ইংল্যান্ডের ‘শেষ’ সুযোগ
১০ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১০ জুলাই ২০২৪, ১২:০৩ এএম
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে আজ রাতে মাঠে নামছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। জার্মানির ডর্টমুন্ডে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি। এম্যাচকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরিয়েছে দুদল। ৩৬ বছর পর দলকে শিরোপা এনে দিতে নেদারল্যান্ডসের সামনে ইংল্যান্ড। অন্যদিকে ইউরোর প্রথম শিরোপা জিততে ডাচ বাধা পেরুতে হবে ইংলিশদের।
এবারের ইউরোয় এপর্যন্ত নেদারল্যান্ডসের চেয়ে ভালো পারফর্ম করেছে হ্যারি কেইনরা। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলতে উঠেছে ইংলিশরা। তিন ম্যাচের একটি জয় আর দুটোতে ড্র করে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই নকআউট পর্বে ওঠে গ্যারেথ সাউথ গেটের দল। এখনও তারা অপরাজিত আছেন। তবে শেষ ষোল আর কোয়ার্টার ফাইনালে প্রবল প্রতিদ্বন্দিতার মুখে পড়েছে ইংল্যান্ড। শেষ ষোল’র ম্যাচে সেøাভাকিয়ার বিপক্ষে হারতে হারতে শেষ পর্যন্ত জয়ের মুখ দেখেছে তারা। অতিরিক্ত সময়ের ম্যাচে ২-১ গোলে জয় পায় ইংলিশরা। এরপর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষেও একই অবস্থায় পড়ে হ্যারি কেইনরা। আগে গোল হজম করে শেষ পর্যন্ত সমতায় ফেরে ইংল্যান্ড। পরে অতিরিক্ত সময়ে হ্যারি কেইনের গোলে কোয়ার্টার ফাইনালের বাধা পার হয় ইংলিশরা। তবে ইংল্যান্ডের মুল ভরসা হ্যারি কেইন এপর্যন্ত তেমন কোনো চমক দেখাতে পারেনি। তার পরও আন্তর্জাতিক আসরে দলের হয়ে সর্বোচ্চ এই গোলদাতার ওপর আস্থা রেখেছেন সাউথগেট।
চলতি ইউরোতে এখন পর্যন্ত মাত্র দুইবার জালের দেখা পেয়েছেন কেইন। যার একটি গ্রুপ পর্বে ডেনমার্কের বিপক্ষে ড্র করার ম্যাচে। এছাড়া শেষ ষোলোয় রোমাঞ্চকর লড়াইয়ে অতিরিক্ত সময়ে তার গোলেই সেøাভাকিয়াকে ২-১ গোলে হারিয়েছিল ইংল্যান্ড। গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে গোলের ¯্রােত বইয়ে দেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে জার্মান ক্লাবটির হয়ে ৪৫ ম্যাচে ৪৪ গোল করেন তারকা এই ফরোয়ার্ড। তার কাছে ইউরোতে তাই আরও ভালো পারফরম্যান্সের আশায় আছেন ইংলিশ সমর্থকরা। কিন্তু নিজের নামের সুবিচার এখনও করতে পারেননি অধিনায়ক।
ইউরোর গত আসরে ফাইনালে ইতালির বিপক্ষে টাইব্রেকারে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল ইংল্যান্ডের। আরেকবার শিরোপা লড়াইয়ের মঞ্চে খেলার সুযোগ হাতছানি দিচ্ছে তাদের। সেই লক্ষ্য পূরণে শেষ চারে ডাচদের হারাতে হবে দলটিকে।
অন্যদিকে ১৯৮৮ সালে রুড গুলিদ আর মার্কো ভ্যানবাস্তেনদের হাত ধরে প্রথম বারের মত ইউরোর শিরোপা জিতেছিলো নেদারল্যান্ডস। এবার ৩৬ বছর পর শিরোপা খরা গোচাতে চায় ডাচরা। যদিও শুরুটা ভালো হয়নি তাদের। প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জিতলেও ফ্রান্সের সাথে ড্র আর অস্ট্রিয়ার কাছে হেরে গ্রুপে তৃতীয় হয়ে শেষ ষোল’র টিকেট পায় তারা। তবে শেষ ষোল আর কোয়ার্টার ফাইনালে চমৎকারভাবে ঘুরে দাঁড়ায় নেদারল্যান্ডস। শেষ ষোলতে রোমানিয়াকে ৩-০ এবং কোয়ার্টার ফাইনালে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে জয় পায় ডাচরা।
সেমিফাইনালে ইংল্যান্ড শক্ত প্রতিপক্ষ হলেও নিজেদের সেরাটা দিয়েই ম্যাচ জিততে চায় নেদারল্যান্ডস। ইংলিশদের সাথে আগের পরিসংখ্যানে এগিয়ে থাকাটা তাদের জন্য বাড়তি প্রেরণা। দু’দলের আগের ২২ বারের দেখায় ৭বার জিতেছে ডাচরা। ইংল্যান্ড জিতেছে ৬ ম্যাচ আর ৯ ম্যাচ ড্র হয়েছে। তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দুইবার মুখোমুখি হয়েছে দুদল। একটি করে ম্যাচ জিতেছে তারা। সর্বশেষ ২০১৯ সালের উয়েফা ন্যাশনস লিগে ইংল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছিলো নেদারল্যান্ডস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সাতটি নির্ভরযোগ্য শেয়ারের তালিকায় বিএটি বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক ও জিপি: এসএসএল
ভারতীয় জেলেদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন-বানোয়াট: পররাষ্ট্র মন্ত্রণালয়
সেবাদাস হাসিনার পলায়নে সীমান্তে শক্তিশালী বাংলাদেশ দেখছে ভারত
শ্রীপুরে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের কম্বল বিতরণ
সাবেক মন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সিলেটে শেখ মুজিবের ম্যুরাল অপসারণে ৩ দিনের আল্টিমেটাম
ডিএনসির ‘হাত-পা বাঁধা’ থাকায় মাদক সাম্রাজ্য চালিয়েছেন বদি
মৌলভীবাজারে মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের উদ্যেগে ১ হাজার কম্বল বিতরণ
বিপিএলের মাধ্যমে তারুণ্যের উৎসব গতি পেয়েছে: ফাহিম
শমী কায়সারের ব্যবসায়িক তথ্য তলব
লাখো মানুষের স্বাস্থ্যসেবায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও বিদ্যানন্দের ভাসমান হাসপাতাল ‘জীবন খেয়া’
সৈয়দপুরে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমির টপ সয়েল
আগামীর নির্বাচন হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের: জোনায়েদ সাকি
বিরলে একই জমিতে কলা ও বাঁধাকপি চাষ করে সফল এক নারী কৃষক
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় রোর ফ্যাশনের শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ
৭২-এর সংবিধানে মুক্তিযুদ্ধকে ছিনতাই করা হয়েছে: মামুনুল হক
দেশের জন্য কল্যাণকর ও ফলপ্রসূ গবেষণায় গুরুত্ব দিতে হবে: খুবি উপাচার্য
সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা
খুবিতে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু শুক্রবার থেকে
কোনো অতিথিকে সরকারি অর্থে হজে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা