বড় জয়ে মিশন শুরু জার্মানীর
১৬ জুন ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৬ জুন ২০২৪, ১২:০৪ এএম
২০১৪ সালের বিশ্বকাপ জেতার পর আর কোনো বড় টুর্নামেন্ট জেতা হয়নি জার্মানির। এবার ঘরের মাঠে ইউরো জেতার মিশনে বড় জয় দিয়েই শুরু করলো তিনবারের সাবেক ইউরো চ্যাম্পিয়নরা। শুক্রবার মিউনিখের অ্যালিয়াঞ্জ এরিনায় ইউরোর উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানরা। ১৯৯৬ সালে শেষবার ইউরোর শিরোপা জিতেছিলো জার্মানী। যদিও ২০০৮ সালে ফাইনাল খেলেছিলো তারা। সেবার স্পেনের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় জার্মানদের। ২৮ বছর পর শিরোপা পুনরুদ্ধারে সূচনাটা ভালোই করলো বেকেন বাওয়ারের উত্তরসূরীরা। স্কটল্যান্ডের বিপক্ষে ফেবারিট হিসেবেই মাঠে নামে জার্মানী। খেলার শুরু থেকেই দাপট দেখিয়েছে জুলিয়ান নাগেলসমানের শিষ্যরা। গোল আদায় করে নিতে বেশী সময় নেয়নি স্বাগতিকরা। খেলার ১০ মিনিটেই গোল করে দলকে ১-০ তে লিড এনে দেন রিচার্ড উইর্টজ। জোসুয়া কিমিখের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের মধ্য থেকে জোড়ালো শটে বল জালে জড়ান উইর্টজ। এই গোলের সাথে সাথে রেকর্ড বুকে নাম উঠে গেছে এই ফরোয়ার্ডের। ২১ বছর ৪২ দিন বয়সে গোল করে ইউরোতে জার্মানীর হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড গড়লেন বায়ার লেভারকুজেনের এই ফরোয়ার্ড। ৯ মিনিট পড়েই দ্বিতীয গোলের দেখা পায় জার্মানী। এবার গোলদাতা জামাল মুসিয়ালা। ছোটো ডি বক্সে কাই হাভার্টজের কাছ থেকে পাওয়া বলে ঠান্ডা মাথায় গোল করেন এই বায়ার্ন মিউনিখ তারকা। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে লালকার্ড দেখেন স্কটল্যান্ডের পর্টিয়াস। এই ফাউলের সুবাদে পাওয়া পেনাল্টি শটে গোল করেন কাই হাভার্টজ। প্রথমার্ধেই তিন গোল হজম করে খেই হারিয়ে ফেলে স্কটল্যান্ড। দ্বিথীয়ার্ধের পুরোটা সময়ই দশজন নিয়ে খেলতে হয়েছে স্কটিশদের। সুযোগটা কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধে আরো দুই গোল আদায় করে নেয় জার্মানী। ৬৩ মিনিটে কাই হাভার্টজকে উঠিয়ে নেয় দলের কোচ জুলিয়ান নাগেলসমান। তার জায়গায় মাঠে নামেন নিকোলাস ফুলক্রুগ। মাঠে নেমে পাঁচ মিনিটের মধ্যেই গোল পেয়ে যান বরুশিয়া ডর্টমুন্ডের এই ফরোয়ার্ড। ৬৮ মিনিটে সতীর্থের ব্যাকপাস থেকে ডান পায়ের কোনাকুনি শটে স্কটল্যান্ডের জালে বল জড়ান ফুলক্রুগ। চার গোলে পিছিয়ে পড়া স্কটল্যান্ড এক গোল শোধ দেন ৮৭ মিনিটে। যদিও তাদের গোল উপহার দিয়েছেন জার্মান ফরোয়ার্ড অ্যান্টোনিও রুডিগার। ফ্রি কিকের বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান এই জার্মান ডিফেন্ডার। খেলা শেষের ইনজুরি সময়ে পঞ্চম ও শেষ গোলটি করেন এমরি কান। ছোটো ডি বক্সে মধ্যে বল পেয়ে উঁচু শটে গোল করেন বরুশিয়া ডর্টমুন্ডের এই সেন্টার ব্যাক। আগামী ১৯ জুন ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরীর মুখোমুখি হবে জার্মানী। এদিকে, হাঙ্গেরীকে ৩-১ গোলে হারিয়ে জয় দিয়েই ইউরোর মিশন শুরু করলো সুইজারল্যান্ড। আজ রাতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ ‘ডি’তে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় পোল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। এছাড়া রাত দশটায় ‘সি’ গ্রুপের ম্যাচে সেøাভেনিয়ার বিপক্ষে মাঠে নামবে ডেনমার্ক এবং রাত একটায় সার্বিয়ার বিপক্ষে খেলবে ইংল্যান্ড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
হেলিকপ্টার বিলাস নিয়ে ব্যাপক সমালোচনা ও উপদেষ্টা আসিফের কৈফিয়ত
উত্তরার তুরাগে নোহা গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
ট্রাম্প-মাস্কের বন্ধুত্বে চিড়! অভিবাসন নীতি নিয়ে দ্বন্দ্ব তুঙ্গে
নুরানী বোর্ডের ফলাফল প্রকাশ পাসের হার ৮৫.২৫ শতাংশ
ভারতে বড়দিন উদযাপন করায় ২ নারীকে গাছের সঙ্গে বেঁধে যৌন নিপীড়ন-মারধর
মুখ ফুটে মনের কথা বলতে পারছেন না মধুমিতা
জুতার জন্য চাকরি হারিয়ে পেলেন ৪৫ লাখ টাকা ক্ষতিপূরণ!
সরকারি কর্মচারী ব্যবস্থাপনায় বৈষম্য নিরসন ও সংস্কারের প্রয়োজন
মানিকগঞ্জের ঘিওরে প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন নিহত
কেরানীগঞ্জে ধলেশ্বরী টোল প্লাজায় ৬ জন নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেফতার
হাসিনার সুবিধাভোগী আমলরা যেকোনো সময় প্রকাশ্যে বিদ্রোহ করতে পারে - আবু হানিফ
ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নিবে: পীর সাহেব চরমোনাই
ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা:মামলা হয়নি: নিহতদের লাশ দাফন
ভারত শেখ হাসিনার সকল গুম খুনের সাথে জড়িত- রুহুল কবীর রিজভী
ভেবেছিলাম ২ ওভারের মধ্যেই ওকে ৬-৭বার আউট করব: কনস্টাসকে নিয়ে বুমরাহ
বিএনপি নেত্রী কারাবরণ করেছেন আওয়ামী লীগ নেত্রী পালিয়েছেন -ড. ফরিদ
বিশ্বকে হতভম্ব করে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রদর্শন চীনের
লৌহজংয়ে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি খননযন্ত্র মালিককে জরিমানা
ই-সিগারেটের আমদানি নিষেধাজ্ঞা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে অংশীজনদের স্মারকলিপি