অলিম্পিকে আর্জেন্টিনার তুলনায় সহজ গ্রুপে ফ্রান্স
২১ মার্চ ২০২৪, ০৩:৪২ পিএম | আপডেট: ২১ মার্চ ২০২৪, ০৩:৪২ পিএম
২০২৪ অলিম্পিক গেমসে পুরুষ ও নারী ফুটবলের ড্র গতকাল প্যারিসে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার তুলনায় স্বাগতিক ফ্রান্স অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে। গ্রুপ পর্ব পেরিয়ে তাই সামনে এগিয়ে যাবার ক্ষেত্রে ফ্রান্সকে ফেবারিট মনে করা হচ্ছে। যদিও এই মুহূর্তে দেশটির সবচেয়ে আলোচিত ফুটবলার কিলিয়ান এমবাপ্পের খেলা এখনো নিশ্চিত নয়।
ফরাসি কোচ সাবেক তারকা ফুটবলা থিয়েরি অঁরি ড্রয়ের পরে বলেছেন, ‘এখানে বলার কিছু নেই।’
ঘরের মাঠে গ্রুপ পর্বে অপেক্ষাকৃত শক্তিশালী দুই দল মরক্কো ও মিশরকে এড়াতে পেরে স্বস্তি পেয়েছেন অঁরি। ১৯৮৪ সালের পর এই প্রথমবারের মত স্বর্ণ জয়ের লক্ষ্যে স্বাগতিকরা তাই সুস্পষ্ট ফেবারিট হিসেবে মাঠে নামবে।
১৬ দলের টুর্নামেন্টে লেস ব্লুজরা গ্রুপ এ’তে নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও এএফসি-সিএএফ প্লে অফের বিজয়ী দলের সাথে লড়বে।
অঁরি বলেন, ‘ঘরের মাঠের টুর্নামেন্টে জয়ী হওয়া কখনই সহজ নয়। আমি মনে করি ২০১৬ ও ১৯৯২ সালে ব্রাজিল ও স্পেন যেটা করে দেখিয়েছিল তা মাঝে মাঝে হয়। আমরা সেই ইতিহাস আবারো পূনরাবৃত্তি করতে চাই। যদিও যাত্রাটা অনেক লম্বা।’
ইতোমধ্যেই অলিম্পিকে ফ্রান্সকে প্রতিনিধিত্ব তরার জন্য পিএসজির সুপারস্টার এমবাপ্পের আগ্রহ সম্পর্কে সকলে অবহিত হয়েছে। কিন্তু ইউরো ২০২৪’র পর খুব কম সময়ই তিনি বিশ্রাম পাবেন। যে কারনে এমবাপ্পের অলিম্পিকে খেলা নিয়ে এখনো শঙ্কা রয়েছে। অলিম্পিকের জন্য খেলোয়াড় ছাড়তে ক্লাবগুলোকে বাধ্য করার এখতিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা নেই। এ কারনেই এমবাপ্পের পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠেছে।
অলিম্পিক অনুর্ধ্ব-২৩ দলে তিনজন সিনিয়র খেলোয়ার নেবার নিয়ম রয়েছে। বিশ্বকাপ জয়ী এমবাপ্পে সিনিয়র খেলোয়াড় হিসেবে ফ্রান্স দলে খেলতে চেয়েছে। তার সাথে বিশ্বকাপ জয়ী আরেক সতীর্থ আঁতোয়ান গ্রীজম্যানেরও খেলার কথা রয়েছে। যদিও এখনো গোঁড়ালির ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠতে পারেননি গ্রীজম্যান।
তবে অনুর্ধ্ব-২৩ দলের অন্যতম মূল শক্তি এডুয়ার্ডো কামভিনগা, ব্র্যাডলি বারকোলা ও ওয়ারেন জেইরে-এমেরি নিজেদের প্রমানে মুখিয়ে আছেন। তাদের নিয়েই আশাবাদী অঁরি।
এদিকে গ্রুপ-বি’তে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো, ইউক্রেন ও এশিয়া থেকে আসা তৃতীয় দল। দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ব্রাজিলকে গত মাসে ১-০ গোলে পরাজিত করে প্যারিস অলিম্পিক থেকে বিদায় করেছে আর্জেন্টিনা। যে কারনে টানা তৃতীয়বার পুরুষ ফুটবলে অলিম্পিক স্বর্ন পাওয়া থেকে বঞ্চিত হয়েছে সেলেসাওরা।
২০০৪ ও ২০০৮ সালের পর তৃতীয় অলিম্পিক স্বর্ণের খোঁজে আর্জেন্টাইন কোচ জেভিয়ার মাচেরানো শেষ মুহূর্তে দলে কোন চমকও দেখাতে পারেন। ২০০৮ স্বর্ণজয়ী দল ও ২০২২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য বিশ্ব তারকা লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে অলিম্পিকে খেলার ইচ্ছা পোষন করেছেন।
গত মাসে মেসির দীর্ঘদিনের জাতীয় দলের সতীর্থ মাচেরানো বলেছেন, ‘আমার সাথে লিওর সম্পর্ক কেমন সেটা সবাই জানে। তার জন্য দলে যোগ দেবার দরজা সবসময়ই খোলা। এখন এটা তার উপর নির্ভর করছে।’
টোকিও অলিম্পিকে রৌপ্য পদক জয়ী স্পেন গ্রুপ সি’তে মিশর, ডোমিনিকান রিপালিক ও এএফসির দ্বিতীয় বাছাই দলের সাথে খেলবে।
গ্রুপ-ডি’তে রয়েছে প্যারাগুয়ে, ইসরায়েল, মালি ও এএফসির প্রথম বাছাই দল।
পুরুষ ফুটবলে অংশ নেয়া খেলোয়াড়দের বয়স ২০০১ সালের ১ জানুয়ারির পর হতে হবে। তবে অনুর্ধ্ব-২৩ দলের এই গেমসে প্রতিটি দল তিনজন করে সিনিয়র খেলোয়াড় দলে অন্তর্ভূক্ত করতে পারবে।
আগামী ২৪ জুলাই থেকে পুরুষ ফুটবলের ইভেন্ট শুরু হবে। এর দুইদিন পর গেমসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৯ আগস্ট প্যারিসে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রতি গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
২০২৪ অলিম্পিক গেমসে পুরুষ ফুটবলের পূর্নাঙ্গ ড্র :
গ্রুপ-এ : ফ্রান্স, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, এএফসি-সিএএফ’র প্লে-অফ বিজয়ী দল
গ্রুপ-বি : আর্জেন্টিনা, মরক্কো, এএফসি ৩, ইউক্রেন
গ্রুপ-সি : এএফসি ২, স্পেন, মিশর, ডোমিনিকান রিপাবলিক
গ্রুপ-ডি : এএফপি ১, প্যারাগুয়ে, মালি, ইসরায়েল
আগামী ১৫ এপ্রিল-৩ মে পর্যন্ত এএফসি অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপ কাতারে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট ও তৃতীয় স্থান অর্জণকারী দল সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জণ করবে।
গেমসের সর্বশেষ দল হিসেবে অংশ নিবে এএফসি-সিএএফ’র প্লে-অফ বিজয়ী দল। আফ্রিকান দল গিনি ও এএফসি অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপের চতুর্থ দলের মধ্যে এই প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চার হাজার কোটি টাকা আত্মসাত অনুসন্ধানে দুদক
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৫
রাজধানীর সাইনবোর্ডে এলাকায় ট্রাক চাপায় পথচারীর মৃত্যু
৭ মাসেও মালয়েশিয়াগামী কর্মীরা টাকা-পাসপোর্ট ফেরত পায়নি
জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচার দাবিতে জাবি শিক্ষার্থীর আমরণ অনশন
উচ্চ স্বরে হইচই করায় সারদা পুলিশ একাডেমির ৮ এসআইকে তলব
ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু
তারেক রহমানের ৩১ দফায় শিক্ষকদের সুখবর আছে -ডা. মাজহার
মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশিকায় ট্রান্সজেন্ডার গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত
জাবিতে শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর মাফরুহী সম্পাদক প্রফেসর বোরহান
নগরবাসীকে পানিতে কষ্ট দিতে সরকারবিরোধী চক্র সক্রিয়
মতলবে নুরুল হুদা স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে ওমর সানি
ফুলবাড়িয়ায় ২ দুই কর্মকর্তাকে বরখাস্ত ও ঠিকাদারে লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন
গুরুদাসপুরে অবৈধ ৯টি ইট ভাটায় ২৮ লাখ টাকা জরিমানা
না ফেরার দেশে জুলিয়েট, স্তব্ধ হলিউড
বিএনপি নেতা গয়েশ্বর রায়ের স্ত্রী মারা গেছেন
নোয়াখালীর সুবর্ণচরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন
কেরানীগঞ্জে আটিবাজারে জায়গা দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
সিদ্ধান্ত প্রত্যাখ্যান চিকিৎসকদের, অবরোধ অব্যাহত
নগরবাসিকে পানিতে কষ্ট দিতে সরকারবিরোধী চক্র সক্রিয়