মর্যাদার লড়াইয়ে কেউ হারেনি

অপ্রতিরোধ্য মোহামেডান

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনী লিমিটেডের মধ্যকার মর্যাদার লড়াইয়ে কেউ হারেনি। গতকাল ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে মোহামেডান-আবাহনী ম্যাচটি ২-২ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী-মোহামেডানের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা।

কাল এ দুই দলের মৌসুমের দ্বিতীয় সাক্ষাতটিও হলো দারুণ উপভোগ্য। লাল কার্ড, দুই পেনাল্টি আর চার গোল। কোন কিছুরই কমতি ছিল না ম্যাচে। ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচে ফিরে এসে অন্তত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। আবাহনীর পক্ষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্রুনো রোচা গঞ্জালভেজ ও সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস স্ট্রুয়ার্ট একটি করে গোল করেন। মোহামেডানের পক্ষে জোড়া গোল শোধ দেন মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। নয় ম্যাচে চার জয় ও পাঁচ ড্র’তে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানটি ধরে রাখলো মোহামেডান। একমাত্র দল হিসেবে লিগে এখনও অপরাজিত মোহামেডান। সমান ম্যাচে চার জয়, তিন ড্র ও দুই হারে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকলো ঢাকা আবাহনী।

এদিন গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-১ গোলে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। আর রাজধানীর কিংস অ্যারেনায় দুই স্বাগতিক বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যকার লড়াইটি ১-১ ব্যবধানে শেষ হয়।

ময়মনসিংহে মোহামেডান-আবাহনী ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিড নেয় ঢাকা আবাহনী। প্রথম মিনিটে বল নিয়ে মোহামেডানের অর্ধে ঢুকে পড়েন আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্রুনো রোচা গঞ্জালভেজ। তাকে আটকে দিতে গিয়ে ফাউল করে বসেন মোহামেডানের আরিফ। ফ্রি কিক পায় আবাহনী। বাঁ প্রান্ত থেকে ব্রুনো গঞ্জালভেজের ডান পায়ের ফ্রি কিক সরাসরি আশ্রয় নেয় মোহামেডানের জালে (১-০)। ৩ মিনিটে বাঁ প্রান্ত ধরে বক্সে ঢুকে শট নেন মোহামেডান অধিনায়ক মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি বল। তবে গোল না পেলেও কর্ণার আদায় করে নেয় সাদা-কালোরা। ডান প্রান্ত থেকে উজবেক মিডফিল্ডার মোজাফফারভের কর্ণার থেকে বল পৌছায় বক্সে। তবে তেমন কোন সুযোগ সৃষ্টি হয়নি। ১১ মিনিটে ডান প্রান্ত থেকে মোজাফফারভের ফ্রি কিক অল্পের জন্য খুঁজে পায়নি আবাহনীর জাল।

২৫ মিনিটে বক্সের খুব কাছেই ফ্রি কিক পায় মোহামেডান। মোজাফফারভের ফ্রি কিক চলে যায় পোস্টের বাইরে দিয়ে। ৩০ মিনিটে বাঁ প্রান্ত থেকে মোহামেডানের কামরুলের কর্ণার তেমন কোন সুযোগ সৃষ্টি করতে পারেনি। তবে ফিরতি বলে শট নেন মিনহাজ রাকিব। তিনিও বল পোস্টে রাখতে পারেননি। ৩৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে ব্রুনো রোচার কর্ণার প্রথমে ফিস্ট করেন মোহামেডানের গোলরক্ষক সুজন। বল পেয়েও ঠিক মতো মাথা ছোঁয়াতে পারেননি হৃদয়। দৌড়ে এসে বল গ্রিপ করেন সুজন। এগিয়ে থেকেই বিরতিতে যায় আবাহনী। বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরু ব্যবধান বাড়ায় তারা। ম্যাচের ৫৫ মিনিটে ডান প্রান্ত থেকে ওয়াশিংটনের ক্রস বক্সে জটলার মধ্যে পেয়ে হেড নেন ব্রুনো রোচা। পোস্টের কাছ থেকে ফাইনাল টাচ দিয়ে গোল করেন সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস স্ট্রুয়ার্ট (২-০)। ৬৮ মিনিটে একটি গোল শোধ করে মোহামেডান। নিজেদের ভুলেই গোলটি হজম করে আবাহনী। বক্সে মোহামেডানের ইমানুয়েল সানডেকে ফাউল করেন হৃদয়। রেফারি হৃদয়কে হলুদ কার্ড ও মোহামেডানের পক্ষে পেনাল্টির নির্দেশ দেন। সুলেমান দিয়াবাতের স্পট কিক রুখতে ব্যর্থ হন আবাহনীর গোলরক্ষক পাপ্পু হোসেন (১-২)। ৮১ মিনিটে আবাহনীর বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে হ্যান্ডবল হয় মিলাদ শেখের। আবারও পেনাল্টি পায় মোহামেডান। রেফারির সিদ্ধান্তে আপত্তি জানিয়ে ডাগ আউট থেকে রেফারিকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন আবাহনীর ম্যানেজার কাজী নজরুল ইসলাম। রেফারি লাল কার্ড দেখান নজরুলকে। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে ফের গোল করেন সুলেমান দিয়াবাতে (২-২)। ম্যাচে সমতা আসে। শেষ পর্যন্ত আর কোনো দলই এগিয়ে যেতে পারেনি। ফলে অমিমাংসিতভাবেই শেষ হয় ম্যাচ।

মোহামেডান-আবাহনীর মৌসুমের প্রথম দেখা হয়েছিল ফেডারেশন কাপের গ্রুপ পর্বে। গত ১৩ ফেব্রুয়ারি ফেডারেশন কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহামেডান ও আবাহনী। মর্যাদার ওই লড়াইয়ে আবাহনীকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখায় মোহামেডান।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আইএমএফ’র ঋণের তৃতীয় কিস্তি নিয়ে উদ্বেগ নেই: অর্থ প্রতিমন্ত্রী

আইএমএফ’র ঋণের তৃতীয় কিস্তি নিয়ে উদ্বেগ নেই: অর্থ প্রতিমন্ত্রী

পশ্চিমের উচিত রাশিয়ার সাথে সংলাপে যুক্ত হওয়া: মার্কিন বিশেষজ্ঞ

পশ্চিমের উচিত রাশিয়ার সাথে সংলাপে যুক্ত হওয়া: মার্কিন বিশেষজ্ঞ

বাঘায় সিগারেট বাঁকি না দেওয়া দোকানে হামলা ও ভাংচুরের অভিযোগ

বাঘায় সিগারেট বাঁকি না দেওয়া দোকানে হামলা ও ভাংচুরের অভিযোগ

গোদাগাড়ীতে জাল ভোট দেয়ার ভিডিও ভাইরাল, আটক ১

গোদাগাড়ীতে জাল ভোট দেয়ার ভিডিও ভাইরাল, আটক ১

নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহন চলছে

নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহন চলছে

আচমকা গণছুটিতে কর্মীরা, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রায় একশো বিমান বাতিল!

আচমকা গণছুটিতে কর্মীরা, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রায় একশো বিমান বাতিল!

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে তাসকিন

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে তাসকিন

জার্মানিতে এসপিডি সেনেটরে উপরে হামলা

জার্মানিতে এসপিডি সেনেটরে উপরে হামলা

চৌগাছায় ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে

চৌগাছায় ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে

টানা দাবদাহের পরে রাজশাহীতে নামল স্বস্তির বৃষ্টি

টানা দাবদাহের পরে রাজশাহীতে নামল স্বস্তির বৃষ্টি

নতুন হ্যান্ডসেট এ৬০ নিয়ে এসেছে অপো

নতুন হ্যান্ডসেট এ৬০ নিয়ে এসেছে অপো

ট্রাম্পের বিরুদ্ধে গোপনীয় নথি রাখার মামলা স্থগিত

ট্রাম্পের বিরুদ্ধে গোপনীয় নথি রাখার মামলা স্থগিত

আমিরাতে বিপাকে বাংলাদেশি উদ্যোক্তারা

আমিরাতে বিপাকে বাংলাদেশি উদ্যোক্তারা

ঈশ্বরগঞ্জে মাটির নিচে পাওয়া গেলো প্রাচীন রৌপ্য মুদ্রা

ঈশ্বরগঞ্জে মাটির নিচে পাওয়া গেলো প্রাচীন রৌপ্য মুদ্রা

শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২

শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২

ঢাকায় যুক্তরাষ্ট্রের ট্রেড শো’ কাল শুরু

ঢাকায় যুক্তরাষ্ট্রের ট্রেড শো’ কাল শুরু

শৈশবের ক্লাবে ফিরছেন সিলভা

শৈশবের ক্লাবে ফিরছেন সিলভা

তথ্যপ্রযুক্তি খাতে নারীদের জন্য বিশেষ কোটা চালু করা হবে : পলক

তথ্যপ্রযুক্তি খাতে নারীদের জন্য বিশেষ কোটা চালু করা হবে : পলক

গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসরাইলকে চাপ দেবে যুক্তরাষ্ট্র

গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসরাইলকে চাপ দেবে যুক্তরাষ্ট্র

রাজশাহীতে জাল ভোট দেয়ার ভিডিও ভাইরাল, আটক ১

রাজশাহীতে জাল ভোট দেয়ার ভিডিও ভাইরাল, আটক ১