পেনাল্টি মিস করেও হিরো এমবাপে
০৫ এপ্রিল ২০২৪, ১২:৩৫ এএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৪, ১২:৩৫ এএম
পেনাল্টি মিস করেও ম্যাচের হিরো হয়েছেন ফরাসী তারকা কিলিয়ান এমবাপ্পে। ফরাসী কাপের সেমিফাইনালে এমবাপ্পের গোলেই স্তাদ রেনেকে হারিয়ে ফাইনালে পৌছে গেছে পিএসজি। ম্যাচের শুরু থেকেই আক্রমনাতœক ফুটবল খেলে তারা। একের পর এক আক্রমন করেনও তা গোলে পরিনত করতে পারেনি পিএসজির ফরোয়ার্ডরা। তার ওপর ম্যাচে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটাও কাজে লাগোতে পারেনি দলের নিউক্লিয়াস এমবাপ্পে। তার পেনাল্টি মিসে বেকায়দায় পড়েছিলো দলটি। শেষ পর্যন্ত কাজের কাজটি করেছে সেই এমবাপ্পেই। তার গোলেই ফাইনালে পা রাখলো পিএসজি। নিজেদের মাঠে ম্যাচের ৪০ মিনিটে একমাত্র গোলটি করেন ফরাসী সেনসেশন। রেনের বিপক্ষে ম্যাচের ৮০ শতাংশ সময় বল ছিল পিএসজির কাছে। গোলের প্রথম আসে ৩৭তম মিনিটে। প্রতিপক্ষের ফাউলের সুবাদে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু এমবাপের শট ঠেকিয়ে দেন রেনের গোলকিপার স্তিভ মাদাদা। হতাশা কাটিয়ে তিন মিনিট পরই দলকে গোল উপহার দেন এমবাপ্পে। ফ্যাবিয়ান রুইসের পাস থেকে বল জালে পাঠান ২৫ বছর বয়সী এই তারকা। গোল শোধে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় রেনে। কিন্তু পিএসজির রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি। অবশ্য গোল বাড়াতে বেশ কটি আক্রমন রুখে দেয় রেনের গোলকিপার মাদাদা।
এই জয়ে ফরাসি কাপে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন হওয়ার মিশনে নামবে পিএসজি। আগামী ২৫ মে ফাইনালে তাদের প্রতিপক্ষ অলিম্পিক লিওঁ।
এদিকে ফোডেনের হ্যাটট্রিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার দল। টানা দুই ম্যাচ ড্রয়ের পর এই ম্যাচে শুরু থেকেই অ্যাস্টন ভিলার বিপক্ষে ঝাঁপিয়ে পড়ে ম্যান সিটি। একের পর এক গোল আদায় করে নেয় ফোডেন-রদ্রিরা। দুর্দান্ত খেলে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ফিল ফোডেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে ফোডেনের গোল ২১টি। দলের হয়ে চতুর্থ ও শেষ গোলটি করেন রদ্রি। অন্য ম্যাচে লুটন সিটিকে হারিয়ে টেবিলে শীর্ষে উঠেছে আর্সেনাল। অ্যামিরেটস স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে গানাররা। আর্সেনালের হয়ে মার্টিন ওডেগো একটি গোল করেন। পরে আতœঘাতি গোলে ২-০ তে ম্যাচ জেতে মিকেল আরটেটার দল। ৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৬৭ পয়েন্ট নিয়ে তিনে আছে সিটি। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে দুই নম্বরে লিভারপুল।
অন্যদিকে ইনজুরিতে থাকা লিওনেল মেসিবিহীন ম্যাচে হারের মুখ দেখেছে ইন্টার মায়ামি। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মেক্সিকান ক্লাব মন্টেরের কাছে ২-১ গোলে হেরেছে মেসির দল। হ্যামস্ট্রিংয়ের চোটের কারনে মুল একাদশে না থাকলেও গ্যালারিতে ছিলেন আর্জেন্টাইন এই তারকা। যদিও ম্যাচে আগে গোল করে এগিয়ে ছিলো ইন্টার মায়ামি। ১৯ মিনিটে দলের হয়ে গোল করেন থমাস অ্যাভিলেস। খেলার ৬৫ মিনিটে ডেভিড রুইজ লালকার্ড পেলে দশজনের দলে পরিনত হয় মায়ামি। এই সুযোগে ৬৯ ও ৮৯ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো মেজা ও জর্জি রদ্রিগেজের গোলে জয় তুলে নেয় মন্টেরে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত
মুক্তি পেলেন ভারতের সমুদ্রসীমায় গ্রেফতার ১২ বাংলাদেশি
আ.লীগকে পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়বে গণঅধিকার পরিষদ
অন্তর্বর্তী এ সরকারের মধ্যে দুটি সরকার রয়েছে : মাহমুদুর রহমান মান্না
হাসিনার নভোথিয়েটার দুর্নীতি মামলার পুনঃতদন্ত শুরু