চমক কেবল কানাডা
০৯ জুলাই ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ০৯ জুলাই ২০২৪, ১২:১৫ এএম
শেষ হয়েছে দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা ইউরো ও কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের লড়াই। চারটি করে দল এখন অপেক্ষায় আছে সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামার, যেখানে আর একটি ম্যাচ জিতলেই স্বপ্নের ফাইনাল। ইউরোয় যে চার দল সেমির টিকিট পেয়েছে, সেগুলো হলো স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। অন্যদিকে কোপা আমেরিকায় সেমিফাইনাল খেলবে আর্জেন্টিনা, কানাডা, উরুগুয়ে ও কলম্বিয়া। আজ থেকে শুরু হতে যাওয়া শেষ চারের লড়াইয়ে যেই হারুক, বিদায়ের রাগিনী যে করুণ সুরে বাজবে তাতে কোনো সন্দেহ নেই। কেননা শুধু মাত্র নতুন চমক কানাডা আর পুরনো চাল ইংল্যান্ড বাদে প্রতিটি দলই যে অন্তত একবার করে হলেও শিরোপার স্বাদ পেয়েছে নিজ নিজ আসরে!
এবারের ইউরোতে দুর্দান্ত ফুটবল খেলছে স্পেন। গ্রুপ পর্বে ইতালি-ক্রোয়েশিয়ার মতো দলকে হারানোর পর নকআউটে তারা হারিয়েছে জর্জিয়া ও জার্মানিকে। স্টুটগার্টে জার্মানির বিপক্ষে রুদ্ধশ্বাস এক লড়াইয়ের পর স্পেন জিতেছিল ২-১ গোলে। সেমিফাইনালেও ফেবারিট হিসেবে মাঠে নামবে তারা। অন্যদিকে সেমিফাইনালে উঠলেও এখন পর্যন্ত মন ভরাতে পারেনি ফ্রান্সের ফুটবল। এমনকি ওপেন প্লেতে (পেনাল্টি, ফ্রি-কিক-আত্মঘাতী গোল বাদ দিয়ে) এখন পর্যন্ত কোনো গোলই করতে পারেনি তারা। নাকের চোটের কারণে মাস্ক পরে খেলা কিলিয়ান এমবাপ্পেকেও দেখা যায়নি সেরা ছন্দে। তবে বড় ম্যাচে ফ্রান্স বরাবরই ভিন্ন দল। কে জানে, শেষ দুই ম্যাচের জন্য তারা সব জমিয়ে রেখেছে কি না! তেমনটা হলে কপাল পুড়তে পারে স্পেনের।
ফ্রান্সের মতো ইংল্যান্ডের ইউরোও খুব একটা ভালো যায়নি। দলে সময়ের অন্যতম সেরা তারকাদের নিয়েও ইংল্যান্ডে হতশ্রী ফুটবল সমালোচনার মুখে পড়েছে। এমনকি টুর্নামেন্টের মাঝপথে গ্যারেথ সাউথগেটকে ছাঁটাইয়ের দাবিও উঠেছে। তবে যতই সমালোচনা থাকুক, ইংল্যান্ড ঠিকই ইউরোর সেমিফাইনালে উঠে গেছে। গতবারের রানার্সআপরা এবার আর খালি হাতে ফিরতে চায় না। তবে ইংল্যান্ডের প্রতিপক্ষ নেদারল্যান্ডসও সহজে ছাড় দেব না। ২০ বছর পর সেমিফাইনালে ওঠা ডাচদের শুরুটা নড়বড়ে হলেও নকআউট পর্বে দারুণ খেলেছে তারা। ফলে ইংল্যান্ড-নেদারল্যান্ডসের ফাইনালে যাওয়ার লড়াইটা রোমাঞ্চকর হয়ে উঠতে পারে।
এদিকে, স্বপ্নের মতো সময় পার করছে আর্জেন্টিনা। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর আর পেছনে ফিরে তাকায়নি লিওনেল স্কালোনির দল। ৩৬ বছর পর আবার বিশ্বকাপ শিরোপা জিতেছে তারা। এবার আর্জেন্টিনার সামনে সুযোগ কোপার টানা দ্বিতীয় শিরোপা জয়ের। নিজেদের সেরাটা দেখাতে না পারলেও সেমিফাইনাল পর্যন্ত আসতে খুব একটা সমস্যা হয়নি মেসি-ডি মারিয়া-মার্তিনেজদের। এখন ফাইনালে যাওয়ার পথে তাদের প্রতিপক্ষ কানাডা, যারা এবারই প্রথম কোপা আমেরিকা খেলতে এসেছে। আর প্রথম আসরেই চমক দেখিয়ে সেমিতে পৌঁছে গেছে কানাডা। তবে সেমিতে আর্জেন্টিনার বাধা টপকানো এভারেস্টের চূড়ায় ওঠার মতোই কঠিন কিছু হবে।
এবারের কোপা আমেরিকায় দুর্দান্ত ফুটবল খেলছে কলম্বিয়া আর উরুগুয়েও। সম্ভবত টুর্নামেন্টে সবচেয়ে ছন্দে থাকা দুটি দলও তারা। ব্রাজিলের গ্রুপ থেকে ব্রাজিলকে রুখে দিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ আটে উঠেছে কলম্বিয়া। আর সেমিতে যাওয়ার পথে হামেস রদ্রিগেজ-লুইস দিয়াজরা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পানামাকে। এমনকি সব মিলিয়ে টানা ২৭ ম্যাচে অপরাজিতও আছে দলটি। দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার চোখ এখন ফাইনালে। অন্যদিকে গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছিল উরুগুয়ে। আর শেষ আটে ব্রাজিলকে পেছনে ফেলে সেমিতেও পৌঁছে গেছে মার্সেলো বিয়েলসার দল। বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার সকাল ৬টায় ফাইনালে চোখ রেখেই কলম্বিয়ার মুখোমুখি হবেন নুনিয়েজ-ভালভের্দেরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ
আদমদীঘিতে ফসলি জমিতে ফের কোল্ড স্টোর নির্মাণ
পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি
বাগেরহাটে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ৮ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ২০
গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটি গঠন
বিপন্ন প্রজাতির হনুমান পাচারকালে ২ জনের কারাদ-
মিরপুরে তুরাগ নদী এলাকায় উচ্ছেদ অভিযান
৪৮ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ
ঢাকা বিমানবন্দরে পাখির আঘাতের হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি
ভারত আইনের শাসন মানে না : রিজভী
ভয়াবহ দাবানলে ছাড়খাড় লস অ্যাঞ্জেলেস
সরকারের সঙ্গে আলোচনার নির্দেশনা ইমরান খানের
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’ : বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত
সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
আওয়ামী সরকারের অসহযোগীতায় ব্রাজিল থেকে গরুর গোশত আমদানি করা সম্ভব হয়নি : রাষ্ট্রদূত
বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ, ভাইসহ সাবেক ডিবি প্রধান হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ
এবি পার্টির চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নির্বাচনি বিতর্ক
নাশকতার মামলায় গয়েশ্বর-রিজভীসহ ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি