বাফুফের নির্বাচনী সভা ১৩ জুলাই!
০৯ জুলাই ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ০৯ জুলাই ২০২৪, ১২:১৫ এএম
বাংলাদেশ ফুটবল ফেডােেরশনের (বাফুফে) বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষ হয়েছে গত ২৯ জুন। নির্বাচনকে সামনে রেখে এবার সভার আয়োজন করছে তারা। মূলত নির্বাচনের দিনক্ষণ ও ভেন্যু নির্ধারনের জন্যই আগামী ১৩ জুলাই নির্বাহী সভার আয়োজন করছে বাফুফে। যে সভাকে নির্বাচনী সভা আখ্যা দেওয়া যায়। বিশ্বস্ত সুত্রে জানা গেছে, এ সভায় চারটি আলোচ্যসূচি থাকলেও প্রধান আলোচনা নির্বাচনের দিন ঠিক করা। পাশাপাশি ভেন্যু নির্ধারণও হবে এই সভায়। বিকাল তিনটায় শুরু হওয়া এই সভায় নির্বাচন ছাড়াও গতানুগতিক দুই এজেন্ডা থাকবে- বিগত সভার কার্যবিবরণী অনুমোদন ও বিবিধ।
বাফুফের বর্তমান কমিটির মেয়াদ থাকছে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। সাধারণত কমিটির মেয়াদ শেষেই অনুষ্ঠিত হওয়ার কথা নতুন নির্বাচনের। কিন্তু বাফুফের কয়েকজন সদস্যের ইচ্ছে নির্দিষ্ট সময়ের আগেই নির্বাচন শেষ করার। সেপ্টেম্বরের মাঝামাঝি অথবা শেষ সপ্তাহের মধ্যে বাফুফের নির্বাচন শেষ করতে চান তারা। তবে কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন দিতে আগ্রহী নন ক’জন সদস্য। নির্বাচনের দিন ও ভেন্যু ঠিক করলেও নির্বাচন সংক্রান্ত বাফুফের নির্বাহী কমিটির আরো আনুষ্ঠানিকতা রয়েছে। জেলা, ক্লাব ও সংস্থা থেকে কাউন্সিলরদের নাম চেয়ে চিঠি দেয়া। সংশ্লিষ্টদের কাছ থেকে সেই নাম আসার পর নির্বাহী সভায় তা অনুমোদন করতে হবে। এই প্রক্রিয়া শেষ করতে কয়েক সপ্তাহ সময় লেগে যাবে বাফুফের। এই প্রক্রিয়া শেষ করে নির্বাচন কমিশন গঠন করবে না ১৩ জুলাইয়ের সভাতেই তা করবে বাফুফে সেটাই এখন দেখার বিষয়। তবে ধারণা করা হচ্ছে অক্টোবরের আগে নির্বাচন শেষ করা সম্ভব হবেনা দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটির।
২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাফুফের নির্বাচন এপ্রিল মাসের শেষ দিকেই অনুষ্ঠিত হয়েছে। ২০২০ সালের এপ্রিলে বিশ্বজুড়েই ছিল করোনাভাইরাস মহামারি। যে কারণে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ৬ মাস অতিরিক্ত মেয়াদ বৃদ্ধি করেছিল বাফুফের তৎকালীন কমিটির। তাই ২০২০ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল অক্টোবর মাসের শুরুতে। ওই নির্বাচনে চতুর্থ সহ-সভাপতি পদে মহিউদ্দিন আহমেদ মহী ও তাবিথ আউয়াল সমান ভোট পেয়েছিলেন। তাদের পুনঃনির্বাচন হয়েছিল ৩১ অক্টোবর।
৪ বছর মেয়াদী বাফুফের কার্যনির্বাহী কমিটি ২১ সদস্যের। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, চার সহ-সভাপতি ও ১৫ জন নির্বাহী সদস্য নিয়ে গঠিত হয় এই কমিটি। কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে চার বছরের জন্য নির্বাচিত হন নির্বাহী কমিটির সদস্যরা। গত বছরের মার্চে জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন মুন নির্বাহী সদস্য থেকে পদত্যাগ করেন। আগের মেয়াদে আরেক সাবেক অধিনায়ক শেখ মোহাম্মদ আসলামও পদত্যাগ করেছিলেন। সেই পদত্যাগ নির্বাহী সভায় গৃহীত হয়নি। এবার মুনের পদত্যাগ পত্র নির্বাহী সভায় না তুলেই গ্রহণ করে নেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ
আদমদীঘিতে ফসলি জমিতে ফের কোল্ড স্টোর নির্মাণ
পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি
বাগেরহাটে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ৮ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ২০
গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটি গঠন
বিপন্ন প্রজাতির হনুমান পাচারকালে ২ জনের কারাদ-
মিরপুরে তুরাগ নদী এলাকায় উচ্ছেদ অভিযান
৪৮ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ
ঢাকা বিমানবন্দরে পাখির আঘাতের হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি
ভারত আইনের শাসন মানে না : রিজভী
ভয়াবহ দাবানলে ছাড়খাড় লস অ্যাঞ্জেলেস
সরকারের সঙ্গে আলোচনার নির্দেশনা ইমরান খানের
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’ : বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত
সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
আওয়ামী সরকারের অসহযোগীতায় ব্রাজিল থেকে গরুর গোশত আমদানি করা সম্ভব হয়নি : রাষ্ট্রদূত
বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ, ভাইসহ সাবেক ডিবি প্রধান হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ
এবি পার্টির চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নির্বাচনি বিতর্ক
নাশকতার মামলায় গয়েশ্বর-রিজভীসহ ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি