বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেও চ্যাম্পিয়নস লীগ অধরাই রয়ে গেল পিএসজির
০৯ মে ২০২৪, ১২:১৯ এএম | আপডেট: ০৯ মে ২০২৪, ১২:১৯ এএম
ফুটবল দুনিয়ার সেরা ক্লাব বানানোর লক্ষ্যে পিএসজির পেছনে গত এক যুগে অর্থ ঢালা হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার। সেরা খেলোয়াড়,সেরা কোচ,উন্নত সব সুযোগ-সুবিধা সবই হাতের মুঠোয় ছিল ফরাসি ক্লাবটির। ২০১১ পিএসজি ক্লাবটিকে মূলত কিনেছিল কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট (কিউএসআই)। কাতার আমিরের মালিকাধীন এই প্রতিষ্ঠান এর পর আপনি কি বিশ্বমানের করার জন্য দুই হাতে ঢালতে থাকে টাকা।ইউরো ফুটবলে আধিপত্য প্রতিষ্ঠার আশায় দলে ভেড়ানো হয় সময়ের সেরা সব তারকাকে।
এইতো বছর দুয়েক আগেও পিএসজির আক্রমণভাগে একসঙ্গে ছিল লিওনেল মেসি ও নেইমার কিলিয়ান এমবাপে।এর মধ্যে ট্রান্সফার জগতের বিশ্বরেকর্ড গড়ে কেনা নেইমাররের ক্রয় মূল্য দিয়েই কেনা যেত ইউরোপে বেশ কয়েকটি ক্লাব। মাঝমাঠ-রক্ষণেও ছিল ভিতিনহা, নুনো মেন্ডেস, ফ্যাবিয়ান রুইজ, বারকোলা, ওসমান ডেম্বেলে কিংবা র্যানডাল কোলো মুয়ানিদের ইউরোপ সেরা ফুটবলাররা।
এরপরেও ব্যর্থ পিএসজি।এক যুগের বেশি সময় হলেও এখনো ক্লাবটির ছুঁয়ে দেখা হয়নি ইউরোপ সেরার মুকুট চ্যাম্পিয়নস লীগ ট্রফি। চলতি মৌসুমের সেমিফাইনালে গতকাল বুরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে বিদায় নেয় লুইস এনরিকের দল।এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিল প্যারিসিসিয়ানরা। ২০১৯-২০ মৌসুমে হেরেছে ফাইনালেও।
ঘরের মাঠে গতকালের ম্যাচে অভিজ্ঞতায়, শক্তি-সামর্থ্যে প্রতিপক্ষ থেকে অনেক বেশি এগিয়ে ছিল পিএসজি।গতকাল রাতে বুরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে পিএসজি যে স্কোয়াড নিয়ে নেমেছিল তার মূল্য ছিল ৪৬৩ মিলিয়নের বেশি। যেখানে ডর্টমুন্ড খেলেছিল ১০০ মিলিয়নের স্কোয়াড নিয়ে।
তবে অর্থ সফলতা এনে দিতে পারেনি।যদিও ভাগ্যকে কিছুটা দোষ দিতে পারে প্যারিসিসিয়ানরা।গতকালের ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে পিএসজি।নির্ধারিত সময়ের শেষ দশ মিনিটে পিএসজি খেলোয়াড়দের নেওয়া শট ক্রসবারে লাগল তিনবার।দুই লেগ মিলিয়ে ৪৪টি শট নিয়েও পিএসজি গোল পায়নি।এর মধ্যে ছয়টি ফিরেছে পোস্টে লেগে।
লীগ থেকে বিদায়ের পর সংবাদ সম্মেলনে তাই নিয়তির এমন নিষ্ঠুর পরিহাস নিয়ে আক্ষেপ ঝরল পিএসজি কোচ লুইস এনরিকের , ‘এই লেগে ফুটবল আমাদের সঙ্গে ন্যায্য ছিল না। এটা মেনে নিতে হবে, ফাইনালে ওঠা দলকে অভিবাদন জানাতে হবে, শোক পালন শেষে এই হতাশা কাটিয়েও উঠতে হবে।’
পিএসজি বস বলেন,এই লড়াইয়ে আমরা খারাপ দল ছিলাম না। আমরা ছয়বার বল পোস্টে মেরেছি। ফুটবলের কৌতূহলোদ্দীপক ব্যাপার হলো, কখনো কখনো ন্যায্যতা মেলে না— (ফিরতি লেগে) আমরা ৩১টি শট নিয়েছি, কিন্তু একটি গোলও পাইনি।
ঘরোয়া লিগ জয় আগেই নিশ্চিত করেছে পিএসজি। ২৫ মে ফ্রেঞ্চ কাপের ফাইনালে লিঁও-এর মুখোমুখি হবে এনরিকের দল। পিএসজির হয়ে এটি হতে পারে এমবাপ্পের শেষ ম্যাচ।জোর গুঞ্জন এ ফরাসি ফরোয়ার্ড যোগ দিতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদে। সে হিসেবে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ না জেতার আক্ষেপ নিশ্চয়ই থেকে যাবে এমবাপ্পের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ