ফিলিস্তিন ম্যাচে পয়েন্টের খোঁজে কুয়েতে বাংলাদেশ
১৭ মার্চ ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১৭ মার্চ ২০২৪, ১২:০১ এএম
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতির জন্য সউদী আরবে চলা ক্যাম্প শেষের দিকে। ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ খেলতে আজ কুয়েত যাবে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার হবে প্রথম লেগ, পাঁচ দিন পর ফিরতি লেগ হবে ঢাকায়। ‘আই’ গ্রুপের টেবিলে ফিলিস্তিন ও বাংলাদেশের পয়েন্ট সমান, ১ করে। দুটি দলই নিজেদের প্রথম জয়ের অপেক্ষায়। শক্তিতে বেশ এগিয়ে থাকা ফিলিস্তিনের প্রতি সমীহ যথেষ্টই আছে বাংলাদেশের। রক্ষণে যে কঠিন পরীক্ষা আসন্ন সেটাও মানছেন ফুটবলাররা। বাস্তবের কঠিন জমিনে পা রেখেই তারা স্বপ্ন দেখছেন ভালো কিছুর, অন্তত একটি পয়েন্টের।
কুয়েতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে, নিবিড় অনুশীলনের জন্য এ মাসের শুরু থেকে রিয়াদে ক্যাম্প করছে বাংলাদেশ। ক্যাম্প এবং সুদানের বিপক্ষে খেলা দুই প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক কথা বলেছেন কোচ, খেলোয়াড়রা। এবার বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় ডিফেন্ডার হাসান মুরাদ জানালেন ফিলিস্তিন ম্যাচে ভালো কিছু পাওয়ার লক্ষ্য তাদের, ‘ফিলিস্তিন ও সুদান প্রায় একই মানের দল। আমরা চেষ্টা করব ফিলিস্তিনের বিপক্ষে ভালো খেলার। যেহেতু আমি সেনাবাহিনীর একজন সদস্য, সৈনিক। সেহেতু আমি এখানে একটা ‘যুদ্ধে’ এসেছি। এখান থেকে আমরা যেন কিছু নিয়ে যেতে পারি বাংলাদেশে; সেভাবেই চেষ্টা করব আমরা। কোচ রক্ষণ নিয়ে অনেক কাজ করেছেন। ব্যক্তিগতভাবে আমাকে ডেকে নিয়ে বলেছেন, আমার রক্ষণ ভালো। এখন বিল্ড আপ নিয়ে কাজ করেছি, আমি এখানে উন্নতি করেছি।’
তরুণ মিডফিল্ডার জায়েদ আহমেদের চাওয়া ব্যক্তিগত উন্নতির মাধ্যমে দলের প্রয়োজন মেটানোর, ‘জাতীয় দল সবসময় বিশেষ একটা জায়গা। এখানে সবাই চায় ব্যক্তিগত বা দলীয় উন্নতি। সবাই চায় নিজের শতভাগ দিতে, যেন দলের উন্নতি হয়, নিজেরও উন্নতি হয়। ফিলিস্তিন ম্যাচ নিয়ে কোচ পরিকল্পনা সাজাচ্ছেন। সুদানের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছি। এখন আমরা আরও আত্মবিশ্বাসী।’ আক্রমণভাগের মূল ভরসা রাকিব হোসেন। তার সঙ্গে আছেন ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা, রফিকুল ইসলাম। চোটের কারণে শেখ মোরসালিন না থাকাটা তাদের জন্য সুযোগ বটে। তা কাজে লাগানোর অপেক্ষায় আছেন বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড রফিকুল, ‘সেরা একাদশে বা বদলি যেভাবেই সুযোগ পাই, আমি যেকোনো সময় দেশকে ভালো কিছু দেওয়ার জন্য প্রস্তুত। গোল করতে পারি বা গোল করাতে পারি- এটাই আমার কাজ থাকবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আবারও লাভ জিহাদের বলি হচ্ছেন সাইফ, দখল হচ্ছে পৈতৃক সম্পত্তি
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মশিউর গ্রেফতার
বাশার আসাদের বিরুদ্ধে ফ্রান্সের গ্রেপ্তারি পরোয়ানা
ট্রাম্পকে সউদী যুবরাজের ফোন, যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
যথাযথ পদমর্যাদা চেয়ে রিভিউ আবেদন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের
ভারতে আগুনের গুজবে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আরেক ট্রেনের ধাক্কায় ১১ জনের মৃত্যু
রাজধানীর পান্থপথে বহুতল ভবনে আগুন
বিমানবন্দরে রাতভর তল্লাশি, এবারও পাওয়া গেল না কিছু
পাচারের অর্থ ফেরাতে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক প্রেসিডেন্টের সহায়তা কামনা
‘অপরাধ স্বীকার না করলে নির্বাচন করতে পারবে না আ.লীগ’
বায়ুদূষণের শীর্ষে চীনের তিন শহর, চার নম্বরে ঢাকা
মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ৭১ বাংলাদেশিসহ আটক ১৭৬
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে মোদিকে চপেটাঘাত
উদ্যোক্তামুখী সমাজ নির্মাণে তরুণদের বিকল্প নেই: প্রধান উপদেষ্টা
লস অ্যাঞ্জেলেসে নতুন দাবানল, রেড-ফ্ল্যাগ জারি
তারাকান্দায় হ্যান্ড-ট্রলী ভর্তি রাসায়নিক সারের মালিকানা খুঁজছে পুলিশ
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা জয়শঙ্করের
জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২০ ফেব্রুয়ারি
সরকারে ছাত্র প্রতিনিধি রেখে রাজনৈতিক দল করলে তা মানা হবে না : মির্জা ফখরুল
গাড়িতে কালো গ্লাস বন্ধে ডিএমপির নির্দেশনা