দুই চ্যাম্পিয়নের ফাইনালে ওঠার লড়াই
০৯ জুলাই ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ০৯ জুলাই ২০২৪, ১২:১৫ এএম
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ রাতে মাঠে নামছে সাবেক দুই চ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স। জার্মানির মিউনিখের অ্যালিয়াঞ্জ এরিনায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্ট শুরুর আগে ফেবারিট হিসেবে ভাবা হয়নি স্পেনকে। কিন্তু টুর্নামেন্ট শুরুর পর থেকে একর পর এক ম্যাচ জেতা স্পেনই এখন হট ফেবারিট। শুরু থেকে এপর্যন্ত টানা পাঁচ ম্যাচ জিতে তারা উঠে এসেছে সেমিফাইনালের মঞ্চে। গ্রুপ পর্বে তারা ইতালি, ক্রোয়েশিয়া ও আলবেনিয়াকে হারিয়ে পুর্ন নয় পয়েন্ট নিয়ে গ্রুপে সেরা হয়েই শেষ ষোলতে ওঠে। এরপর শেষ ষোলতে জর্জিয়া এবং কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানিকে বিদায় করে দেয় স্প্যানিশরা।
নিশ্চিতভাবে এখন পর্যন্ত আসরের সেরা দল স্পেন। একের পর এক ম্যাচে দারুণ আগ্রাসী ও কার্যকর ফুটবল উপহার দিয়ে চলেছে তারা। ৫ ম্যাচে ১১ গোল করার বিপরীতে তারা হজম করেছে মাত্র ২টি যার একটি ছিলো আত্মঘাতী। কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষেই কঠিনতম পরীক্ষার মুখোমুখি হতে হয় স্প্যানিশদের। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটি ২-১ গোলে জেতে লা ফুয়েন্তের দল। এই দলটি নিয়েই বেশ আশাবাদি দলের কোচ। দলের প্রতিটি পজিশনই একেবারে গোছালো। বিশেষ করে আক্রমন ভাগে দুর্দান্ত খেলছে পেদ্রি, মোরাতা, উইলিয়ামস ও ইয়ামাল। তাদের পেছনে থেকে আক্রমনে সহায়তা করছে রদ্রি ও প্যাবিয়ান রুইজ।
স্পেনের রক্ষণভাগও যেনো চীনের প্রাচীরের মত। কারবাহাল, নরমান্দ, লাপোর্তে আর কুকুরেইয়ারা প্রতিপক্ষের আক্রমণ সামাল দিতে সিদ্ধহস্ত। এছাড়া লা ফুয়েন্তের রিজার্ভ বেঞ্চও তারকায় ঠাসা। এ তালিকায় আছে নাচো, ওলমো, ফ্যাবিয়ান তোরেস ও পেরেজের মত পরিক্ষিত ফুটবলাররা যারা যার যার পজিশনে সেরা। ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হওয়ার আগে রোববার সংবাদ সম্মেলনে কুকুরেইয়া বলেন,‘আমরা যেভাবে খেলি এবং আমাদের যেসব খেলোয়াড় আছে, তাতে ফুটবল বিশ্বে স্পেনের প্রতি শ্রদ্ধা রয়েছে দীর্ঘদিন ধরে। তবে সম্ভবত এবারের ইউরোয় ফেভারিট হিসেবে না আসাটা আমাদের সাহায্য করেছে।’ তিনি যোগ করেন,‘আমরা আত্মবিশ্বাস নিয়ে শুরু করেছিলাম, আমাদের হারানোর কিছু নেই। এখন সেই আত্নবিশ্বাস বেড়েছে এবং আমরা টুর্নামেন্টের মূল মুহূর্তে আছি।’ এপর্যন্ত সব আসর মিলিয়ে মোট ৩৬ বার মুখোমুখি হয়েছে দু’দল। স্পেনের ১৬ জয়ের বিপরিতে ফ্রান্সের জয় ১৩টি সাতটি ম্যাচ ড্র হয়েছে। তবে ২০১২ সালে ইউরোর কোয়ার্টার ফাইনালে ম্যাচে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছিল স্পেন।
অন্যদিকে এবারের ইউরোতে গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনালের পূর্ব মুহূর্ত পর্যন্ত মন ভরাতে পারেনি ফ্রান্স। দলের মুল ভরসা অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেও আহামরি কিছু করে দেখাতে পারেননি। গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল মাত্র একটি গোল করেছে ফরাসিরা। পেনাল্টি থেকে সেই একমাত্র গোলটি করেন এমবাপ্পে। তারপরও শেষ চারে উঠে গেছে তারা। কিন্তু পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করতে পারেনি ফুটবলপ্রেমীদের। এত কিছুর পরও এমবাপ্পের ওপর ভরসা রাখছেন দলের কোচ দিদিয়ের দেশম। ফরাসি কোচ বলেন, ‘২৫ বছর বয়সী ফরোয়ার্ড ফুটবলে এরই মধ্যে যথেষ্ট সাফল্য অর্জন করেছেন। আপনি কি মনে করেন না এতদিন পর্যন্ত সে যা করেছে, তা দিয়ে এরই মধ্যে যথেষ্ট ইতিহাস গড়েছে? এমনকি সে আরও ইতিহাস তৈরি করতে চায়।’ ২০০০ সালে শেষবার ইউরোর শিরোপা জিতেছিলো ফ্রান্স। এবার এমবাপ্পের হাত ধরে নতুন ইতিহাস গড়তে চায় ফরাসিরা। আর সেটা করতে এখন তাদের টপকাতে হবে স্পেন বাধা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ
আদমদীঘিতে ফসলি জমিতে ফের কোল্ড স্টোর নির্মাণ
পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি
বাগেরহাটে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ৮ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ২০
গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটি গঠন
বিপন্ন প্রজাতির হনুমান পাচারকালে ২ জনের কারাদ-
মিরপুরে তুরাগ নদী এলাকায় উচ্ছেদ অভিযান
৪৮ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ
ঢাকা বিমানবন্দরে পাখির আঘাতের হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি
ভারত আইনের শাসন মানে না : রিজভী
ভয়াবহ দাবানলে ছাড়খাড় লস অ্যাঞ্জেলেস
সরকারের সঙ্গে আলোচনার নির্দেশনা ইমরান খানের
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’ : বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত
সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
আওয়ামী সরকারের অসহযোগীতায় ব্রাজিল থেকে গরুর গোশত আমদানি করা সম্ভব হয়নি : রাষ্ট্রদূত
বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ, ভাইসহ সাবেক ডিবি প্রধান হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ
এবি পার্টির চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নির্বাচনি বিতর্ক
নাশকতার মামলায় গয়েশ্বর-রিজভীসহ ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি