ইয়ামালের রেকর্ডে ফ্রান্সকে হারিয়ে এক যুগ পর ফাইনালে স্পেন
১০ জুলাই ২০২৪, ০৩:৩১ এএম | আপডেট: ১০ জুলাই ২০২৪, ০৩:৫৪ এএম

১৬ বছরের লামিন ইয়ামাল ইতিমধ্যেই ইউরোতে আলো ছড়িয়েছেন। তবে এই বিষ্ময়-বালক সেরাটা বোধহয় জমিয়ে রেখেছিলেন বড় মঞ্চের জন্য। সেমিফাইনালে ফ্রান্সে এগিয়ে গিয়েছিল শুরুতেই। তবে ইয়ামালের দুর্দান্ত এক ফিনিশে দ্রুতই ম্যাচে ফিরল স্পেন।যেই গোলে রেকর্ড বুকেও নাম লেখান এই স্প্যানিশ সেনসেশন এরপর দ্রুতই দলকে এগিয়ে দিলেন দানি ওলমো।মরিয়া চেষ্টা করেও আর স্প্যানিশ রক্ষণে চিড় ধরাতে পারেননি এমবাপে-দেশমরা।ফলে স্পেন চলে যায় শিরোপার আরও একধাপ কাছে।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে জমজমাট প্রথম সেমি-ফাইনালে ফ্রান্সকে ২-১ ব্যবধানে হারিয়েছে স্পেন।ম্যাচের তিনটিই গোলই এসেছে প্রথমার্ধে।কোলো মুয়ানির গোলে ফ্রান্স ম্যাচের নবম মিনিটে লিড নিলেও তা ধরে রাখতে পারেনি।২১-২৫ মাত্র চার মিনিটের ব্যবধানে ইয়ামাল-অলমো নৈপুণ্যে এগিয়ে যায় স্পেন।
চলতি আসরে এখন পর্যন্ত অপ্রতিরোধ্য স্পেন নিজেদের খেলা ছয় ম্যাচের সবকটিতেই জয় পেল
এদিন প্রথম মিনিট থেকে ছন্দময় ফুটবল উপহার দিয়েছে স্পেন।ম্যাচের ৫ম মিনিটেই এগিয়ে যেতে পারত স্পেন। কিন্তু লামিনে ইয়ামালের দুর্দান্ত এক ক্রসে নিশানাভেদে ব্যর্থ হন ফাবিয়ান রুইজ। তাঁর হেড চলে যায় বারের ওপর দিয়ে।
পাল্টা আক্রমণে ফ্রান্স সফলতায় পায় চার মিনিট পরেই।দারুণ ক্ষিপ্রতায় প্রতিপক্ষের অর্ধে উঠে এমবাপ্পে অসাধারণ একটি ক্রসে বল বাড়ান কোলো মুয়ানির উদ্দেশে। নিঁখুত হেডে বল জালে জড়ান এই স্ট্রাইকার।পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত এটিই ছিল ওপেন প্লেতে করা ফ্রান্সের প্রথম গোল।
বল দখলে আধিপত্য দেখিয়ে স্পেন ম্যাচে ফিরে ২১তম মিনিটে। মোরাতার পাস পেয়ে বক্সের অনেকটা বাইরে থেকে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়ের চ্যালেঞ্জ কাটিয়ে লং শট নেন ইয়ামাল।অবিশ্বাস্য সেই শট বাঁ পাশ দিয়ে খুঁজে পায় জালের ঠিকানা।
এই গোলে ইউরোতে নতুন এক ইতিহাসও লিখলেন ১৬ বছর বয়সী এ উইঙ্গার। ইয়ামালই এখন ইউরোতে ১৬ বছর বয়সে গোল করা একমাত্র ফুটবলার। পাশাপাশি এই গোলে ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন ইয়ামাল (১৬ বছর ৩৬২দিন)। এর আগে ১৯৫৮ বিশ্বকাপে ১৭ বছর ২৩৯ দিনে গোল করেছিলে ব্রাজিলিয়ান ফুটবল সম্রাট পেলে।
চার মিনিট পর আবারও স্পেনের গোল উৎসব। এবারের গোলদাতা পেদ্রির অনুপস্থিতিতে শুরুর একাদশে সুযোগ পাওয়া ওলমো। ডান দিক থেকে হেসুস নাভাসের শট রক্ষণে প্রতিহত হয়সে।ই বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে শট নেন দলের অলমো;বল জুল কুন্দের পা ছুঁয়ে জালে জড়ায়।
পিছিয়ে পড়ে ফ্রান্স প্রেস করলেও বিরতির আগে সমতা টানার মতো উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে মরিয়া চেষ্ঠা চালায় ফ্রান্স।৬০ মিনিটে দেম্বেলের শট কোনোরকমে ফেরান স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন।
৭৫ মিনিটে আবারও সুযোগ হাতছাড়া করে ফ্রান্স। আক্রমণে এগিয়ে থাকলেও স্পেনকে যতটা কোণঠাসা করার কথা ততটা পারেনি ফ্রান্স। ৮১ মিনিটে ইয়ামালের শট বার ঘেঁসে বাইরে না গেলে ম্যাচটা তখনই শেষ হয়ে যেতে পারত। ৮৬ মিনিটে দারুণ এক আক্রমণে সুযোগ নষ্ট করেন এমবাপে।
ম্যাচের বাকি সময়ে চেষ্টা করেও ফ্রান্সকে আর সমতায় ফেরাতে পারেনি দেশামের দল। দারুণ জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে স্পেনই।
আগামী রোববার বার্লিনের ফাইনালে তিনবারের চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যে বিজয়ীর।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

দেশে নব্য চাঁদাবাজদের আধিপত্য বেড়ে গেছে, ব্যবসায়ীরা আতঙ্কে: শাকিল উজ্জামান

কাপাসিয়ায় নিষিদ্ধ পলিথিন কারখানায় সিলগালা, একজকে তিন মাসের কারাদণ্ড

যা বললেন বিধ্বস্ত বিমানের বেঁচে ফেরা যাত্রী রমেশ

চকরিয়ায় চাঞ্চল্যকর গ্রামীণ মৎস্য প্রকল্প ডাকাতিতে জড়িত চারজনকে পুলিশে সোপর্দ মালামাল উদ্ধার

ঝিনাইদহে শিল্প-সচিবের কর্মব্যস্ত দিন অতিবাহিত

ম্যান সিটি অধ্যায় শেষে নাপোলিতে ডে ব্রুইনে

গত ১৫ বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি

বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে এক কোটি রূপি ক্ষতিপূরণ দেবে টাটা গ্রুপ

ভারতে বিমান দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ৩১ দফা বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনের উপায় ; সিআইপি

জনসমর্থন নেই বলে তারা দেশ ছেড়ে পালিয়েছে - এটিএম আজহাহারুল ইসলাম

ফিফা র্যাঙ্কিংয়ে সুসংবাদ পেল বাংলাদেশ

জকিগঞ্জে ঘরে ঘরে গ্যাস সংযোগ ও কূপ-১ কার্যক্রম রক্ষায় মানববন্ধন

নামাজে কোনো সুরা পড়ার পূর্বে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়া প্রসঙ্গে।

যশোরে গলায় ছুরি ঠেকিয়ে নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে মামলা

শ্রীলঙ্কায় তাহসিন চ্যাম্পিয়ন

ভিয়েতনামে ফাহাদ রানার-আপ

লেভার ‘বিদ্রোহের’ পর কোচের পদত্যাগ

অপতথ্যের বিস্তার রোধে বেতারের বিশেষ ভূমিকা রাখার সুযোগ রয়েছে : তথ্য সচিব

শ্রীলঙ্কা সফরে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী শান্ত