আবাহনীও হোঁচট খেলো পুলিশের সামনে!
১১ মে ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১১ মে ২০২৪, ১২:০৫ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্বে শেখ জামাল ধানমন্ডি ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের পর পুলিশ ফুটবল ক্লাবের সামনে হোঁচট খেলো ঢাকা আবাহনী লিমিটেডও! অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানীর দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি রুখে দিলো শেখ রাসেল ক্রীড়া চক্রকে।
গতকাল বিকালে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ঢাকা আবাহনী গোলরক্ষক শহিদুল আলম সোহেলের ভুলে ১-১ ব্যবধানে ড্র করে পুলিশের বিপক্ষে। আবাহনীর হয়ে সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট ও পুলিশের স্থানীয় ফরোয়ার্ড এম এস বাবলু একটি করে গোল করেন। এ ম্যাচে জিতলে মোহামেডানের সমান পয়েন্ট হয়ে যেতো আবাহনীর। তখন লিগ রানার্সআপের দৌঁড়ে মোহামেডান-আবাহনী সমান্তরালে থেকে জোর লড়াই করতো। এখন এই দৌঁড়ে মোহামেডান এগিয়ে থাকলেও কিছুটা পিছিয়ে পড়েছে ঢাকা আবাহনী। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আবাহনী। ফলে ম্যাচ শুরু ৯ মিনিটের মধ্যেই এগিয়ে যায় তারা। এসময় আবাহনীর একটি আক্রমণ পুলিশের উজবেকিস্তানের ডিফেন্ডার আজমত আব্দুল্লায়েভ হেড করে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। ফলে বল পেয়ে যান আব্দুল্লায়েভের পেছনে থাকা কর্নেলিয়াস স্টুয়ার্ট। তিনি বল পেয়েই শটে গোল করতে ভুল করেননি (১-০)। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর আরেকটি ভালো সুযোগ নষ্ট হয় আবাহনীর। ৩২ মিনিটে পোস্টের সামনে থেকে কর্নেলিয়াসের প্লেসিং শট ক্রসবারের ওপর দিয়ে গেলে দ্বিতীয় গোল থেকে বঞ্চিত হয় আবাহনী। এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পুলিশের আক্রমণে চাপে থাকে আবাহনীর রক্ষণভাগ। পুলিশ ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায় প্রতিপক্ষের সীমানায়।
ম্যাচের ৬৬ মিনিটে স্থানীয় মিডফিল্ডার সৈয়দ কাজেম কিরমানীর থ্রু পাস ধরে ফরোয়ার্ড মাহাদি ইউসুফ খান বক্সের বাইরে থেকে শট নিলে বল পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। অবশেষে সমতাসূচক গোলটি পায় পুলিশ। তাও আবার আবাহনীর অভিজ্ঞ গোলরক্ষক সোহেলের কৃতিত্বে। ম্যাচের ৮৮ মিনিটে বক্সের বাইরে থেকে পুলিশের বাবলু শট নিলে সোহেল নিচু হয়ে বল ধরার চেষ্টা করে ব্যর্থ হন। বল সোহেলের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়িয়ে যায় (১-১)। গোলরক্ষকের এমন কা-জ্ঞানহীন ভুলে শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়ে আবাহনী। এটাই প্রথম নয়, অতীতে নিজ ক্যারিয়ারে সোহেল এমন ভুল অসংখ্যবার করেছেন। ১৫ ম্যাচ শেষে সাত জয়, পাঁচ ড্র ও তিন হারে ২৬ পয়েন্ট পেয়ে তালিকার তৃতীয় স্থানেই থাকলো আবাহনী। সমান ম্যাচে ছয় জয়, চার ড্র ও পাঁচ হারে ২২ পয়েন্ট পাওয়া পুলিশের অবস্থান চারে। ঢাকা আবাহনীর চেয়ে এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। আজ ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে নিজেদের ১৫তম ম্যাচে শিরোপা প্রত্যাশি বসুন্ধরা কিংসের বিপক্ষে হারলেও আবাহনীর চেয়ে ২ পয়েন্ট বেশি থাকবে মোহামেডানের। এই ম্যাচ জিততে পারলেই ৪০ পয়েন্ট নিয়ে টানা পঞ্চম লিগ শিরোপা উৎসব করতে পারবে কিংসরা। তবে ড্র করলে অপেক্ষা বাড়বে বর্তমান চ্যাম্পিয়নদের।
কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত শেখ রাসেলের সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠে ছাড়ে রহমতগঞ্জ। ৫৫ মিনিটে ঘানাইয়ান ফরোয়ার্ড আর্নেস্ট বুয়েটাংয়ের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ (১-০)। কিন্তু তাদের স্বস্তির নিশ্বাস ফেলতে দেননি শেখ রাসেলের সার্বিয়ান ফরোয়ার্ড বালাভোনিচ। মিনিট সাতেক পর বালাভোনিচের গোলেই সমতায় ফেরে দলটি (১-১)। ম্যাচটি অমিমাংসিতভাবে শেষ হওয়ায় ১৫ খেলায় তিন জয় এবং ছয়টি করে ড্র ও হারে ১৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে জায়গা পেল শেখ রাসেল। সমান ম্যাচে এক জয়, আট ড্র ও ছয় হারে ১১ পয়েন্ট পেয়ে নবম স্থানে থেকে অবনমনের শঙ্কায় ধুঁকছে রহমতগঞ্জ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট
ঝিকরগাছায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা প্রতিষ্ঠান
কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?
গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু
যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান
এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা
নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা
খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো
কালিয়াকৈরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু
বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় নিহত- ১
কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম দুর্ভোগে পথচারীরা
মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা
বাড়ছে শীতের প্রকোপ, সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন
যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার