মদ্রিচের ক্রোয়েশিয়াকে হারিয়ে শুভসূচনা স্পেনের
১৬ জুন ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ১৬ জুন ২০২৪, ০২:২৬ এএম
লুকা মদ্রিচের যে এটি শেষ ইউরো হতে যাচ্ছে সেটি আগে থেকেই।তবে ক্রোয়েশিয়ান কিংবদন্তির শেষের শুরুটা শুরুটা সুখকর হল না।ক্রোয়েশিয়া নিজেদের ইতিহাসের সেরা সাফল্য এনে দেওয়ার কারিগর মদ্রিচ শনিবার আসরের প্রথম ম্যাচে ৬৮তম মিনিটে মাঠ ছাড়লেন, ততক্ষণে স্পেনের বিপক্ষে তখন তিন গোল হজম করে বড় পরাজয়ের চোখ রাঙাচ্ছে ক্রোয়েশিয়াকে।শেষ দিকে ক্রোয়েটরা একটি গোল পাওয়ার পরেও নিয়মের মারপ্যাঁচে সেটি বাতিল হয়ে যায়।
ফলে ম্যাচজুড়ে আধিপত্য দেখানো স্পেন শেষ পর্যন্ত অনায়াস জয় নিয়ে ইউরো শুরু করেছে। বার্লিনে এবারের আসরের 'গ্রুপ অব ডেথ' নামে স্বীকৃতি পাওয়া 'বি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে সাবেক ইউরো চ্যাম্পিয়নরা।স্প্যানিশদের তিন গোলদাতা আলভারো মোরাতা,ফাবিয়ান রুইজ ও দানি কারভাহাল। তিনটি গোলই এসেছে প্রথমার্ধে।
মদ্রিচের ক্রোয়েশিয়াকে হারিয়ে শুভসূচনা স্পেনের
লুকা মদ্রিচের যে এটি শেষ ইউরো হতে যাচ্ছে সেটি আগে থেকেই।তবে ক্রোয়েশিয়ান কিংবদন্তির শেষের শুরুটা শুরু কর হলো না।নিজেদের ইতিহাসের সেরা সাফল্য এনে দেওয়া মদ্রিচ আসরের প্রথম ম্যাচে ৬৮ তম মিনিটে মাঠ ছাড়লেন, ততক্ষণে স্পেনের বিপক্ষে তখন তিন গোল হজম করে বড় পরাজয়ের চোখ রাঙাচ্ছে ক্রোয়েশিয়াকে।শেষ দিকে ক্রোয়েটরা একটি গোল পাওয়ার পরেও নিয়মের মারপ্যাঁচে সেটি বাতিল হয়ে যায়।
ফলে ম্যাচজুড়ে আধিপত্য দেখানো স্পেন শেষ পর্যন্ত অনায়াস জয় নিয়ে ইউরো শুরু করেছে। বার্লিনে গ্রুপ অব ডেথে নামে স্বীকৃতি পাওয়া 'বি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে সাবেক ইউরো চ্যাম্পিয়নরা।স্প্যানিশদের তিন গোলদাতা আলভারো মোরাতা,ফাবিয়ান রুইজ ও দানি কারভাহাল। তিনটি গোলই এসেছে প্রথমার্ধে।
শুরুতে বল দখলে রেখে ইতিবাচক ভাবেই শুরু করেছিল ক্রোয়েশিয়া। তবে চাপ সামলে দ্রুতই কাউন্টার আ্যটাকে ম্যাচে ফিরে স্পেন।প্রথমার্ধে নিজেদের চিরায়িত 'টিকিটাকা'র বাইরে গিয়ে আক্রমণাত্মক ধাঁচে ফুটবল খেল স্প্যানিশরা ২৯ তম মিনিটে এগিয়ে যায় মোরাতার গোলে।ডি-বক্সের ভেতর ঢুকে এই অ্যাটলেটিকো মিডফিল্ডারের লক্ষ্যভেদী শট নেওয়া বলের যোগানদাতা ছিলেন রুইস।
এই গোলে অসাধারণ এক কীর্তিও গড়ে ফেলেন অভিজ্ঞ স্ট্রাইকার মোরাতা। প্রথম ফুটবলার হিসেবে ইউরোর তিন আসরে নির্দিষ্ট একটি দলের বিপক্ষে গোল করলেন তিনি; ২০১৬ ও ২০২০ আসরেও ক্রোয়াটদের জালে পাঠিয়েছিলেন মোরাতা।
প্রথম গোলে এসিস্টের ভূমিকায় থাকা পর পিএসজি মিডফিল্ডার রুইজই পেদ্রির বক্সের ভেতর বাড়ানো নিখুঁত পাস থেকে বল পেয়ে ব্যবধান দিগুণ করেন।
৩৮তম মিনিটে স্পেনের তৃতীয় গোল দলের সবচেয়ে নবীন-প্রবীণের যৌথ প্রচেষ্টায়। এদিন মাঠে নেমেই সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউরোয় অভিষেকের রেকর্ড গড়া ১৬ বছরের বিস্ময় বালক লামিন ইয়ামাল
অসাধারণ এক ক্রস বাড়ান কারভাহালের দিকে।বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ফিনিশিংয়ে স্প্যানিশদের জয় অনেকটা নিশ্চিত করে ফেলেন এই রিয়াল তারকা।৩-০ এগিয়ে থেকে বিরতিতে যায় তিনবারের ইউরো চ্যাম্পিয়নরা।
তবে লক্ষণীয় বিষয় হচ্ছে, প্রথমার্ধের চেয়ে স্পেনের ফুটবল বিরতির পড়ছে আরও বেশি গোছানো। তবে দ্বিতীয়ার্ধ আধিপত্য করলেও কোন গোলের দেখা পায়নি ভিসেন্তে দেল বস্কের দল।
এই ম্যাচ পরাজয় অনেকটা নিশ্চিত ধরে নিয়েই কিনা লুকা মদ্রিচকে পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচগুলো ফিট অবস্থায় পাওয়ার জন্য পুরো ম্যাচ খেলাননি ক্রোয়েশিয়ান কোচ জাতকো দালিচ। ৬৮ তম মিনিটে মাঠ থেকে তুলে নেন এই ক্রোয়েট মহাতারকাকে।
হারের ম্যাচে অবশ্য সান্ত্বনার গোল পেয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। রদ্রি নিজেদের বক্সে ব্রুনো পেতকোভিচকে ফাউল করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে পেতকোভিচই শট নিতে যান। কিন্তু তাঁর শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন স্প্যানিশ গোলকিপার উনাই সিমন ;তবে বল হাতে রাখতে পারেননি। সতীর্থের পা ঘুরে আসা বল এবার ঠিকই জালে পাঠান পেতকোভিচ; কিন্তু ভিএআরে। বাতিল হয়ে যায় গোল, অফসাইডে ছিলেন তিনি।
গ্রুপের দ্বিতীয় রাউন্ডে আগামী বুধবার ক্রোয়েশিয়া খেলবে আলবেনিয়ার বিপক্ষে। আর জার্মানির সমান তিনবারের চ্যাম্পিয়ন স্পেন পরদিন লড়বে গতবারের চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফিরে দেখা ২০২৪: ফুটবলে ঘটনাবহুল বছর
সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন
বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকে ছাড় নয়: শাহ সুলতান খোকন
দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০
পাবনার আমিনপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার
টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন
দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল
বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব-১)
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক
৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক
আখাউড়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত
২০২৬ সালের এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস ও মানবণ্টন প্রকাশ
ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার ১৩ দফা দাবিতে মানববন্ধন
বিপিএলে অনিশ্চিত মাশরাফি
বাংলাদেশের ক্রিকেটাররাই বিপিএল তারকা: আফ্রিদি
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
হেলিকপ্টার বিলাস নিয়ে ব্যাপক সমালোচনা ও উপদেষ্টা আসিফের কৈফিয়ত
উত্তরার তুরাগে নোহা গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
ট্রাম্প-মাস্কের বন্ধুত্বে চিড়! অভিবাসন নীতি নিয়ে দ্বন্দ্ব তুঙ্গে
নুরানী বোর্ডের ফলাফল প্রকাশ পাসের হার ৮৫.২৫ শতাংশ