ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১

আবাহনীকে হারিয়ে হ্যাটট্রিক রানার্সআপ মোহামেডান

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

৩০ মে ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ৩০ মে ২০২৪, ১২:০৪ এএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এ মৌসুমের শেষ ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেডকে হারিয়ে হ্যাটট্রিক রানার্সআপ ট্রফি ঘরে তুললো ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল বিকালে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রথমে পিছিয়ে থেকেও আবাহনীকে ২-১ গোলে হারিয়ে লিগ রানার্সআপ হওয়ার কৃতিত্ব দেখায় সাদাকালোরা। বিজয়ী দলের হয়ে স্থানীয় মিডফিল্ডার আরিফ হোসেন জোড়া গোল করেন। আবাহনীর পক্ষে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্রুনো গঞ্জালভেজ। ম্যাচ জিতে ১৮ খেলায় নয় জয়, আট ড্র ও এক হারে ৩৫ পয়েন্ট পেয়ে রানার্সআপ হলো মোহামেডান। সমান ম্যাচে নয় জয়, পাঁচ ড্র ও চার হারে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে থেকে এবারের বিপিএল শেষ করলো আবাহনী। এই জয়ে মৌসুমের তিনটি রানার্সআপ ট্রফিই জিতল সাদাকালোরা। এর আগে মৌসুমসূচক টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ও মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনালে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কাছে হেরে টানা দুই রানার্সআপ ট্রফি জেতে মোহামেডান। আর লিগের শেষ ম্যাচে আবাহনীকে হারিয়ে রানার্সআপের হ্যাটট্রিক পূর্ণ করে মতিঝিলের দলটি।
কাল বিপিএলের ৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে মোহামেডান-আবাহনীর ম্যাচেই ছিল সবার চোখ। গোপালগঞ্জে চিরপ্রতিদ্বন্দ্বির এই লড়াইয়ে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। ম্যাচের ১১ মিনিটে প্রথম সুযোগ পায় মোহামেডান। এসময় আবাহনী বক্সের ডান প্রান্ত থেকে দারুণ একটা বল বাড়িয়েছিলেন মোহামেডানের নাইজেরিয়ান মিডফিল্ডার ইমানুয়েল সানডে। চলতি বলে পা ছুঁয়াতে পারলেই ছিল নিশ্চিত গোল। কিন্তু সেই সহজ সুযোগটিই হাতছাড়া করেন মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে। গোল মিসের মাসুলটা মোহামেডানকে দিতে হয়েছে মিনিট দু’য়েক পরেই। ১৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে জামাল ভুইয়ার কর্ণারে বক্সে বল পেয়ে গোল করে আবাহনীকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্রুনো গঞ্জালভেজ (১-০)। তবে ম্যাচের ২৯ মিনিটে সমতায় ফেরে সাদাকালোরা। ডান প্রান্ত থেকে মোহামেডান ডিফেন্ডার ইমানুয়েল টনির মাথায় সামান্য লাগলেও বল জালে জড়ায়নি,তবে পাশে থাকা আরিফ বল জালে ঠেলে দিতে ভুল করেননি (১-১)। প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+৫) বক্সের কয়েক গজ দূর থেকে মোজাফফারভের স্পট কিক বক্সে ক্লিয়ার হলে এগিয়ে যেতে পারেনি মোহামেডান। অমিমাংসিতভাবে প্রথমার্ধ শেষ হলে দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ নষ্ট করে আবাহনী। ম্যাচের ৫৪ মিনিটে বাঁ প্রান্ত থেকে ব্রুনো রেকার ফ্রি কিক ফিরিয়ে দেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন। তবে বল ক্লিয়ার করতে গিয়ে কিছুটা আহত হন তিনি। ৫৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে আরিফের ক্রস বক্সে ক্লিয়ার করেন আবাহনীর ডিফেন্ডার। পরের মিনিটেই কর্নেলিয়াস স্টুয়ার্টের শট ক্রসবারে লেগে ফেরত এলে এগিয়ে যায়া হয়নি আবাহনীর। ৮৫ মিনিটে সুলেমান দিয়াবাতে একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। অবশেষে এগিয়ে যায় মোহামেডান। ম্যাচের ৯০ মিনিটে আবাহনীর বক্সে বল পেয়ে দারুণ শটে গোল করে দলকে এগিয়ে নেন আরিফ (২-১)। তার এই গোলেই নিশ্চিত হয় সাদাকালোদের কাঙ্খিত জয়।
একই দিনে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরুতে পিছিয়ে থেকেও শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৩-১ গোলে হারায় চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বিজয়ী দলের হয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা দামাসেনো, স্থানীয় ফরোয়ার্ড রাকিব হোসেন ও মিডফিল্ডার শেখ মোরসালিন একটি করে গোল করেন। শেখ রাসেলের পক্ষে একমাত্র গোলটি করেন সার্বিয়ান ফরোয়ার্ড বালভানোভিচ।
অন্যদিকে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ৩-১ গোলে হারায় ফর্টিস এফসি। দলটির হয়ে গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর সার, ইউক্রেনের মিডফিল্ডার ভ্যালেরী ও স্থানীয় ডিফেন্ডার সবুজ হোসেন একটি করে গোল করেন। চট্টগ্রাম আবাহনীর পক্ষে এক গোল শোধ দেন স্থানীয় মিডফিল্ডার সোহানুর রহমান। এছাড়া ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের বিপক্ষে ২-০ গোলের জয় পায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। বিজয়ী দলের হয়ে উজবেকিস্তানের ডিফেন্ডার আজামত আব্দুল্লায়েভ ও স্থানীয় ফরোয়ার্ড দ্বীন ইসলাম একটি করে গোল করেন। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-০ গোলে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ার্ড আর্নেস্ট বুয়েটাং এবং স্যামুয়েল কনি একটি করে গোল করেন। এই পাঁচ ম্যাচ দিয়েই পর্দা নামলো এবারের বিপিএলের। সেই সঙ্গে শেষ হলো ঘরোয়া ফুটবলের আরও একটি মৌসুম।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রাজবাড়ীতে নিখোঁজের ২দিন পর ধান ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে নিখোঁজের ২দিন পর ধান ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

ইরানের পরিষেবা রপ্তানি বেড়েছে ২০ শতাংশ

ইরানের পরিষেবা রপ্তানি বেড়েছে ২০ শতাংশ

দিনাজপুর সীমান্তে থেকে বিজিবির হাতে বিএসএফ জওয়ান আটক

দিনাজপুর সীমান্তে থেকে বিজিবির হাতে বিএসএফ জওয়ান আটক

তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন: তদন্ত কমিটি গঠন

তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন: তদন্ত কমিটি গঠন

স্তব্ধ গদর, বন্ধ সিপিইসি! পাকিস্তানে বিক্ষোভে উদ্বিগ্ন চীন

স্তব্ধ গদর, বন্ধ সিপিইসি! পাকিস্তানে বিক্ষোভে উদ্বিগ্ন চীন

আমিরাতে প্রবাসীদের সহজ সেবায় বাংলাদেশি 'মুনির ট্রাভেল এন্ড ট্যুরিজম'-এর উদ্বোধন

আমিরাতে প্রবাসীদের সহজ সেবায় বাংলাদেশি 'মুনির ট্রাভেল এন্ড ট্যুরিজম'-এর উদ্বোধন

অধীরের বদলে কেন শুভঙ্কর, পশ্চিমবঙ্গ কংগ্রেসের হাল ফিরবে?

অধীরের বদলে কেন শুভঙ্কর, পশ্চিমবঙ্গ কংগ্রেসের হাল ফিরবে?

নতুন সুড়ঙ্গ দিয়ে যুক্ত হচ্ছে ডেনমার্ক ও জার্মানি

নতুন সুড়ঙ্গ দিয়ে যুক্ত হচ্ছে ডেনমার্ক ও জার্মানি

গায়েবী মামলার ক্ষেত্রে দায়ীদের চিহ্নিত করতে কমিশন গঠনে হাইকোর্টে রিট

গায়েবী মামলার ক্ষেত্রে দায়ীদের চিহ্নিত করতে কমিশন গঠনে হাইকোর্টে রিট

ডিএমপিতে ট্রাফিক আইনে একদিনে ৭৭৬ মামলা, জরিমানা ৩৫ লাখ ৬ জাজার

ডিএমপিতে ট্রাফিক আইনে একদিনে ৭৭৬ মামলা, জরিমানা ৩৫ লাখ ৬ জাজার

যশোরের জামায়াত নেতাসহ নিহত ২

যশোরের জামায়াত নেতাসহ নিহত ২

ভারতে হানা মাঙ্কিপক্সের সেই ভয়ানক ভ্যারিয়েন্টের

ভারতে হানা মাঙ্কিপক্সের সেই ভয়ানক ভ্যারিয়েন্টের

ময়নাতদন্তের রিপোর্টে আবু সাঈদের শরীরে গুলির চিহ্ন-মাথায় গর্ত

ময়নাতদন্তের রিপোর্টে আবু সাঈদের শরীরে গুলির চিহ্ন-মাথায় গর্ত

সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ

সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ

ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি

ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি

সড়ক দুর্ঘটনায় সালথা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতিসহ দুজন নিহত

সড়ক দুর্ঘটনায় সালথা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতিসহ দুজন নিহত

নোবিপ্রবি উপাচার্যের সাথে নোবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কমিটির সাক্ষাৎ ও মতবিনিময়

নোবিপ্রবি উপাচার্যের সাথে নোবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কমিটির সাক্ষাৎ ও মতবিনিময়

চাঁদপুরে বেড়েছে ইলিশের দাম

চাঁদপুরে বেড়েছে ইলিশের দাম

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত