ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১
ফেডারেশন কাপের ফাইনাল আজ

মোহামেডানের ‘ডাবল’ না বসুন্ধরার ট্রেবল

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২২ মে ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২২ মে ২০২৪, ১২:০৭ এএম

ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব টানা দ্বিতীয়বারের মতো ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হবে, নাকি ঘরোয়া ফুটবলের চলতি মৌসুমে ট্রেবল জিতবে বসুন্ধরা কিংস? এ প্রশ্নের উত্তর মিলবে আজ। মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনালে এদিন মুখোমুখি হবে মোহামেডান ও বসুন্ধরা। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে বিকাল ৩টায় শুরু হবে ফাইনালের সেই মহারণ।
১৯৮০ সালে শুরু হওয়া ফেডারেশন কাপ টুর্নামেন্টে এখন পর্যন্ত ১১ বার শিরোপা জিতেছে মোহামেডান। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা। সাদাকালোদের লক্ষ্য এবারও ফাইনালে বাজিমাত করে শিরোপা সংখ্যাটা ১২ তে নিয়ে যাওয়া। অন্যদিকে ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ফেডারেশন কাপের তৃতীয় ট্রফি জিততে আজ মাঠে নামবে। টুর্নামেন্টের ফাইনালে মোহামেডানকে হারাতে পারলে শেখ রাসেল ক্রীড়া চক্রের পর দেশের দ্বিতীয় দল হিসেবে এক মৌসুমে তিন শিরোপা (ট্রেবল) জিতবে তারা। ঘরোয়া ফুটবলে একমাত্র শেখ রাসেলেরই রয়েছে এই কৃতিত্ব। ২০১২-১৩ মৌসুমে তিনটি শিরোপা জিতেছিল শেখ রাসেল। তাদের এই রেকর্ডটি আবাহনী ও মোহামেডানের মতো বড় ক্লাবগুলো এখন পর্যন্ত ভাঙ্গতে পারেনি। তবে কিংসরা এবারের ফেডারেশন কাপ শিরোপা জিততে পারলে রাসেলের রেকর্ডটি ছুঁতে পারবে। ইতোমধ্যে মৌসুমসূচক টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ও ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ঘরে তুলেছে কর্পোরেট এই দলটি। শুধু তাই নয়, এবারেরটা নিয়ে বিপিএলে টানা ৫বার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে তারা।
ফেডারেশন কাপের ৩৫তম আসরের ফাইনালের আগে চলতি মৌসুমে শিরোপা লড়াইয়ে মোহামেডান ও বসুন্ধরার এটি দ্বিতীয় দেখা। এর আগে স্বাধীনতা কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এ দুই দল। ওই লড়াইয়ে বসুন্ধরার কাছে ২-১ গোলে হেরে মৌসুমের প্রথম ট্রফি জেতা হয়নি মোহামেডানের। বিপিএলেও সেরার খেতাব জিততে পারেনি তারা। তবে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়ে চলতি মৌসুমের শিরোপা খরা কাটাতে চায় মতিঝিলের দলটি। গত মৌসুমের ফাইনালে চিরপ্রতিদ্ব›দ্বী ঢাকা আবাহনীকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। এবারও তাদের চোখ শিরোপায়। স্বাভাবিকভাবেই ফাইনাল ম্যাচকে ঘিরে থাকবে টান টান উত্তেজনা। এরই মধ্যে ৫ জন রেফারি নিয়ে আপত্তি তুলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়েছে মোহামেডান। চিঠিতে বলা হয় ওই পাঁচ রেফারি পক্ষপাতদুষ্ট। তারা যেনো ফাইনাল ম্যাচে না থাকে। এ প্রসঙ্গে মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব গতকাল বলেন,‘আমরা চাই ফাইনালটা যেনো জমজমাট হয়। সে জন্য রেফারিংটা সুষ্ঠু হতে হবে। সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেলেও সমস্যা নেই। যে দলই অনিয়ম করুক রেফারিং যেন ঠিক থাকে।’ শিরোপা ধরে রাখতে প্রত্যয়ী মোহামেডানের প্রধান কোচ আলফাজ আহমেদ। তার কথায়, ‘গতবার আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। এবার লিগ চ্যাম্পিয়নদের হারিয়ে শিরোপা ধরে রাখতে চাই। ছেলেরা জয়ের জন্যই বসুন্ধরার বিপক্ষে খেলবে বলে আমাকে কথা দিয়েছে। তারা নিজেদের সেরা মাঠে ঢেলে দিতে পারলে আমাদের জয় সুনিশ্চিত।’ আলফাজ যোগ করেন,‘দলের সব খেলোয়াড় সুস্থ আছে। তারা ফাইনালে বসুন্ধরা হারাতে প্রস্তুত। আমার ধারণা ম্যাচটি উপভোগ্য হবে।’ মোহামেডানের অধিনায়ক মালির ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতে বলেন,‘আমরা নিজেদের সেরাটা দিয়েই ফাইনাল জিততে চাই। বসুন্ধরাকে হারানো সহজ না হলেও অসম্ভব নয়।’
এদিকে ফাইনাল নিয়ে বেশ রোমাঞ্চিত বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রæজোন এবং ব্রাজিলিয়ান অধিনায়ক রবসন রবিনহো। তাদের একমাত্র লক্ষ্য মোহামেডানকে হারিয়ে ট্রেবল জেতা। ব্রæজোন বলেন,‘দ্ইু শিরোপা জেতা হয়েছে, এবার তৃতীয়টা জিততে চাই। ফাইনালের প্রতিপক্ষ মোহামেডান শক্তিশালী দল হলেও তাদেরকে হারাতে চাই আমরা। আশাকরি ছেলেরা নিরাশ করবে না। আমার বিশ্বাস তারা নিজেদের সেরা দিয়ে লড়াই করে মোহামেডানকে হারিয়ে ট্রেবল জিতবে।’ অধিনায়ক রবিনহো বলেন,‘আমাদের একমাত্র লক্ষ্য ট্রেবল জেতা। ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানকে হারিয়েই লক্ষ্যপূরণ করতে চাই। দলের সব খেলোয়াড় সুস্থ আছে। তারা মুখিয়ে আছে ফাইনালে নিজেদের সেরাটা ঢেলে দিতে।’
বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানও আশাবাদী তার দল নিয়ে। তিনি বলেন,‘আমাদের চোখ ট্রেবলে। ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানকে হারিয়ে মৌসুমের তৃতীয় শিরোপা জিততে চাই। যদিও মোহামেডান শক্তিশালী দল। তাদের বিপক্ষে জিততে হলে খুব ভালো খেলতে হবে। খেলোয়াড়দের প্রতি আমার বিশ্বাস রয়েছে, আশাকরি তারা নিজেদের সর্বোচ্চটা দিয়েই লড়াই করে দলকে সাফল্য এনে দেবে।’

 

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

জাপানকে হারিয়ে উত্তর কোরিয়ার রেকর্ড

জাপানকে হারিয়ে উত্তর কোরিয়ার রেকর্ড

তৌ‌হিদ-জয়শঙ্কর বৈঠক: আলোচনায় যে সব বিষয়

তৌ‌হিদ-জয়শঙ্কর বৈঠক: আলোচনায় যে সব বিষয়

ভারতে পালানোর সময় সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক

ভারতে পালানোর সময় সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক

১,০০০ মাইল পাড়ি দিয়ে গন্তব্যে ফিরল হারানো বিড়াল!

১,০০০ মাইল পাড়ি দিয়ে গন্তব্যে ফিরল হারানো বিড়াল!

গাজীপুরে নারী নিহত : বাসে আগুন

গাজীপুরে নারী নিহত : বাসে আগুন

চোটে মৌসুম শেষ রদ্রির

চোটে মৌসুম শেষ রদ্রির

পরিবেশবান্ধব শহরে পরিণত হচ্ছে শাংহাই

পরিবেশবান্ধব শহরে পরিণত হচ্ছে শাংহাই

জাপানে ভারী বৃষ্টিপাতে নিহত ৬

জাপানে ভারী বৃষ্টিপাতে নিহত ৬

ভারতীয় পেসাররা এখন আকরাম-ইউনিসের সমতুল্য

ভারতীয় পেসাররা এখন আকরাম-ইউনিসের সমতুল্য

লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৪৯২

লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৪৯২

নতুন স্পাইমাস্টার নিয়োগ দিলো পাকিস্তান

নতুন স্পাইমাস্টার নিয়োগ দিলো পাকিস্তান

মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার চার্জশিটভুক্ত আসামি সিয়াম গ্রেপ্তার

মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার চার্জশিটভুক্ত আসামি সিয়াম গ্রেপ্তার

বার্সা চাইলে ফিরতে প্রস্তুত ব্রাভো

বার্সা চাইলে ফিরতে প্রস্তুত ব্রাভো

ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকের লক্ষ্যে অস্ট্রেলিয়া

ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকের লক্ষ্যে অস্ট্রেলিয়া

চোটে পড়ে মৌসুম থেকে ছিটকেই গেলেন টের স্টেগেন

চোটে পড়ে মৌসুম থেকে ছিটকেই গেলেন টের স্টেগেন

ইন্টার মায়ামি ছাড়ছেন মেসি?

ইন্টার মায়ামি ছাড়ছেন মেসি?

ডেভিস কাপ দিয়ে কোর্টে ফিরছেন নাদাল

ডেভিস কাপ দিয়ে কোর্টে ফিরছেন নাদাল

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

গাজা-লেবাননে নিহত আরো ২২২

গাজা-লেবাননে নিহত আরো ২২২

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান