ফেডারেশন কাপের ফাইনাল আজ

মোহামেডানের ‘ডাবল’ না বসুন্ধরার ট্রেবল

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২২ মে ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২২ মে ২০২৪, ১২:০৭ এএম

ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব টানা দ্বিতীয়বারের মতো ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হবে, নাকি ঘরোয়া ফুটবলের চলতি মৌসুমে ট্রেবল জিতবে বসুন্ধরা কিংস? এ প্রশ্নের উত্তর মিলবে আজ। মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনালে এদিন মুখোমুখি হবে মোহামেডান ও বসুন্ধরা। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে বিকাল ৩টায় শুরু হবে ফাইনালের সেই মহারণ।
১৯৮০ সালে শুরু হওয়া ফেডারেশন কাপ টুর্নামেন্টে এখন পর্যন্ত ১১ বার শিরোপা জিতেছে মোহামেডান। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা। সাদাকালোদের লক্ষ্য এবারও ফাইনালে বাজিমাত করে শিরোপা সংখ্যাটা ১২ তে নিয়ে যাওয়া। অন্যদিকে ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ফেডারেশন কাপের তৃতীয় ট্রফি জিততে আজ মাঠে নামবে। টুর্নামেন্টের ফাইনালে মোহামেডানকে হারাতে পারলে শেখ রাসেল ক্রীড়া চক্রের পর দেশের দ্বিতীয় দল হিসেবে এক মৌসুমে তিন শিরোপা (ট্রেবল) জিতবে তারা। ঘরোয়া ফুটবলে একমাত্র শেখ রাসেলেরই রয়েছে এই কৃতিত্ব। ২০১২-১৩ মৌসুমে তিনটি শিরোপা জিতেছিল শেখ রাসেল। তাদের এই রেকর্ডটি আবাহনী ও মোহামেডানের মতো বড় ক্লাবগুলো এখন পর্যন্ত ভাঙ্গতে পারেনি। তবে কিংসরা এবারের ফেডারেশন কাপ শিরোপা জিততে পারলে রাসেলের রেকর্ডটি ছুঁতে পারবে। ইতোমধ্যে মৌসুমসূচক টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ও ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ঘরে তুলেছে কর্পোরেট এই দলটি। শুধু তাই নয়, এবারেরটা নিয়ে বিপিএলে টানা ৫বার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে তারা।
ফেডারেশন কাপের ৩৫তম আসরের ফাইনালের আগে চলতি মৌসুমে শিরোপা লড়াইয়ে মোহামেডান ও বসুন্ধরার এটি দ্বিতীয় দেখা। এর আগে স্বাধীনতা কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এ দুই দল। ওই লড়াইয়ে বসুন্ধরার কাছে ২-১ গোলে হেরে মৌসুমের প্রথম ট্রফি জেতা হয়নি মোহামেডানের। বিপিএলেও সেরার খেতাব জিততে পারেনি তারা। তবে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়ে চলতি মৌসুমের শিরোপা খরা কাটাতে চায় মতিঝিলের দলটি। গত মৌসুমের ফাইনালে চিরপ্রতিদ্ব›দ্বী ঢাকা আবাহনীকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। এবারও তাদের চোখ শিরোপায়। স্বাভাবিকভাবেই ফাইনাল ম্যাচকে ঘিরে থাকবে টান টান উত্তেজনা। এরই মধ্যে ৫ জন রেফারি নিয়ে আপত্তি তুলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়েছে মোহামেডান। চিঠিতে বলা হয় ওই পাঁচ রেফারি পক্ষপাতদুষ্ট। তারা যেনো ফাইনাল ম্যাচে না থাকে। এ প্রসঙ্গে মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব গতকাল বলেন,‘আমরা চাই ফাইনালটা যেনো জমজমাট হয়। সে জন্য রেফারিংটা সুষ্ঠু হতে হবে। সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেলেও সমস্যা নেই। যে দলই অনিয়ম করুক রেফারিং যেন ঠিক থাকে।’ শিরোপা ধরে রাখতে প্রত্যয়ী মোহামেডানের প্রধান কোচ আলফাজ আহমেদ। তার কথায়, ‘গতবার আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। এবার লিগ চ্যাম্পিয়নদের হারিয়ে শিরোপা ধরে রাখতে চাই। ছেলেরা জয়ের জন্যই বসুন্ধরার বিপক্ষে খেলবে বলে আমাকে কথা দিয়েছে। তারা নিজেদের সেরা মাঠে ঢেলে দিতে পারলে আমাদের জয় সুনিশ্চিত।’ আলফাজ যোগ করেন,‘দলের সব খেলোয়াড় সুস্থ আছে। তারা ফাইনালে বসুন্ধরা হারাতে প্রস্তুত। আমার ধারণা ম্যাচটি উপভোগ্য হবে।’ মোহামেডানের অধিনায়ক মালির ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতে বলেন,‘আমরা নিজেদের সেরাটা দিয়েই ফাইনাল জিততে চাই। বসুন্ধরাকে হারানো সহজ না হলেও অসম্ভব নয়।’
এদিকে ফাইনাল নিয়ে বেশ রোমাঞ্চিত বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রæজোন এবং ব্রাজিলিয়ান অধিনায়ক রবসন রবিনহো। তাদের একমাত্র লক্ষ্য মোহামেডানকে হারিয়ে ট্রেবল জেতা। ব্রæজোন বলেন,‘দ্ইু শিরোপা জেতা হয়েছে, এবার তৃতীয়টা জিততে চাই। ফাইনালের প্রতিপক্ষ মোহামেডান শক্তিশালী দল হলেও তাদেরকে হারাতে চাই আমরা। আশাকরি ছেলেরা নিরাশ করবে না। আমার বিশ্বাস তারা নিজেদের সেরা দিয়ে লড়াই করে মোহামেডানকে হারিয়ে ট্রেবল জিতবে।’ অধিনায়ক রবিনহো বলেন,‘আমাদের একমাত্র লক্ষ্য ট্রেবল জেতা। ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানকে হারিয়েই লক্ষ্যপূরণ করতে চাই। দলের সব খেলোয়াড় সুস্থ আছে। তারা মুখিয়ে আছে ফাইনালে নিজেদের সেরাটা ঢেলে দিতে।’
বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানও আশাবাদী তার দল নিয়ে। তিনি বলেন,‘আমাদের চোখ ট্রেবলে। ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানকে হারিয়ে মৌসুমের তৃতীয় শিরোপা জিততে চাই। যদিও মোহামেডান শক্তিশালী দল। তাদের বিপক্ষে জিততে হলে খুব ভালো খেলতে হবে। খেলোয়াড়দের প্রতি আমার বিশ্বাস রয়েছে, আশাকরি তারা নিজেদের সর্বোচ্চটা দিয়েই লড়াই করে দলকে সাফল্য এনে দেবে।’

 

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

নিউজিল্যান্ড দলে নতুন মুখ জ্যাকবস
আব্দুল্লাহ শফিকের অনাকাঙ্ক্ষিত রেকর্ড
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
আরও

আরও পড়ুন

নওগাঁর রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত

বিনিয়োগ ‘ধ্বংসের’ অভিযোগে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক  আইনি ব্যবস্থা নেয়ার হুমকি এস আলমের

বিনিয়োগ ‘ধ্বংসের’ অভিযোগে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেয়ার হুমকি এস আলমের

সাভারে বাস চাপায় সিআরপি শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সাভারে বাস চাপায় সিআরপি শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

কৃতিত্বপূর্ণ কাজের জন্য পদক পেলেন ৭২ বিজিবি সদস্য

কৃতিত্বপূর্ণ কাজের জন্য পদক পেলেন ৭২ বিজিবি সদস্য

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা জনজীবন স্থবির

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা জনজীবন স্থবির

খুবির নির্মাণকাজের গুণগতমান নিশ্চিত ও তদারকি বাড়ানোর নির্দেশ উপাচার্যের

খুবির নির্মাণকাজের গুণগতমান নিশ্চিত ও তদারকি বাড়ানোর নির্দেশ উপাচার্যের

নওগাঁ শহরের দেয়াল থেকে মুছে ফেলা হলো জয়  বাংলা

নওগাঁ শহরের দেয়াল থেকে মুছে ফেলা হলো জয় বাংলা

জাহাজে ছিল ৫ জনের লাশ, হাসপাতালে মারা গেলেন আরও ২ জন

জাহাজে ছিল ৫ জনের লাশ, হাসপাতালে মারা গেলেন আরও ২ জন

বিএসএমএমইউ সুপার স্পেশালইজড হাসপাতালে পুনরায় শুরু হলো বহুল প্রতীক্ষিত কিডনি প্রতিস্থাপন

বিএসএমএমইউ সুপার স্পেশালইজড হাসপাতালে পুনরায় শুরু হলো বহুল প্রতীক্ষিত কিডনি প্রতিস্থাপন

নওগাঁয় নতুন পুলিশ সুপার সাফিউলের  দায়িত্বভার গ্রহণ

নওগাঁয় নতুন পুলিশ সুপার সাফিউলের দায়িত্বভার গ্রহণ

দু’জনের ওপর ১২ কোটি মানুষের তথ্য সুরক্ষা কতটা যৌক্তিক: এনসিএসএ মহাপরিচালক

দু’জনের ওপর ১২ কোটি মানুষের তথ্য সুরক্ষা কতটা যৌক্তিক: এনসিএসএ মহাপরিচালক

ফ্যাসিস্টের দোসর মহিববুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা

ফ্যাসিস্টের দোসর মহিববুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা

নোয়াখালীর আমিশাপাড়াতে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

নোয়াখালীর আমিশাপাড়াতে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

নিউজিল্যান্ড দলে নতুন মুখ জ্যাকবস

নিউজিল্যান্ড দলে নতুন মুখ জ্যাকবস

জালিয়াতির নির্বাচনে মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা  ফেরত নেয়ার দাবি তুলেছে ‘সিলটি পাঞ্চায়িতের

জালিয়াতির নির্বাচনে মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা  ফেরত নেয়ার দাবি তুলেছে ‘সিলটি পাঞ্চায়িতের

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল

বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড এডুকেশন সেন্টারে কাতারের ব্যবসায়ী মহিন উদ্দিন

বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড এডুকেশন সেন্টারে কাতারের ব্যবসায়ী মহিন উদ্দিন

উন্নয়নের প্রতিটি ধাপে পরিবেশের সুরক্ষা নিশ্চিতই সরকারের লক্ষ্য : রিজওয়ানা হাসান

উন্নয়নের প্রতিটি ধাপে পরিবেশের সুরক্ষা নিশ্চিতই সরকারের লক্ষ্য : রিজওয়ানা হাসান

খুঁটির জোর কোথায়?  আওয়ামী ঠিকাদারের নিম্নমানের কাজ করে বিল নেয়ার অভিযোগ!

খুঁটির জোর কোথায়?  আওয়ামী ঠিকাদারের নিম্নমানের কাজ করে বিল নেয়ার অভিযোগ!

দুমকী উপজেলা জমিয়তে হিজবুল্লাহ সভাপতির ইন্তেকাল

দুমকী উপজেলা জমিয়তে হিজবুল্লাহ সভাপতির ইন্তেকাল