নিউজিল্যান্ডকে হারিয়ে তিনে শ্রীলঙ্কা
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৩ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৯ পিএম
বলা হচ্ছিল, এজাজ প্যাটেল কিছুটা সঙ্গ দিতে পারলে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন রাচিন রাভিন্দ্র। কিন্তু সেই রাচিনই আউট হলেন শুরুতেই। নিউজিল্যান্ডের সবশেষ এই প্রতিরোধ দেয়াল ভেঙে গল টেস্টে জিতে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
গল টেস্টের শেষ দিনে সোমবার জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ৬৮ রান, শ্রীলঙ্কার ২ উইকেট। ম্যাচ শেস করতে স্বাগতিকরা সময় নিয়েছে মাত্র ১৫ মিনিট। এদিন কেবল ৪ রান যোগ করতে পারে কিউইরা। ৬৩ রানের জয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল লঙ্কানরা।
এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ-এর পয়েন্ট তালিকায় তিনে উঠে এসেছে শ্রীলঙ্কা।
আগের দিনের ৩ উইকেটের এদিনের দুটি যোগ করে ইনিংসে ৬৮ রানে ৫ উইকেট নিয়েছেন প্রবাথ জয়াসুরিয়া। ম্যাচে নিয়েছেন ২০৪ রানে ৯টি। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে ৩২ বছর বয়সী এই বাঁহাতি অর্থডক্স বোলারের হাতে।
১৫ টেস্টে ৮৮ উইকেট হয়ে গেল প্রবাথের। ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি অষ্টমবার। ম্যাচে ১০ উইকেটও দু দফায় পাওয়া হয়ে গেল তার।
আগের দিন ৯১ রানে অপরাজিত থাকা রাচিন এদিন টিকেছেন কেবল ৮ বল। যোগ করতে পারেন কেবল ১ রান। জয়াসুরিয়াকে ভুল লাইনে খেলে ক্যাচ আউট হন ১৬৮ বলে ৯২ রান করে। ৬ বল টেকেন শেষ ব্যাটার উইলিয়াম ও’রুক। তাকে শিকার করেই ৫ উইকেট পূর্ণ করেন প্রবাথ।
২৭৫ রানের লক্ষ্যে চারে নামা রাচিনকে কিছুটা সঙ্গ দিতে পারেন কেবল টম ব্লান্ডেল (৩০)। বাকিদের ব্যর্থতায় জয় পাওয়া হলো না দলটির।
দল হারলেও আপন পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন ও’রুক ও এজাজ। দুজনেই নেন ৮টি করে উইকেট।
একই মাঠে আগামী বৃহস্পতিবার শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯১.৫ ওভারে ৩০৫
(কামিন্দু ১১৪, কুশল ৫০, ও’রুর্ক ৫/৫৫, ফিলিপস ২/৫২)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৯০.৫ ওভারে ৩৪০
(ল্যাথাম ৭০, মিচেল ৫৭, উইলিয়ামসন ৫৫; জয়াসুরিয়া ৪/১৩৬, রমেশ ৩/১০১)।
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৯৪.২ ওভারে ৩০৯
(করুণারত্নে ৮৩, চান্ডিমাল ৬১, ম্যাথুস ৫০; এজাজ ৬/৯০, ও’রুর্ক ৩/৪৯)।
নিউজিল্যান্ড ২য় ইনিংস: ৭১.৪ ওভারে ২১১
(রবীন্দ্র ৯২, ব্লান্ডেল ৩০, উইলিয়ামসন ৩০, ল্যাথাম ২৮; জয়াসুরিয়া ৫/৬৮, রমেশ ৩/৮৩)।
ফল: শ্রীলঙ্কা ৬৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: প্রবাত জয়াসুরিয়া।
সিরিজ: ২ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে এগিয়ে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের তথ্যটি ভুয়া
রাশিয়াকে হুঁশিয়ারি দিল অস্ট্রেলিয়া ,নাগরিক নিহত হলে শাস্তি হবে কঠিন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ