সালাহর অনন্য কীর্তি
১৬ মার্চ ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ১৬ মার্চ ২০২৪, ১২:১৫ এএম
প্রথম লেগেই গোলের জোয়ারে স্পার্তা প্রাহাকে ভাসিয়ে দিয়েছিল লিভারপুল। দ্বিতীয় লেগে সেই ¯্রােতের তীব্রতা বাড়ল আরও। দুই লেগ মিলিয়ে যা হলো, সেটিকে বলা যায় গোলের প্লাবন। সেই উৎসবে শামিল হয়ে মোহামেদ সালাহ নিজের নাম লেখালেন ইতিহাসে। গতপরশু রাতে ইউরোপা লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে নিজেদের মাঠে স্পার্তাকে ৬-১ গোলে উড়িয়ে দেয় লিভারপুল। প্রথম লেগে স্পার্তার মাঠে তারা জিতেছিল ৫-১ গোলে। ইয়ুর্গেন ক্লপের দল কোয়ার্টার-ফাইনালে পা রাখল ১১-২ গোলের অগ্রগামিতায়।
দ্বিতীয় লেগের বিশাল জয়ের পথে একটি গোল করে অনন্য নজির গড়েন সালাহ। এই গোলেই মৌসুমে ২০ গোল পূর্ণ হয় তার। লিভারপুলের সুদীর্ঘ ইতিহাসে টানা সাত মৌসুমে অন্তত ২০ গোল করা প্রথম ফুটবলার তিনিই। এই ম্যাচে তিনটি গোলে সহায়তাও করেছেন মিশরের এই ফরোয়ার্ড। এক মৌসুমে অন্তত ২০ গোল করা ও ১০ গোলে সহায়তার যুগলবন্দি করে দেখালেন তিনি ছয় মৌসুমে। একবিংশ শতাব্দীতে এই কীর্তিতে তার ওপরে আছেন কেবল লিওনেল মেসি (১৩ মৌসুম), লুইস সুয়ারেস (৯ মৌসুম) ও ক্রিস্টিয়ানো রোনালদো (৯ মৌসুম)। প্রথম লেগে বিধ্বস্ত হওয়া স্পার্তা দ্বিতীয় লেগেও কোনো প্রতিরোধ গড়তে পারেনি। বরং খেলার শুরুতেই আক্রমণের সুনামিতে তাদের রক্ষণভাগ ভাসিয়ে দেয় লিভারপুল। ১৪ মিনিটের মধ্যেই গোল হয়ে যায় চারটি! দারউইন নুনেস গোল করেন সপ্তম মিনিটে, পরের মিনিটেই ববি ক্লার্ক। সালাহর গোলটি আসে দশম মিনিটে।
জানুয়ারির আফ্রিকান কাপ অব নেশন্স থেকে চোট নিয়ে ফেরার পর বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন সালাহ। পরে স্পার্তার বিপক্ষে প্রথম লেগে ও গত রোববার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামেন তিনি বদলি হিসেবে। এবার এই ম্যাচ দিয়ে শুরুর একাদশে ফিরেই গোল পেলেন শুরুতে।
তার গোলের মিনিট চারেক পর গোল করেন কোডি গাকপো। প্রথমার্ধের শেষ দিকে একটি গোল শোধ করতে পারে স্পার্তা। তবে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মধ্যে আরও একটি গোল করেন গাকপো, আরেকটি করেন দমিনিক সোবোসলাই। এর পর গোটা ম্যাচে যে আর গোল হয়নি, এটাই বিস্ময়ের!
২০১৫ সালে অ্যানফিল্ডে আসার পর থেকে লিভারপুলেকে সাতটি মেজর ট্রফি জিতিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। তার হাত ধরেই তিন দশকের হতাশা ঘুচিয়ে ২০২০ সালে লিগ শিরোপা জয়ের স্বাদ পায় তারা। তার আগের মৌসুমে তারা উঁচিয়ে ধরে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও। আট বছরে দলটিকে সাফল্যের চূড়ায় পৌঁছানো ক্লপ গত জানুয়ারিতে সবাই হতবাক করে দিয়ে বলেন, চলতি মৌসুম শেষে দায়িত্ব ছাড়বেন তিনি। প্রিমিয়ার লিগের টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে লিভারপুল। টিকে আছে এফএ কাপে ও ইউরোপা লিগেও। এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে আগামী রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল।
ক্লাবকে অনেক অনেক সাফল্য এনে দেওয়া কোচ ক্লপের বিদায়টা বিশেষভাবে রাঙাতে চায় লিভারপুল। সেই লক্ষ্যে, দলের সবাই চলতি মৌসুমে সম্ভব প্রতিটা ট্রফি জিততে মরিয়া বলে জানালেন ডিফেন্ডার কনর ব্র্যাডলি, ‘এই ক্লাবে আমি কোচ হিসেবে কেবল তাকেই চিনি, তাই তার চলে যাওয়াটা আমার জন্য কষ্টের। আমরা শুধু সব শিরোপা জিততে চাই, যেন তাকে আমরা সবচেয়ে ভালোভাবে বিদায় বলতে পারি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশের পাশে দাঁড়ালেন কাশ্মীরের নেতা ফারুক আব্দুল্লাহ
আবারও লাভ জিহাদের বলি হচ্ছেন সাইফ, দখল হচ্ছে পৈতৃক সম্পত্তি
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মশিউর গ্রেফতার
বাশার আসাদের বিরুদ্ধে ফ্রান্সের গ্রেপ্তারি পরোয়ানা
ট্রাম্পকে সউদী যুবরাজের ফোন, যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
যথাযথ পদমর্যাদা চেয়ে রিভিউ আবেদন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের
ভারতে আগুনের গুজবে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আরেক ট্রেনের ধাক্কায় ১১ জনের মৃত্যু
রাজধানীর পান্থপথে বহুতল ভবনে আগুন
বিমানবন্দরে রাতভর তল্লাশি, এবারও পাওয়া গেল না কিছু
পাচারের অর্থ ফেরাতে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক প্রেসিডেন্টের সহায়তা কামনা
‘অপরাধ স্বীকার না করলে নির্বাচন করতে পারবে না আ.লীগ’
বায়ুদূষণের শীর্ষে চীনের তিন শহর, চার নম্বরে ঢাকা
মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ৭১ বাংলাদেশিসহ আটক ১৭৬
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে মোদিকে চপেটাঘাত
উদ্যোক্তামুখী সমাজ নির্মাণে তরুণদের বিকল্প নেই: প্রধান উপদেষ্টা
লস অ্যাঞ্জেলেসে নতুন দাবানল, রেড-ফ্ল্যাগ জারি
তারাকান্দায় হ্যান্ড-ট্রলী ভর্তি রাসায়নিক সারের মালিকানা খুঁজছে পুলিশ
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা জয়শঙ্করের
জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২০ ফেব্রুয়ারি
সরকারে ছাত্র প্রতিনিধি রেখে রাজনৈতিক দল করলে তা মানা হবে না : মির্জা ফখরুল