ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১

মোহামেডানকে কাঁদিয়ে বসুন্ধরা কিংসের ট্রেবল

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৩ মে ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৩ মে ২০২৪, ১২:০৩ এএম

ঘরোয়া ফুটবলে চলতি মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ও সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর এবার ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়ে ট্রেবল জয় করলো বসুন্ধরা কিংস। গতকাল বিকালে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফেডারেশন কাপের ফাইনালে প্রথমে পিছিয়ে থেকেও ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে মৌসুমের তৃতীয় শিরোপা ঘরে তুললো বসুন্ধরা। শ্বাসরুদ্ধকর ফাইনালে বিজয়ী দলের হয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল দামাসেনো ও স্থানীয় ডিফেন্ডার জাহিদ হোসেন একটি করে গোল করেন। মোহামেডানের পক্ষে একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডে। এই জয়ে দেশের ফুটবলে তৃতীয় দল হিসেবে এক মৌসুমে তিন শিরোপা জেতার রেকর্ড গড়লো বসুন্ধরা কিংস। ২০০৭ সালে দেশে পেশাদার লিগ শুরুর আগে প্রথম এই কীর্তি গড়েছিল মোহামেডান। তারা ২০০২ সালে এক মৌসুমে তিন শিরোপা জিতে রেকর্ড গড়লেও ২০১২-১৩ মৌসুমে ট্রেবল জিতে তাদের সেই রেকর্ডে ভাগ বসায় শেখ রাসেল ক্রীড়া চক্র। এবার এই তালিকায় নাম লেখালো বসুন্ধরা কিংসও। ২০১৮ সালে ঘরোয়া ফুটবলের শীর্ষ স্তরে আসার পর অনেক কীর্তিই গড়েছে কিংসরা। কিন্তু এক মৌসুমে সব ট্রফি কখনো জিততে পারেনি। এবার সেই আক্ষেপও ঘুচলো তাদের।
কাল ময়মনসিংহে ম্যাচের শুরু থেকেই দারুণ ফুটবল খেলে মোহামেডান। তারা একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে বসুন্ধরার ডিফেন্ডারদের। ৯ মিনিটে প্রথম সুযোগটি পায় সাদাকালোরা। এসময় বাঁ প্রান্ত থেকে তাদের উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফারভের ফ্রি কিক বাইরে চলে যায়। ১৩ মিনিটে পাল্টা আক্রমণে গিয়ে বাঁ প্রান্ত থেকে রিমনের ক্রস বক্সে পেলেও মোহামেডান ডিফেন্ডারের বাধার মুখে বল রিসিভ করতে পারেননি কিংস ফরোয়ার্ড রাকিব হোসেন। দুই মিনিট পর কর্ণার পায় বসুন্ধরা। ডান প্রান্ত থেকে মিডফিল্ডার মিগুয়েলের কর্ণার হেডে ক্লিয়ার করেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন। ২৪ মিনিটে ডান প্রান্তে ফ্রি কিক পায় মোহামেডান। তবে মোজাফফারভের স্পট কিক কোন কাজে আসেনি। ম্যাচের ২৭ মিনিটে রাকিবের থ্রæ বলে বসুন্ধরার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ পোস্টের কাছ থেকে যে শট নিয়েছিলেন তা ছিল নিশ্চিত গোল। তবে এবারও দারুণ সেইভ করেন গোলরক্ষক সুজন। ৩৮ মিনিটে ডি-বক্সের কয়েক গজ দূরেই ফ্রি কিক পায় বসুন্ধরা। মিগুয়েলের বাঁ পায়ের স্পট কিক মোহামেডানের হিউম্যান ওয়াল টপকে গোলবারে প্রবেশের মুহূর্তে সুজন লাফিয়ে উঠে বল গ্রিপে নেন। চার মিনিট পর বাঁ প্রান্ত থেকে আরিফের ক্রস বক্সে বল পেয়ে শট নেন মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে। তবে বল গ্রিপ করেন কিংস গোলরক্ষক মেহদী হাসান শ্রাবণ। প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+১ মিনিট) কিংসের ফরোয়ার্ড রাকিব বল নিয়ে ঢুকে পড়েন মোহামেডানের বক্সে। নিশ্চিত গোলের সম্ভাবনা ছিল। তবে তাকে আটকে দেন মোহামেডানের ডিফেন্ডার রাকিব। ফলে গোলশূন্য অমিমাংসিতভাবেই বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে লড়ে মোহামেডান। ৫১ মিনিটে মোজাফফারভের দূরপাল্লার শট ক্রসবারের উপর গেলে তাদের একটি সুযোগ নষ্ট হয়। ৫৬ মিনিটে মাহবুবের থ্রæ পাস থেকে ভালো সুযোগ এসেছিল সুলেমান দিয়াবাতের সামনে। তবে বক্সে ববুরবেগ এসে বল ক্লিয়ার করেন। কর্ণার পায় মোহামেডান। ডান প্রান্ত থেকে মোজাফফারভের কর্ণার বক্সে জটলার মধ্যে হেডে ক্লিয়ার করেন সোহেল রানা। ৫৯ মিনিটে মোহামেডানের ইমানুয়েল সানডের পাসে পোস্টের কাছ থেকে ডান পায়ে শট নেন শাহরিয়ার ইমন। অল্পের জন্য বল জালে জড়ায়নি। পরের মিনিটে বক্সের বাইরে থেকে ইমন শট নিলে বল আটকে দেন গোলরক্ষক শ্রাবণ। পর পর দু’টি সুযোগ সৃষ্টি করেও গোল পাননি ইমন। ম্যাচের ৬২ মিনিটে কর্ণার থেকে উড়ে আসা বল বক্সে পেয়ে হেড নেন সুলেমান দিয়াবাতে। এটিও ছিল নিশ্চিত গোল। কিন্তু শ্রাবণ যেন চীনের প্রাচীর। তাকে ভেদ করাই সম্ভব হলো না। পর পর তিনটি নিশ্চিত গোল থেকে দলকে বাঁচালেও চতুর্থবার আর রক্ষা পাননি কিংস গোলরক্ষক শ্রাবণ। ম্যাচের ৬৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে বল নিয়ে সোহেলকে কাটিয়ে বাম পায়ের কোনাকোনি শটে কিংসের জাল কাঁপান ইমানুয়েল সানডে (১-০)। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে লড়েন কিংস ফরোয়ার্ডরা। ৬৮ মিনিটে ডান প্রান্ত থেকে মিগুয়েলের ফ্রি কিক পোস্টের কাছে পেয়েও মাথা ছোঁয়াতে পারেননি ববুরবেগ। গোলরক্ষক সুজনের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান মাঠে। ৭৭ মিনিটে ডান প্রান্ত থেকে রবিনহোর পাস বক্সে পেয়েছিলেন ডরিয়েলটন। বল উপরে উঠে গেলে বা পায়ে শট নেন ডরিয়েলটন। তবে এবারও সুজনকে পরাস্ত করতে পারেননি তিনি। ৮১ মিনিটে বক্সের কাছ থেকে রবিনহোর বুলেট গতির শট ফিস্ট করেন সুজন। অবশেষে সমতায় ফেরে বসুন্ধরা। ম্যাচের ৮৭ মিনিটে মিনহাজ রাকিবকে বোকা বানিয়ে বক্সে ঢুকে আরও দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের দারুণ শটে গোল করে কিংসকে ম্যাচে ফেরান মিগুয়েল (১-১)। নির্ধারিত ৯০ মিনিটের খেলা এই ব্যবধানে ড্র থাকলে ম্যাচ গড়ায় অতিরিক্তি ৩০ মিনিটে। যেখানে ভাগ্য সহায় হয় বসুন্ধরা কিংসের। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা। এসময় ডান প্রান্ত থেকে মিগুয়েলের কর্ণার শটের বল মোহামেডান গোলরক্ষকের হাত ফসকে গেলে ফাঁকায় দাঁড়ানো জাহিদ ভুল করেননি। বল জালে পাঠিয়ে কিংসকে এগিয়ে নেন তিনি (২-১)। গোলের সিদ্ধান্ত নিয়ে আপত্তি তোলে মোহামেডান। তাদের দাবি ফাউলের শিকার হয়েছিলেন গোলরক্ষক সুজন। ম্যাচ খেলবে না বলে জানায় তারা। তবে কিছু সময় পর মাঠে ফেরে সাদাকালোরা। ১২০ মিনিটে শাহরিয়ার ইমনের শট বা পোস্টের কাছ ঘেষে চলে গেলে আফসোসে পুড়ে মোহামেডান। রেফারি শেষ বাঁশি বাজান। জয়ের উল্লাসে ফেটে পড়ে বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা। এক নজরে

চ্যাম্পিয়ন : বসুন্ধরা কিংস

রানার্সআপ : মোহামেডান স্পোর্টিং ক্লাব

ফেয়ার প্লে ট্রফি : ঢাকা আবাহনী লিমিটেড

ম্যান অব দ্য ফাইনাল : মিগুয়েল দামাসেনো (বসুন্ধরা)

সেরা গোলরক্ষক : মেহেদি হাসান শ্রাবন (বসুন্ধরা)

সর্বোচ্চ গোলদাতা : ওয়াশিংটন বান্দ্রাও (৫ গোল-ঢাকা আবাহনী)

টুর্নামেন্ট সেরা : রবসন রবিনহো (বসুন্ধরা)

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার উদ্বেগের বিষয় নয়   পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার উদ্বেগের বিষয় নয়   পররাষ্ট্র উপদেষ্টা

ক্ষতিকর ভারী ধাতু লাল শাকে বেশি, লিচুতে উচ্চমাত্রার কীটনাশক

ক্ষতিকর ভারী ধাতু লাল শাকে বেশি, লিচুতে উচ্চমাত্রার কীটনাশক

নিরাপদ নয় অ্যাপেলের গ্যাজেটও, তথ্য ফাঁসের আশঙ্কায় সতর্কবার্তা ভারতের

নিরাপদ নয় অ্যাপেলের গ্যাজেটও, তথ্য ফাঁসের আশঙ্কায় সতর্কবার্তা ভারতের

ডুলহাজরায় ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত, ৭ ডাকাত আটক

ডুলহাজরায় ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত, ৭ ডাকাত আটক

৬ বছরের শিশুর ধর্ষণ ঠেকাল বাঁদর বাহিনী!

৬ বছরের শিশুর ধর্ষণ ঠেকাল বাঁদর বাহিনী!

বার্নিকাটের গাড়িবহরে হামলা: ছাত্রলীগ নেতা সিয়াম গ্রেফতার

বার্নিকাটের গাড়িবহরে হামলা: ছাত্রলীগ নেতা সিয়াম গ্রেফতার

চলতি হেমন্তকালই যুদ্ধের ভবিষ্যৎ নির্ণয় করবে: জেলেনস্কি

চলতি হেমন্তকালই যুদ্ধের ভবিষ্যৎ নির্ণয় করবে: জেলেনস্কি

নিউইয়র্কে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

নিউইয়র্কে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

লেবানন প্রবাসী বাংলাদেশিদের জরুরি বার্তা দূতাবাসের

লেবানন প্রবাসী বাংলাদেশিদের জরুরি বার্তা দূতাবাসের

সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না: ওয়াকার-উজ-জামান

সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না: ওয়াকার-উজ-জামান

শেরপুরে জেল পলাতক হত্যা মামলার আসামি স্বপন মিয়া গ্রেপ্তার

শেরপুরে জেল পলাতক হত্যা মামলার আসামি স্বপন মিয়া গ্রেপ্তার

প্রস্তরযুগের শতাধিক জেড ড্রাগনের সন্ধান

প্রস্তরযুগের শতাধিক জেড ড্রাগনের সন্ধান

নিউ ইয়র্কে ড. ইউনূস-বাইডেন দ্বিপক্ষীয় বৈঠক আজ

নিউ ইয়র্কে ড. ইউনূস-বাইডেন দ্বিপক্ষীয় বৈঠক আজ

জাপানকে হারিয়ে উত্তর কোরিয়ার রেকর্ড

জাপানকে হারিয়ে উত্তর কোরিয়ার রেকর্ড

তৌ‌হিদ-জয়শঙ্কর বৈঠক: আলোচনায় যে সব বিষয়

তৌ‌হিদ-জয়শঙ্কর বৈঠক: আলোচনায় যে সব বিষয়

ভারতে পালানোর সময় সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক

ভারতে পালানোর সময় সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক

১,০০০ মাইল পাড়ি দিয়ে গন্তব্যে ফিরল হারানো বিড়াল!

১,০০০ মাইল পাড়ি দিয়ে গন্তব্যে ফিরল হারানো বিড়াল!

গাজীপুরে নারী নিহত : বাসে আগুন

গাজীপুরে নারী নিহত : বাসে আগুন

চোটে মৌসুম শেষ রদ্রির

চোটে মৌসুম শেষ রদ্রির