী হবার বিষয়ে এর আগে আগ্রহ দেখালে ডিসেম্বরে কার্যনির্বাহী সভায় বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। তারই জেড়ে গত মাসে উয়েফার ফুটবল প্রধান ভোনিমির বোবান পদত্যাগ করেন। ৯০’র দশকে এসি মিলানের সফল দলের সদস্য সাবেক এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার সেফেরিনের পরিকল্পনাকে ‘বিপর্যয়কর’ হিসেবে আখ্যা দিয়েছিলেন। বৃহস্পতিবার এই বিষয়টির পক্ষে দুই তৃতীয়াংশ ভোট পড়েছে। ৫৫ সদস্য রাষ্ট্রের মধ্যে একমাত্র ইংল্যান্ড ভিন্নমত দিয়েছে, ইউক্রেন অনুপস্থিত ছিল।
এছাড়া কংগ্রেসে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ২৬টি ইউরোপীয়ান দেশ যৌথ ঘোষনায় সুপার লিগের বিরোধীতা করলেও একমাত্র দেশ হিসেবে স্পেন এই তালিকায় অনুপস্থিত ছিল। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এখনো প্রকাশ্যেই এই প্রকল্পের সাথে জড়িত আছে। ২০২১ সালের এপ্রিলে ইউরোপের শীর্ষ ১২ ক্লাব নিয়ে সুপার লিগের বিতর্কিত প্রস্তাবে একে একে সবাই সড়ে আসলেও এই দুই স্প্যানিশ ক্লাব এখনো তাদের সিদ্ধান্তে অটল রয়েছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শিক্ষা ভবনের সামনে অবস্থান নিলেন ৩৫ প্রত্যাশীরা
সাতক্ষীরায় ব্যবসায়ির ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মূল মাস্টারমাইন্ড আলিমুদ্দিনসহ দু'জন গ্রেপ্তার
কেন্দ্রীয় কৃষক দল নেতাকে বিএনপি নেতার হুশিয়ারি
এনামুলকে সরিয়ে রাজশাহীর নেতৃত্বে তাসকিন
কাপ্তাইয়ে পাহাড় কাটার ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর
শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে : আভা রাণী দেব
হাসিনার গোপন চুক্তি বাতিলে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
মাগুরায় এক শ্রমিকের মৃত দেহ উদ্ধার
জিয়া পরিষদের দপ্তর সম্পাদক হলেন সালথার হেমায়েত হোসেন
ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার
শ্রীপুরে কারখানার বয়লার বিস্ফোরণ, আহত ২০
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর মাথা থেকে নামতে পারেনি আওয়ামী ভূত
স্ত্রী-কন্যাসহ সাবেক এমপি বাহারের বিরুদ্ধে দুদকের মামলা
বিগত সরকারের আমলে প্রতিটি সেক্টরের সম্ভাবনাকে নষ্ট করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
প্রকাশ পেল 'রিকশা গার্ল' সিনেমার মিউজিক ভিডিও 'কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি'
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাই সর্বোচ্চ অগ্রাধিকার: জিএম কাদের
সিলেটকে তলানীতে পাঠিয়ে ঢাকার দ্বিতীয় জয়
আবু সাঈদ হত্যা: রংপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল
ট্রাম্পের ২.০: তার সঙ্গে হোয়াইট হাউসে ফিরছেন যারা
গম সহ কৃষি পণ্যে উৎপাদন ও গুনগত মান ব্যহতের আশংকা