মোহামেডানের ছন্দপতন

জামালকে হারিয়ে ব্রাদার্সের প্রথম!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৪ মে ২০২৪, ১২:৩০ এএম | আপডেট: ০৪ মে ২০২৪, ১২:৩০ এএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ দিকে এসে ছন্দপতন ঘটলো ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের। নিজেদের ১৪তম ম্যাচে তারা অপেক্ষাকৃত দুর্বল চট্টগ্রাম আবাহনী লিমিটেডের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়েছে। অন্যদিকে শক্তিশালী শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে তলানীর দল ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। গতকাল বিকালে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমে গোল করেও চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে সমর্থকদের হতাশ করেছে মোহামেডান। মোহামেডানের পক্ষে স্থানীয় ফরোয়ার্ড আরিফ হোসেন গোল করলেও চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড ডেভিড ওযুখু তা শোধ দিয়ে দলকে মূল্যবান পয়েন্ট এনে দেন।
শিরোপা জয়ের সম্ভাবনা ছিল না, তবে বিপিএলে রানার্সআপ হওয়ার দারুণ সম্ভাবনা নিয়েই এগিয়ে চলছিল সাদাকালোরা। কিন্তু লিগের শেষ দিকে এসে সে সম্ভাবনাও পড়েছে চ্যালেঞ্জের মুখে। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ড্র করে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে সাদাকালোদের ব্যবধান আরও বেড়ে গেল। আগের ম্যাচে পুলিশ এবং কাল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ড্র করায় কিংসের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে পড়েছে আলফাজ আহমেদের দল। শুধু তাই নয়, তিনে থাকা ঢাকা আবাহনী লিমিটেডও এখন মোহামেডানকে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আজ বসুন্ধরা কিংসকে হারাতে পারলে মোহামেডানের সমান পয়েন্ট পাবে আবাহনী। ফলে লিগ রানার্সআপের জন্য এ দুই দলের মাঝেই লড়াই হবে।
চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে কাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মোহামেডান। ফলে ২৭ মিনিটেই গোলের দেখা পায় তারা। এসময় আরিফ হোসেনের গোলে ম্যাচে লিড নেয় সাদাকালোরা (১-০)। তবে সে লিড খুব বেশি সময় ধরে রাখতে পারেনি মোহামেডান। ম্যাচের ৩৪ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড ডেভিড ওযুখু’র গোলে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী (১-১)। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মোহামেডানকে। লিগের প্রথম পর্বে মোহামেডানের সঙ্গে গোলশূণ্য (০-০) ড্র করেছিল চট্টগ্রাম আবাহনী।
এদিন গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে শেখ জামালকে ৩-২ গোলে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। বিজয়ী দলের হয়ে নাইজেরিয়ান বংশদ্ভুত বাংলাদেশি ফরোয়ার্ড এলিটা কিংসলে, স্থানীয় মিডফিল্ডার মহসিন আহমেদ ও ডিফেন্ডার রাব্বি হোসেন রাহুল একটি করে গোল করেন। শেখ জামালের পক্ষে দুই গোল করেন যথাক্রমে ব্রাজিলিয়ান মিডফিল্ডার হিগর রদ্্িরগেজ ও উজবেকিস্তানের মিডফিল্ডার শাখজদ শায়মানভ।
অবনমনের দ্বারপ্রান্তে থেকে ব্রাদার্স আগের ১৩ ম্যাচের একটিতে জয় পায়নি। প্রথম জয়ের খোঁজে থাকা দলটি কাল ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল। যদিও ম্যাচে ফেভারিট ছিল শেখ জামালই। যারা প্রথম পর্বে ব্রাদার্সকে ২-০ ব্যবধানে হারিয়েছিল। ফেভারিটের তকমা নিয়ে খেলতে নামলেও এ ম্যাচে ব্রাদার্সকে দেখা গেল ভিন্ন রূপে। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের সীমানায় একের পর এক আক্রমণ শানিয়েছেন ব্রাদার্সের ফরোয়ার্ডরা। যদিও ম্যাচে প্রথম গোলের দেখা মেলে প্রথমার্ধের অন্তিম সময়ে। ধারাবাহিক আক্রমণে থেকে প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+১ মিনিট) জামালের বক্সে সতীর্থ এলিটা কিংসের উদ্দ্যেশ্যে বল বাড়িয়ে দেন রাব্বি হোসেন রাহুল। বক্সে বল পেয়ে বাঁ পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করেন এলিটা (১-০)। এগিয়ে থেকেই বিশ্রামে যায় ব্রাদার্স। তবে ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা আনে শেখ জামাল। এসময় ব্রাজিলিয়ান মিডফিল্ডার হিগর স্পট কিকে গোল করেন (১-১)। সমতায় ফেরার পর কিছুটা আত্মবিশ্বাস ফিরে পান জুলফিকার মাহমুদ মিন্টুর শিষ্যরা। ৭৪ মিনিটে আবদুল্লাহর জোগান দেয়া বলে লক্ষ্যভেদ করে জামালকে এগিয়ে দেন উজবেকিস্তানের মিডফিল্ডার শাখজদ (২-১)। মাত্র ৩ মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে যখন জয়ের স্বপ্ন দেখছিল শেখ জামাল, ঠিক তখনই ম্যাচে নতুন নাটকীয়তার জন্ম দেয় ব্রাদার্স। ৮৩ মিনিটে ব্রাদার্সের মিডফিল্ডার ইনসান হোসেনের পাসে বল পেয়ে গোল করেন ফরোয়ার্ড মহসিন (২-২)। এর ছয় মিনিট পর রাহুলের গোলে ফের এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন (৩-২)। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে গোপীবাগের দলটি।
ম্যাচ জিতে ১৪ খেলায় এক জয়, তিন ড্র ও দশ হারে ৬ পয়েন্ট পেলেও তালিকার তলানীতেই আছে ব্রাদার্স। সমান ম্যাচে চার জয়, তিন ড্র ও সাত হারে ১৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে জায়গা পেল শেখ জামাল।

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের টানা ষষ্ঠ সিরিজ জয়
হারের বৃত্তে সিটি, নেমে গেল ছয়ে
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক
এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে
চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা
আরও

আরও পড়ুন

বিলুপ্তির পথে মাটির ঘর

বিলুপ্তির পথে মাটির ঘর

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

বিহারিরা কেমন আছে

বিহারিরা কেমন আছে

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সবুজ গালিচায় হলুদের সমারোহ

সবুজ গালিচায় হলুদের সমারোহ

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

কিউবায় সমাবেশ

কিউবায় সমাবেশ

ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত

ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত

থিনেস্ট স্বাস্থ্যের

থিনেস্ট স্বাস্থ্যের