শিরোপার সামনে দাঁড়িয়ে স্বতর্ক গুয়ার্দিওলা
১৮ মে ২০২৪, ০৩:৩৯ পিএম | আপডেট: ১৮ মে ২০২৪, ০৩:৩৯ পিএম
ওয়েস্ট হ্যামের বিপক্ষে রোববার প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের শেষ ম্যাচ খেলতে নামবে ম্যানচেস্টার সিটি। ইতিহাসে প্রথম দল হিসেবে টানা চার মৌসুমে ইংলিশ লিগ জয়ের হাতছানি পেপ গুয়ার্দিওলার দলের সামনে। যদিও স্প্যানিশ এই কোচ সতর্ক করেই বলেছেন, এখনো কোন কিছুই নিশ্চিত হয়ে যায়নি।
টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের থেকে দুই পয়েন্ট এগিয়ে অনেকটা স্বস্তিদায়ক অবস্থায় শেষ দিন মাঠে নামবে সিটিজেনরা। গুয়ার্দিওলা এক্ষেত্রে দুই বছর আগে নাটকীয় শেষ দিনটির কথাই মনে করিয়ে দিয়েছেন। মৌসুমের শেষ ম্যাচটিতে এ্যাস্টন ভিলার সাথে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে জয়ের মাধ্যমে লিভারপুলকে শিরোপা পেতে দেয়নি ম্যান সিটি।
গত মঙ্গলবার টটেনহ্যামের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচটি নিয়েও অস্বস্তিতে ছিল সিটি। স্পার্স সমর্থকরা তাদের উত্তর লন্ডনের চির প্রতিদ্বন্দ্বি আর্সেনাল যেন ২০ বছরের মধ্যে প্রথম শিরোপা নিশ্চিত করতে না পারে এজন্য নিজ দলের পরাজয়ের জন্য সিটিকে সমর্থন করেছে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলা এ সম্পর্কে বলেছেন, ‘আমি চাই ১০ মিনিটের মধ্যে ৩-০ গেলে এগিয়ে যেতে, কিন্তু এমনটি মোটেই হবে না। আমরা একটি কঠিন ম্যাচের অপেক্ষায় আছি। আমি খেলোয়াড়দের শুধু একটি কথাই বলেছি টটেনহ্যামের ম্যাচের থেকে শিক্ষা নাও, কিভাবে তারা প্রতিটি বলের পিছনে লড়াই করেছে। দুই বছর আগে এ্যাস্টন ভিলার বিপক্ষেও একই ঘটনা ঘটেছিল। তারাও একই পজিশনে ছিল, তাদের হারানোর কিছু ছিল না, পরবর্তীতে ম্যাচটির ফলাফল সবারই জানা। আমাদের সব সমর্থকরাই এখানে আসবে এবং প্রথম মিনিট থেকেই তারা প্রস্তুত থাকবে। তারা সবসময়ই আমাদের পাশে ছিল, এবারও তার ব্যতিক্রম হবে না।’
সিটি এই মুহূর্তে ইংলিশ শীর্ষ লিগে অনন্য এক রেকর্ডের দ্বারপ্রান্তে রয়েছে, একইসাথে গত সাত মৌসুমে ষষ্ঠ শিরোপার কাছাকাছি পৌঁছে গেছে।
গুয়ার্দিওলা বলেন, ‘আমি জানি না এই মুহূর্তে সবাই কি ভাবছে। কিন্তু আমি নিশ্চিত, মৌসুমের শুরুতে যে কোন প্রিমিয়ার লিগের ক্লাবকে জিজ্ঞেস করলে তারা সবাই বলবে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে তারা থাকতে চায়। আমাদের হাতে আর একটি মাত্র ম্যাচ বাকি রয়েছে। ভাগ্য এখন আমাদের হাতে, ঐ ম্যাচটিতে জয়ী হতে পারলেই আমরা চ্যাম্পিয়ন। খেলোয়াড়রাও জানে পরিস্থিতি এখন জয় এবং জয়, না হলে আর্সেনালকে শিরোপা ছেড়ে দিতে হবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের
দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত
গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার
সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান
বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা
ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন
ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫