মোহামেডানের ‘ডাবল’ না বসুন্ধরার ট্রেবল
২২ মে ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২২ মে ২০২৪, ১২:০৭ এএম
ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব টানা দ্বিতীয়বারের মতো ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হবে, নাকি ঘরোয়া ফুটবলের চলতি মৌসুমে ট্রেবল জিতবে বসুন্ধরা কিংস? এ প্রশ্নের উত্তর মিলবে আজ। মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনালে এদিন মুখোমুখি হবে মোহামেডান ও বসুন্ধরা। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে বিকাল ৩টায় শুরু হবে ফাইনালের সেই মহারণ।
১৯৮০ সালে শুরু হওয়া ফেডারেশন কাপ টুর্নামেন্টে এখন পর্যন্ত ১১ বার শিরোপা জিতেছে মোহামেডান। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা। সাদাকালোদের লক্ষ্য এবারও ফাইনালে বাজিমাত করে শিরোপা সংখ্যাটা ১২ তে নিয়ে যাওয়া। অন্যদিকে ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ফেডারেশন কাপের তৃতীয় ট্রফি জিততে আজ মাঠে নামবে। টুর্নামেন্টের ফাইনালে মোহামেডানকে হারাতে পারলে শেখ রাসেল ক্রীড়া চক্রের পর দেশের দ্বিতীয় দল হিসেবে এক মৌসুমে তিন শিরোপা (ট্রেবল) জিতবে তারা। ঘরোয়া ফুটবলে একমাত্র শেখ রাসেলেরই রয়েছে এই কৃতিত্ব। ২০১২-১৩ মৌসুমে তিনটি শিরোপা জিতেছিল শেখ রাসেল। তাদের এই রেকর্ডটি আবাহনী ও মোহামেডানের মতো বড় ক্লাবগুলো এখন পর্যন্ত ভাঙ্গতে পারেনি। তবে কিংসরা এবারের ফেডারেশন কাপ শিরোপা জিততে পারলে রাসেলের রেকর্ডটি ছুঁতে পারবে। ইতোমধ্যে মৌসুমসূচক টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ও ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ঘরে তুলেছে কর্পোরেট এই দলটি। শুধু তাই নয়, এবারেরটা নিয়ে বিপিএলে টানা ৫বার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে তারা।
ফেডারেশন কাপের ৩৫তম আসরের ফাইনালের আগে চলতি মৌসুমে শিরোপা লড়াইয়ে মোহামেডান ও বসুন্ধরার এটি দ্বিতীয় দেখা। এর আগে স্বাধীনতা কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এ দুই দল। ওই লড়াইয়ে বসুন্ধরার কাছে ২-১ গোলে হেরে মৌসুমের প্রথম ট্রফি জেতা হয়নি মোহামেডানের। বিপিএলেও সেরার খেতাব জিততে পারেনি তারা। তবে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়ে চলতি মৌসুমের শিরোপা খরা কাটাতে চায় মতিঝিলের দলটি। গত মৌসুমের ফাইনালে চিরপ্রতিদ্ব›দ্বী ঢাকা আবাহনীকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। এবারও তাদের চোখ শিরোপায়। স্বাভাবিকভাবেই ফাইনাল ম্যাচকে ঘিরে থাকবে টান টান উত্তেজনা। এরই মধ্যে ৫ জন রেফারি নিয়ে আপত্তি তুলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়েছে মোহামেডান। চিঠিতে বলা হয় ওই পাঁচ রেফারি পক্ষপাতদুষ্ট। তারা যেনো ফাইনাল ম্যাচে না থাকে। এ প্রসঙ্গে মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব গতকাল বলেন,‘আমরা চাই ফাইনালটা যেনো জমজমাট হয়। সে জন্য রেফারিংটা সুষ্ঠু হতে হবে। সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেলেও সমস্যা নেই। যে দলই অনিয়ম করুক রেফারিং যেন ঠিক থাকে।’ শিরোপা ধরে রাখতে প্রত্যয়ী মোহামেডানের প্রধান কোচ আলফাজ আহমেদ। তার কথায়, ‘গতবার আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। এবার লিগ চ্যাম্পিয়নদের হারিয়ে শিরোপা ধরে রাখতে চাই। ছেলেরা জয়ের জন্যই বসুন্ধরার বিপক্ষে খেলবে বলে আমাকে কথা দিয়েছে। তারা নিজেদের সেরা মাঠে ঢেলে দিতে পারলে আমাদের জয় সুনিশ্চিত।’ আলফাজ যোগ করেন,‘দলের সব খেলোয়াড় সুস্থ আছে। তারা ফাইনালে বসুন্ধরা হারাতে প্রস্তুত। আমার ধারণা ম্যাচটি উপভোগ্য হবে।’ মোহামেডানের অধিনায়ক মালির ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতে বলেন,‘আমরা নিজেদের সেরাটা দিয়েই ফাইনাল জিততে চাই। বসুন্ধরাকে হারানো সহজ না হলেও অসম্ভব নয়।’
এদিকে ফাইনাল নিয়ে বেশ রোমাঞ্চিত বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রæজোন এবং ব্রাজিলিয়ান অধিনায়ক রবসন রবিনহো। তাদের একমাত্র লক্ষ্য মোহামেডানকে হারিয়ে ট্রেবল জেতা। ব্রæজোন বলেন,‘দ্ইু শিরোপা জেতা হয়েছে, এবার তৃতীয়টা জিততে চাই। ফাইনালের প্রতিপক্ষ মোহামেডান শক্তিশালী দল হলেও তাদেরকে হারাতে চাই আমরা। আশাকরি ছেলেরা নিরাশ করবে না। আমার বিশ্বাস তারা নিজেদের সেরা দিয়ে লড়াই করে মোহামেডানকে হারিয়ে ট্রেবল জিতবে।’ অধিনায়ক রবিনহো বলেন,‘আমাদের একমাত্র লক্ষ্য ট্রেবল জেতা। ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানকে হারিয়েই লক্ষ্যপূরণ করতে চাই। দলের সব খেলোয়াড় সুস্থ আছে। তারা মুখিয়ে আছে ফাইনালে নিজেদের সেরাটা ঢেলে দিতে।’
বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানও আশাবাদী তার দল নিয়ে। তিনি বলেন,‘আমাদের চোখ ট্রেবলে। ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানকে হারিয়ে মৌসুমের তৃতীয় শিরোপা জিততে চাই। যদিও মোহামেডান শক্তিশালী দল। তাদের বিপক্ষে জিততে হলে খুব ভালো খেলতে হবে। খেলোয়াড়দের প্রতি আমার বিশ্বাস রয়েছে, আশাকরি তারা নিজেদের সর্বোচ্চটা দিয়েই লড়াই করে দলকে সাফল্য এনে দেবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নাহিদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়নি
শাহজাদপুরে খাবারে চেতনানাশক মিশিয়ে ৫ হিন্দু বাড়িতে দুর্ধর্ষ চুরি : আটক ৪ : স্বর্ণালংকার উদ্ধার।
নরসিংদীর মনোহরদীতে রোটারী ক্লাব অফ ঢাকা ডাউনটাউন এর উদ্যোগে হোয়াইট বোর্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়
হিজবুল্লাহর পালটা আক্রমণ, লেবাননে শতাধিক ইসরাইলি সেনা নিহত
সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে, তা অন্তর্বর্তী সরকারই নির্ধারণ করবে: সেনাসদর
আশুলিয়া প্রেসক্লাব এর নতুন সদস্য সংগ্রহ শুরু
চট্টগ্রাম সিটি মেয়রের সাথে ভারতীয় সহকারী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সালথায় জমি নিয়ে বিরোধে কৃষকের বাড়িতে প্রকাশ্যে আগুন দিল প্রতিপক্ষ
চরম সঙ্কটের মুখে উত্তরপ্রদেশের ২২ হাজার মাদরাসা শিক্ষক
বাইরে থেকে জানতাম যে সংস্কৃতি মন্ত্রণালয় একটি ঘুমন্ত মন্ত্রণালয় : ফারুকী
শহিদুল ইসলামের বাবুলের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করায় সালথায় আনন্দ মিছিল
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা
নকলায় পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৪
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ায় প্রাণ গেল বৃদ্ধার
সাংহাই র্যাঙ্কিংয়ে ২৯টি ইরানি বিশ্ববিদ্যালয়
কাল বেনাপোল কার্গো টার্মিনাল উদ্বোধন করবেন নৌপরিবহন উপদেষ্টা
রাজশাহীর দূর্গাপুরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত
ওয়ানডের শীর্ষ বোলার আফ্রিদি, ক্যারিয়ার সেরা অবস্থানে শান্ত
অনলাইনে আয়কর পরিশোধের চার্জ নির্ধারণ করলো বাংলাদেশ ব্যাংক