সাবিনাদের দলে ভিড়িয়ে নাসরিন একাডেমির চমক!
০১ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম
দেশের ফুটবলে নারী প্রিমিয়ার লিগে সব সময়ই বড় বাজেটের দল গড়ে থাকে বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভুঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। কিন্তু এবার জাতীয় দলের এক ঝাঁক ফুটবলারকে দলে ভিড়িয়ে সবাইকে চমকে দিয়েছে নাসরিন স্পোর্টস একাডেমি। আসন্ন নারী প্রিমিয়ার লিগের জন্য গতকাল সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার ও সানজিদা আক্তারসহ সিনিয়র জাতীয় দলের ১৫ জনকে দলভুক্ত করেছে তারা। ক্রীড়াঙ্গনের তৃণমূলে নারী সংগঠক হিসেবে পরিচিত নাসরিন আক্তার বেবিই এই একাডেমির কর্ণধার। তিনি ফুটবল, হ্যান্ডবলসহ একাধিক খেলায় দল গঠন করে থাকেন। এবারের দলবদল নিয়ে তার কথা, ‘আসলে আন্তরিকতাই বড় বিষয়। আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি, মেয়েদেরও ইচ্ছে ছিল। সবকিছু মিলিয়ে এটা সম্ভব হয়েছে।’ বড় বাজেটের দল গড়ার পেছনের রহস্য সম্পর্কে বেবির কথা, ‘কিছু স্পন্সর পেয়েছি, কিছু জোগাড়ের চেষ্টা করছি।’
এবারের লিগে নাসরিন একাডেমির হয়ে খেলবেন জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন, সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার জুনিয়র, শামসুন্নাহার সিনিয়র, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাসুরা পারভীন, শিউলি আজীম, মারজিয়া আক্তার, আনাই মগিনি, মাতসুসিমা সুমাইয়া, কৃষ্ণা রানী সরকার, নিলুফার ইয়াসমিন নিলা ও রুপনা চাকমা।
বসুন্ধরা কিংস নারী ফুটবলের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন। তারা এবার দল গড়েনি। কিংস দল না গড়ায় সাবিনা-সানজিদাদের লিগ খেলা ছিল অনিশ্চয়তায়। শেষ মুহূর্তে নাসরিন স্পোর্টস একাডেমিতে সাবিনারা খেলছেন। কিংসে সাবিনারা ভালো অঙ্কের সম্মানী পেতেন। নাসরিনে সেই অংক খানিকটা কাছাকাছিই পাবেন বলে জানান জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। নাসরিন স্পোর্টস একাডেমিতে খেলা নিয়ে সাবিনা বলেন, ‘আমাদের সবাইকে এই দলে দেখে অনেকেই অবাক হচ্ছেন। আপনাদের মধ্যে অনেক প্রশ্নের ঘুরপাক খাচ্ছে। আমরা দিন শেষে ফুটবলার। ভালোবেসে, পেশাদারিত্বের টানেই খেলছি।’
নাসরিন স্পোর্টস একাডেমির পর দ্বিতীয় সর্বোচ্চ সিনিয়র ফুটবলাররা এবার খেলবেন আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবে। তবে সেই সংখ্যাটা খুব বেশি নয় ফরোয়ার্ড তহুরা খাতুনসহ আরও কয়েকজন।
২০০৩ সালের পর বাংলাদেশ পুরুষ ফুটবলে দক্ষিণ এশিয়ার সেরা হতে পারেনি। ২০২২ সালে সাবিনারা দক্ষিণ এশিয়ার সেরা হয়েছে। নারী ফুটবলে সম্ভাবনা থাকা সত্ত্বেও আবাহনী-মোহামেডানের মতো প্রতিষ্ঠিত ক্লাবগুলো এগিয়ে আসছে না। এখানে ক্লাবের সদিচ্ছার অভাব দেখছেন অধিনায়ক সাবিনা, ‘পুরুষ ফুটবলারদের একজনের পারিশ্রমিক দিয়ে একটি নারী দল গঠন করা যায়। ফেডারেশনের একার পক্ষে তো সম্ভব নয়। অন্য ক্লাবগুলোকেও এগিয়ে আসতে হবে।’
এবারের নারী প্রিমিয়ার লিগে ৯টি ক্লাব অংশ নিচ্ছে। আর্মি স্পোর্টস ক্লাব খেলার কথা ছিল না। কাল শেষ দিনের শেষ মুহুর্তে তারা দলবদলে অংশ নেয়। বাকি ৮ দলের মধ্যে শুধুমাত্র প্রতিষ্ঠিত ক্লাব ফরাশগঞ্জ স্পোর্টিং। প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় স্তরে রেলিগেশন এড়ানোর লড়াইয়ে থাকা ফরাশগঞ্জের নতুন চ্যালেঞ্জ নারী দল। ক্লাবটির কর্মকর্তা বাবুরাম বলেন, ‘আসলেই আমাদের জন্য কষ্টকর। এরপরও নারীদের অগ্রযাত্রার সঙ্গী হতে আমরা দল গঠন করেছি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সৈয়দপুরে শীতার্তদের মাঝে উপদেষ্টা সজিব ভুঁইয়ার পাঠানো শীতবস্ত্র বিতরণ
ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট
কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশ অফিসে ভয়াবহ আগুন, নথিপত্র ভস্ম
বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ জারি বিএসএফের, মহড়া বৃদ্ধির নির্দেশ
জাপানি স্কুলবাসে হামলার দায়ে চীনা নাগরিকের মৃত্যুদণ্ড
১১ মাস পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু
বাংলাদেশে প্রত্যেকটা খুনের বিচার চাই, কুড়িগ্রামে ডা. শফিকুর রহমান
আজ ঢাকা মাতাবে পাকিস্তানি ব্যান্ড কাভিশ
জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফিরে আসবে ফ্যাসিস্টরা- কুড়িগ্রামে জামায়াত আমির
ঝিনাইদহে প্রবাসীর স্ত্রী’র রহস্যজনক মৃত্যু, আদালতে মামলা
বগুড়ায় সংবাদ পত্রের স্বাধীনতা ও জিয়াউর রহমান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভারত সফর নিয়ে বিজিবি প্রধানের গোপনীয়তা,সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
বগুড়ায় মৃদু ভুমিকম্প
গাজার শিশুদের প্রতি উদাসীনতার অভিযোগ রাশিয়ার
টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ড.মিজানুর রহমান আজহারীর মাহফিলকে সফল করতে শেষ পর্যায়ের কাজ চলছে
জোকোভিচের সেমি-ফাইনাল শেষ প্রথম সেটেই
আড়াইহাজারে পুলিশ কনস্টেবলকে আটক করলো জনতা
জেলেনস্কি 'চুক্তি করতে প্রস্তুত', দাবি ট্রাম্পের
কুষ্টিয়ার পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা