ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১
মোহামেডানের ছন্দপতন

জামালকে হারিয়ে ব্রাদার্সের প্রথম!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৪ মে ২০২৪, ১২:৩০ এএম | আপডেট: ০৪ মে ২০২৪, ১২:৩০ এএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ দিকে এসে ছন্দপতন ঘটলো ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের। নিজেদের ১৪তম ম্যাচে তারা অপেক্ষাকৃত দুর্বল চট্টগ্রাম আবাহনী লিমিটেডের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়েছে। অন্যদিকে শক্তিশালী শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে তলানীর দল ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। গতকাল বিকালে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমে গোল করেও চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে সমর্থকদের হতাশ করেছে মোহামেডান। মোহামেডানের পক্ষে স্থানীয় ফরোয়ার্ড আরিফ হোসেন গোল করলেও চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড ডেভিড ওযুখু তা শোধ দিয়ে দলকে মূল্যবান পয়েন্ট এনে দেন।
শিরোপা জয়ের সম্ভাবনা ছিল না, তবে বিপিএলে রানার্সআপ হওয়ার দারুণ সম্ভাবনা নিয়েই এগিয়ে চলছিল সাদাকালোরা। কিন্তু লিগের শেষ দিকে এসে সে সম্ভাবনাও পড়েছে চ্যালেঞ্জের মুখে। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ড্র করে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে সাদাকালোদের ব্যবধান আরও বেড়ে গেল। আগের ম্যাচে পুলিশ এবং কাল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ড্র করায় কিংসের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে পড়েছে আলফাজ আহমেদের দল। শুধু তাই নয়, তিনে থাকা ঢাকা আবাহনী লিমিটেডও এখন মোহামেডানকে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আজ বসুন্ধরা কিংসকে হারাতে পারলে মোহামেডানের সমান পয়েন্ট পাবে আবাহনী। ফলে লিগ রানার্সআপের জন্য এ দুই দলের মাঝেই লড়াই হবে।
চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে কাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মোহামেডান। ফলে ২৭ মিনিটেই গোলের দেখা পায় তারা। এসময় আরিফ হোসেনের গোলে ম্যাচে লিড নেয় সাদাকালোরা (১-০)। তবে সে লিড খুব বেশি সময় ধরে রাখতে পারেনি মোহামেডান। ম্যাচের ৩৪ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড ডেভিড ওযুখু’র গোলে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী (১-১)। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মোহামেডানকে। লিগের প্রথম পর্বে মোহামেডানের সঙ্গে গোলশূণ্য (০-০) ড্র করেছিল চট্টগ্রাম আবাহনী।
এদিন গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে শেখ জামালকে ৩-২ গোলে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। বিজয়ী দলের হয়ে নাইজেরিয়ান বংশদ্ভুত বাংলাদেশি ফরোয়ার্ড এলিটা কিংসলে, স্থানীয় মিডফিল্ডার মহসিন আহমেদ ও ডিফেন্ডার রাব্বি হোসেন রাহুল একটি করে গোল করেন। শেখ জামালের পক্ষে দুই গোল করেন যথাক্রমে ব্রাজিলিয়ান মিডফিল্ডার হিগর রদ্্িরগেজ ও উজবেকিস্তানের মিডফিল্ডার শাখজদ শায়মানভ।
অবনমনের দ্বারপ্রান্তে থেকে ব্রাদার্স আগের ১৩ ম্যাচের একটিতে জয় পায়নি। প্রথম জয়ের খোঁজে থাকা দলটি কাল ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল। যদিও ম্যাচে ফেভারিট ছিল শেখ জামালই। যারা প্রথম পর্বে ব্রাদার্সকে ২-০ ব্যবধানে হারিয়েছিল। ফেভারিটের তকমা নিয়ে খেলতে নামলেও এ ম্যাচে ব্রাদার্সকে দেখা গেল ভিন্ন রূপে। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের সীমানায় একের পর এক আক্রমণ শানিয়েছেন ব্রাদার্সের ফরোয়ার্ডরা। যদিও ম্যাচে প্রথম গোলের দেখা মেলে প্রথমার্ধের অন্তিম সময়ে। ধারাবাহিক আক্রমণে থেকে প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+১ মিনিট) জামালের বক্সে সতীর্থ এলিটা কিংসের উদ্দ্যেশ্যে বল বাড়িয়ে দেন রাব্বি হোসেন রাহুল। বক্সে বল পেয়ে বাঁ পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করেন এলিটা (১-০)। এগিয়ে থেকেই বিশ্রামে যায় ব্রাদার্স। তবে ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা আনে শেখ জামাল। এসময় ব্রাজিলিয়ান মিডফিল্ডার হিগর স্পট কিকে গোল করেন (১-১)। সমতায় ফেরার পর কিছুটা আত্মবিশ্বাস ফিরে পান জুলফিকার মাহমুদ মিন্টুর শিষ্যরা। ৭৪ মিনিটে আবদুল্লাহর জোগান দেয়া বলে লক্ষ্যভেদ করে জামালকে এগিয়ে দেন উজবেকিস্তানের মিডফিল্ডার শাখজদ (২-১)। মাত্র ৩ মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে যখন জয়ের স্বপ্ন দেখছিল শেখ জামাল, ঠিক তখনই ম্যাচে নতুন নাটকীয়তার জন্ম দেয় ব্রাদার্স। ৮৩ মিনিটে ব্রাদার্সের মিডফিল্ডার ইনসান হোসেনের পাসে বল পেয়ে গোল করেন ফরোয়ার্ড মহসিন (২-২)। এর ছয় মিনিট পর রাহুলের গোলে ফের এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন (৩-২)। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে গোপীবাগের দলটি।
ম্যাচ জিতে ১৪ খেলায় এক জয়, তিন ড্র ও দশ হারে ৬ পয়েন্ট পেলেও তালিকার তলানীতেই আছে ব্রাদার্স। সমান ম্যাচে চার জয়, তিন ড্র ও সাত হারে ১৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে জায়গা পেল শেখ জামাল।

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রওশন, জিএম কাদের ও মজিবুল হককে গ্রেপ্তারের দাবি এলডিপি মহাসচিবের

রওশন, জিএম কাদের ও মজিবুল হককে গ্রেপ্তারের দাবি এলডিপি মহাসচিবের

কুড়িগ্রামের উলিপুরে থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কুড়িগ্রামের উলিপুরে থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সাবেক শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ভানু লাল রায় কারাগারে

সাবেক শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ভানু লাল রায় কারাগারে

ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে, উপহার নয় : রিজওয়ানা হাসান

ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে, উপহার নয় : রিজওয়ানা হাসান

কোনো উন্নয়ন কাজ বন্ধ করেনি বর্তমান সরকার: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

কোনো উন্নয়ন কাজ বন্ধ করেনি বর্তমান সরকার: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

মাগুরায় মাজলিসুল মুফাসসীরিনের জেলা সম্মেলনে ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন

মাগুরায় মাজলিসুল মুফাসসীরিনের জেলা সম্মেলনে ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন

সাকিবের চোট নিয়ে যা বললেন হান্নান

সাকিবের চোট নিয়ে যা বললেন হান্নান

গুমের ঘটনায় শেখ হাসিনা-কামালসহ ২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

গুমের ঘটনায় শেখ হাসিনা-কামালসহ ২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ভোলার বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা। ভোগান্তিতে গ্রাহকরা।

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ভোলার বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা। ভোগান্তিতে গ্রাহকরা।

ছুটির দিনসহ সপ্তাহে ৭ দিনই শিক্ষার্থীদের জন্য বাসে ‌‌‘হাফ ভাড়া’

ছুটির দিনসহ সপ্তাহে ৭ দিনই শিক্ষার্থীদের জন্য বাসে ‌‌‘হাফ ভাড়া’

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ভাই কারাগারে

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ভাই কারাগারে

শিবগঞ্জে যুব-স্বেচ্ছাসেবকদলের ২ নেতা জখমের ঘটনায় গ্রেপ্তার ১

শিবগঞ্জে যুব-স্বেচ্ছাসেবকদলের ২ নেতা জখমের ঘটনায় গ্রেপ্তার ১

চৌগাছায় প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা

চৌগাছায় প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা

মজিব সভাপতি, সাইফুল সম্পাদক নাঙ্গলকোট প্রেসক্লাবের কমিটি গঠন

মজিব সভাপতি, সাইফুল সম্পাদক নাঙ্গলকোট প্রেসক্লাবের কমিটি গঠন

রাজধানীতে ট্রাফিক আইনে একদিনে ৮৭০ মামলা, জরিমানা ৩৫ লাখ ৮০ হাজার

রাজধানীতে ট্রাফিক আইনে একদিনে ৮৭০ মামলা, জরিমানা ৩৫ লাখ ৮০ হাজার

তারাকান্দায় বিদ্যুৎপৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

তারাকান্দায় বিদ্যুৎপৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

দর্শনায় সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে বিক্ষোভ মিছিল মহাসড়ক অবরোধ

দর্শনায় সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে বিক্ষোভ মিছিল মহাসড়ক অবরোধ

কেপিএম নতুন এমডি মোহাম্মদ শহীদ উল্লাহ যোগদন

কেপিএম নতুন এমডি মোহাম্মদ শহীদ উল্লাহ যোগদন

কালীগঞ্জে রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত লাশ

কালীগঞ্জে রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত লাশ

চীনের মধ্যাঞ্চলের সেতুতে দুর্ঘটনায় ৬ জন নিহত, আহত ৭

চীনের মধ্যাঞ্চলের সেতুতে দুর্ঘটনায় ৬ জন নিহত, আহত ৭