শেষ মুহূর্তের গোলে হার বাংলাদেশের
২৭ মার্চ ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ২৭ মার্চ ২০২৪, ১২:০৯ এএম
একেই বলে দুর্ভাগ্য! ২০২৬ ফিফা বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাই পর্বে ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচে আশা জাগিয়েও শেষ মুহূর্তের গোলে হারল বাংলাদেশ। গতকাল বিকালে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের যোগকরা সময়ের গোলে বাংলাদেশকে ১-০ ব্যবধানে হারিয়ে ব্যাক টু ব্যাক জয় তুলে নিলো ফিলিস্তিন। বিজয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন মিকাইল তেরমানীনি। এর আগে গত ২১ মার্চ নিরপক্ষে ভেন্যু কুয়েতে বাংলাদেশকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল ফিলিস্তিন।
কাল বাছাইয়ে নিজেদের চতুর্থ ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে সমানে সমান লড়েও শেষ পর্যন্ত পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি লাল-সবুজরা। দুর্ভাগ্য যেন কিছুতেই পিছু ছাড়ছে না জামাল ভূঁইয়াদের। তা না হলে ম্যাচের শেষ দিকে এসেই কেনোই বা ইনজুরিতে পড়ে মাঠ ছাড়বেন বাংলাদেশের নিয়মিত গোলরক্ষক মিতুল মার্মা! পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত ফুটবল উপহার দেয়া বাংলাদেশ দল কেনই বা শেষ দিকে এসে মনযোগ হারিয়ে গোল হজম করবে?
‘মহান স্বাধীনতা দিবসে জামাল-রাকিবদের কাছে অন্তত একটি পয়েন্টের প্রত্যাশা ছিল দেশবাসীর। ‘ঘরের মাঠে বাংলাদেশ দল আরও বেশি শক্তিশালি’ লাল-সবুজদের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার এমন আশ্বাসই বোধহয় কাল বসুন্ধরা কিংস অ্যারেনাতে ছিল দর্শকের ঢল। এমনিতেও যে কোনো ডিসিপ্লিনে বাংলাদেশের ম্যাচে দর্শকদের থাকে সীমাহীন আগ্রহ। ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচে জামালদের উৎসাহ দিতে কার্পণ্য করেননি বাংলাদেশের ফুটবল দর্শকরা। পুরো ম্যাচ জুড়ে শক্তিধর ফিলিস্তিনের বিপক্ষে দারুণ ফুটবল খেলেছে বাংলাদেশ। তবে সেই পুরানো বদভ্যাসে পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের। ম্যাচের শুরু থেকেই দু’দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ১৮ মিনিটে গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেনি ফিলিস্তিন। এসময় রাশিদের ফ্রি কিক ক্লিয়ার করেন বাংলাদেশ ডিফেন্ডার তপু বর্মণ। কর্ণার পায় ফিলিস্তিন। তবে সে সুযোগও তারা কাজে লাগাতে ব্যর্থ হয়। ২৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে বাংলাদেশের ফয়সাল আহমেদ ফাহিমের বাম পায়ের শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে। ২৬ মিনিটে ফিলিস্তিনের একটি আক্রমণ কর্ণারের বিনিময়ে প্রতিহত করেন বিশ্বনাথ ঘোষ। রশিদ কর্ণার নেয়ার সময় বেজে উঠে রেফারির বাঁশি। তাজিকিস্তানের রেফারি নাসরুল্লো কবিরভ জানিয়ে দেন কর্ণারটি ফের নিতে হবে। কিছু একটা বলে প্রতিবাদ করতে যান বাংলাদেশের ডিফেন্ডার সাদ উদ্দিন। রেফারি তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেন। ৩২ মিনিটে ফিলিস্তিনের বক্সের সামান্য দূর থেকে জামাল ভুইয়া ফ্রি কিক নিলেও বল নিশানায় রাখতে পারেননি। ডান পোস্ট ঘেষে তার শট চলে যায় মাঠের বাইরে। ৩৯ মিনিটে বাংলাদেশের বক্সের কয়েক গজ দূরে বাঁ প্রান্ত থেকে ফিলিস্তিনের রশিদের ফ্রি কিক ছুঁয়ে যায় গোলপোস্ট। গোলরক্ষক মিতুল মার্মা হাত উঁচু করে বল ফিস্ট করতে চেষ্টা করেন। তবে কোন বিপদ ঘটেনি। ৪১ মিনিটে বাঁ প্রান্ত ধরে বল নিয়ে ফিলিস্তিনের অর্ধে ঢুকে পড়েন ফয়সাল আহমেদ ফাহিম। ফরোয়ার্ড রাকিব হোসেনের উদ্দ্যেশ্যে বল বাড়িয়ে দিলেও কর্ণারের বিনিময়ে রক্ষা পায় ফিলিস্তিন। ডান প্রান্ত থেকে জামালের কর্ণার শট রিসিভ করতে পারেননি সোহেল রানা। ফলে কোনো পরীক্ষায়ও পড়তে হয়নি অতিথি দলের ডিফেন্ডারদের। ম্যাচের ৪৪ মিনিটে জামালের থ্রু পাসে বল পেয়ে দারুণ গতিতে ফিলিস্তিনের বক্সে ঢুকে পড়েন ফাহিম। তবে শট করার মতো তেমন কোন জায়গা পাননি। দুই ডিফেন্ডার আর আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করতে ফাহিম গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে শট নিলেও সাফল্য পাননি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূণ্যভাবেই। বিরতি থেকে ফিরে আরও ভালো উপহার দেয় বাংলাদেশ। ৭৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে কর্ণার করেন কার্ড সমস্যা কাটিয়ে এই ম্যাচে ফেরা মিডফিল্ডার সোহেল রানা (সিনিয়র)। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। এই ম্যাচেও একটি হলুদ কার্ড দেখেন সোহেল রানা। ম্যাচের প্রায় শেষ দিকে এসে বাধ্য হয়েই গোলরক্ষক পরিবর্তন করে বাংলাদেশ দল। যতক্ষণ মাঠে ছিলেন দুর্দান্ত সব সেইভ করলেও ম্যাচের ৮৩ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন স্বাগতিক গোলরক্ষক মিতুল মার্মা। এম্বুলেন্সে করে স্টেডিয়ামের বাইরে নিতে হয় তাকে। মিতুলের বদলী হিসেবে মাঠে নামেন আরেক গোলরক্ষক মেহদী হাসান শ্রাবণ। ৮৮ মিনিটে ফের সুযোগ পায় ফিলিস্তিন। তবে বক্সের বাইরে থেকে আলাদিনের শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে। এরই মধ্যে একটি পরিবর্তন করেন বাংলাদেশ কোচ ক্যাবরেরা। রক্ষণ আগলে রেখে আক্রমণে যাবার পরিকল্পনা করে বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ হয় অতিরিক্ত ৮ মিনিট। আর এই যোগকরা সময় হয়ে উঠে আরও নাটকীয়। যোগকরা সময়ের প্রথম মিনিটে (৯০+১ মিনিটে) মাঝ মাঠ থেকে বদলী নামা ঈসা ফয়সাল বল বাড়িয়ে দেন রাকিবের উদ্দ্যেশ্যে। ফাউলের শিকার হন রাকিব। দশ জনের দলে পরিণত হয় ফিলিস্তিন। আহত রাকিবকে টেনে মাঠের বাইরে বের করে দেন ফিলিস্তিনের আহমেদ মাহাজনে। রেফারি তাকে হলুদ কার্ড দেখান। তাতেও ক্ষান্ত হননি। রেফারির সঙ্গে বিতর্কে জড়ান এই ফুটবলার। এবার মাহাজনেকে লাল কার্ড দেখান রেফারি। তবে পরের মিনিটেই মেহদী হাসান শ্রাবণ বলের ফ্লাইট মিস করেন। ফিলিস্তিনও টের পেয়ে যায় বাংলাদেশের রক্ষণের এই দুর্বলতা। সেই সুযোগটা কাজে লাগিয়েই গোলরক্ষক শ্রাবণকে পরাস্তও করে তারা। ম্যাচের ৯০+৪ মিনিটে মিকাইল তেরমানীনি পেছন থেকে এসে দারুণ শটে বল জড়িয়ে দেন বাংলাদেশের জালে (১-০)। শেষের দিকে এসে গোল হজম যেনো বাংলাদেশ ফুটবল দলের অতীত ইতিহাসকেই আরো একবার মনে করিয়ে দিলো। বাকি চার মিনিটে গোল শোধ দিতে না পারায় হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নতুন খেলোয়াড় চান গুয়ার্দিওলা
এস আলমের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, জব্দ ১৬ সম্পদ
সিলেটসহ দেশের পাথর ও বালু মহাল নিয়ে সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত
দৌলতপুরে নগদের মার্কেটিং অফিসারকে কুপিয়ে জখম
গোলের সুযোগ নষ্ট, হাভার্টজের পরিবারকে হত্যার হুমকি
ইসলামী আন্দোলনের আয়োজনে ভোলা জেলার উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
প্লট দুর্নীতি : শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের দুই মামলা
নেছারাবাদে গার্মেন্টস কর্মীকে ধর্ষন গ্রেফতার-৩
পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ
হামাসের নতুন নেতা কে এই মোহাম্মদ সিনওয়ার?
জম্মু- কাশ্মীরে ভয়াবহ ল্যান্ডমাইন বিস্ফোরণ, আহত ৬ সেনা
নালিতাবাড়ী সীমান্তবর্তী উপজলায় জন সচেতনতামূলক সভা ও গণসংযাগ
দুমকিতে নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
দাবানলে সব ঘরবাড়ি পুড়লেও অলৌকিকভাবে অক্ষত একটি বাড়ি!
নিজ দলের দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারীদের গ্রেফতার করার দাবি আওয়ামীলীগ নেতার
রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে দাউদকান্দিতে ধানের চারা রোপন কর্মসূচি
ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মতবিনিময় সভায় চরমোনাই পীর
ধামরাইয়ে যুবকের লাশ উদ্ধার
ফেনীতে বন্যায় ব্রিজ ভেঙে খালে ৪ মাসেও সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে
সউদী আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে