ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১

আবাহনীর গোল উৎসবের দিন মোহামেডানের ড্র!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৮ মে ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৮ মে ২০২৪, ১২:০০ এএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্রাদার্স ইউনিয়নের জালে ঢাকা আবাহনী লিমিটেডের গোল উৎসবের দিন জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জের সঙ্গে ড্র করলো ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে চট্টগ্রাম আবাহনীকে রুখে দিলো শেখ রাসেল ক্রীড়া চক্র।
গতকাল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে নিজেদের ১৬তম ম্যাচে সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্টের হ্যাটট্রিকের সুবাদে গোপীবাগের ব্রাদার্সকে ৭-১ গোলে উড়িয়ে দেয় ঢাকা আবাহনী। বিজয়ী দলের হয়ে কর্নেলিয়াস চারটি, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়াশিংটন বান্দ্রাও দুইটি ও স্থানীয় মিডফিল্ডার মিরাজ হোসেন অপি একটি করে গোল করেন। ব্রাদার্সের পক্ষে একমাত্র গোলটি শোধ দেন উজবেকিস্তানের ডিফেন্ডার নোদিরবেক মাভলোনভ।
বিপিএলের শিরোপা নিশ্চিত হয়ে গেছে গত সপ্তাহেই। তবে রানার্সআপ হওয়ার লড়াইটা এখনো বাকি। আগে সেই লড়াইয়ে মোহামেডান এককভাবে এগিয়ে থাকলেও এখন ব্রাদার্সকে হারিয়ে সাদাকালোদের সঙ্গে সহাবস্থান করছে ঢাকা আবাহনী । ফলে লিগের শেষ দিকে এসে জমে উঠেছে রানার্সআপের লড়াইটা। কাল ব্রাদার্সের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল আবাহনী। যদিও শুরুর দিকে ব্রাদার্স দুইবার আবাহনীর রক্ষণের পরীক্ষা নিয়েছিল। প্রথমবার ডিফেন্ডারদের কারণে গোলরক্ষক শহিদুল আলম সোহেলকে বিপদে ফেলা যায়নি। তবে পরের বার সোহেল ব্রাদার্সের ফরোয়ার্ডের একটি শট তালুবন্দী করতে গিয়ে বল ছুটে যায়। ভাগ্য ভালো সামনে কেউ ছিলেন না। দুই বিপদ কাটিয়ে ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় আবাহনী। এসময় সতীর্থের থ্রু পাস থেকে বল পেয়ে ওয়াশিংটন বান্দ্রাও ব্রাদার্সের বক্সে ঢুকে একজনকে কাটিয়ে কোনাকুনি মাপা শটে গোল করেন (১-০)। দুই মিনিট পর ওয়াশিংটনের ক্রসে আরেক সতীর্থ পা ছোঁয়াতে পারেননি। শেষের দিকে গোল পেতে গিয়েও পায়নি আবাহনী। ৪১ মিনিটে ওয়াশিংটনের ক্রসে কর্নেলিয়াস আবারও পা ছোঁয়াতে ব্যর্থ হন। ম্যাচের ৪৫ মিনিটে বক্সে বল পেয়ে কর্নেলিয়াস জোরালো শট নিলে ব্রাদার্সের গোলরক্ষক শেখ সাইফুল ইসলাম ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আবাহনী। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় থেকে গোল উৎসবে মাতে তারা। এই অর্ধে আবাহনীর দাপটের সামনে অসহায় আত্মসমর্পণ করে গোপীবাগের দলটি। ম্যাচের ৬৪ মিনিটে কর্নেলিয়াসের পাসে ওয়াশিংটন ফাঁকায় পোস্টের সামনে দাঁড়িয়ে সহজেই প্লেসিং শটে গোল করে ব্যবধান বাড়ান (২-০)। এরপর নিজের গোলের খাতা খোলেন কর্নেলিয়াস। ৭০ মিনিটে ওয়াশিংটনের পাসে কর্নেলিয়াস ডান পায়ের বল বাঁ পায়ে নিয়ে বক্সে ঢুকে দারুণ শটে নিশানাভেদ করেন (৩-০)। ম্যাচের ধারার বিপরীতে ব্রাদার্স ৭৯ মিনিটে পেনাল্টি থেকে এক গোল শোধ দেয়। উজবেকিস্তানের ডিফেন্ডার নোদিরবেক মাভলোনভ স্পট কিকে সোহেলকে পরাস্ত করেন (১-৩)। এক গোল হজম করার পর যেন আরও বেশি জ্বলে ওঠে আবাহনী। ৮৬ মিনিটে মেহেদী হাসান রয়েলের পাসে কর্নেলিয়াস প্লেসিং করে বল জালে ফেলেন (৪-১)। ম্যাচের ৯০ মিনিটে ফাঁকায় সতীর্থের কাছ থেকে বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূর্ণ কর্নেলিয়াস (৫-১)। ম্যাচের যোগকরা সময়ে (৯০+২মিনিট) জোনাথনের পাসে বল পেয়ে বক্সে ঢুকে দলের পক্ষে ষষ্ঠ গোল করেন মিরাজ হোসেন অপি (৬-১)। এর দুই মিনিট পর কর্নেলিয়াস বক্সে ঢুকে জোরালো শটে নিজের চতুর্থ ও দলের হয়ে সপ্তম গোলটি করলে বড় জয় নিশ্চিত হয় আবাহনীর (৭-১)। ম্যাচ জিতে ১৬ খেলায় আট জয়, পাঁচ ড্র ও তিন হারে ২৯ পয়েন্ট পেয়ে গোল ব্যবধানে মোহাওেমডানের চেয়ে পিছিয়ে থেকে তালিকার তৃতীয় স্থানেই রইল আবাহনী। সমান ম্যাচে এক জয়, চার ড্র ও এগারো হারে ৭ পয়েন্ট নিয়ে তলানিতেই ব্রাদার্স।
এদিন ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে প্রথমে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-৩ ব্যবধানে ড্র করে মোহামেডান। সাদাকালোদের হয়ে মালির ফরোয়ার্ড অধিনায়ক সুলেমান দিয়াবাতে দ্ইুটি এবং স্থানীয় ফরোয়ার্ড জাফর ইকবাল এক গোল করেন। রহমতগঞ্জের পক্ষে ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল কন্নি দুইটি ও তার স্বদেশি ফরোয়ার্ড আর্নেস্ট বোয়েটং এক গোল শোধ দেন। ১৬ ম্যাচ শেষে সাত জয়, আট ড্র ও এক হারে ২৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ঢাকা আবাহনীর চেয়ে এগিয়ে থেকে তালিকার দ্বিতীয় স্থানেই আছে মোহামেডান। সমান ম্যাচে এক জয়, নয় ড্র ও ছয় হারে ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে রহমতগঞ্জ।
অন্যদিকে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় কাল লিগের আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনী ১-১ গোলে ড্র করে শেখ রাসেলের সঙ্গে। নাইজেরিয়ান ফরোয়ার্ড পল সেনের গোলে ১১ মিনিটে লিড নেয় চট্টগ্রাম আবাহনী (১-০)। ৭৩ মিনিটে নাইজেরিয়ান ডিফেন্ডার গানিও আতন্দার গোলে সমতায় ফেরে শেখ রাসেল (১-১)। এই ড্রতে ১৬ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই রইল চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শেখ রাসেল।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চোটে পড়ে মৌসুম থেকে ছিটকেই গেলেন টের স্টেগেন

চোটে পড়ে মৌসুম থেকে ছিটকেই গেলেন টের স্টেগেন

ইন্টার মায়ামি ছাড়ছেন মেসি?

ইন্টার মায়ামি ছাড়ছেন মেসি?

ডেভিস কাপ দিয়ে কোর্টে ফিরছেন নাদাল

ডেভিস কাপ দিয়ে কোর্টে ফিরছেন নাদাল

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

গাজা-লেবাননে নিহত আরো ২২২

গাজা-লেবাননে নিহত আরো ২২২

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা মামলায় রায়হানের দোষ স্বীকার

জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা মামলায় রায়হানের দোষ স্বীকার

গণহত্যাকারী কোন রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না: আসাদুজ্জামান রিপন

গণহত্যাকারী কোন রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না: আসাদুজ্জামান রিপন

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার